ঢাকা শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশকে ৩৯,৯০২ মিলিয়ন জাপানিজ ইয়েন ঋণ সহায়তায় জাপানের সাথে ২টি প্রকল্পের ঋণচুক্তি স্বাক্ষরিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১১-২০২৪ দুপুর ১১:৩

জাপান সরকারের ৪৫তম ওডিএ লোন প্যাকেজের ১ম ব্যাচের আওতাধীন 'Jamuna Railway Bridge Construction Project (3rd Tranche)' ও 'Chattogram Sewerage System Development Project (Engineering Services)' শীর্ষক প্রকল্পের ঋণের জন্য গতকাল ২৫ নভেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশ সরকার এবং জাপান সরকারের মধ্যে বিনিময় নোট ও ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব জনাব মোঃ শাহরিয়ার কাদের ছিদ্দিকী বিনিময় নোট ও ঋণচুক্তি স্বাক্ষর করেন। জাপান সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের মান্যবর রাষ্ট্রদূত Mr. IWAMA Kiminori বিনিময় নোট এবং বাংলাদেশস্থ জাইকা অফিসের চীফ রিপ্রেজেন্টেটিভ Mr. ICHIGUCHI Tomohide ঋণচুক্তি স্বাক্ষর করেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এনইসি-২ সভা কক্ষে উক্ত ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। ঋণচুক্তি ২টির আওতায় জাপান সরকার বাংলাদেশকে মোট ৩৯,৯০২ মিলিয়ন জাপানিজ ইয়েন (আনুমানিক ২৪৮.৮৮ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ সহায়তা প্রদান করবে।

২.০ 'Jamuna Railway Bridge Construction Project' শীর্ষক চলমান প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ১৬,৭৮০.৯৬ কোটি টাকা (জিওবি ৪,৬৩১.৭৬ কোটি টাকা, জাইকা ১২,১৪৯.২০ কোটি টাকা)। বাস্তবায়নকাল জুলাই ২০১৬ হতে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। প্রকল্পটির জন্য জাপান সরকার বিভিন্ন পর্যায়ে ঋণ প্রদান করছে। ইতিপূর্বে প্রকল্পটির জন্য জাপান সরকারের সঙ্গে মোট ১২৮,৬৯৭ মিলিয়ন জাপানিজ ইয়েনের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিবেচ্য ৩য় tranche এর জন্য জাইকা কর্তৃক ৩৮,২০৬ মিলিয়ন জাপানিজ ইয়েনের (আনুমানিক ২৩৭.৬৮ মিলিয়ন মার্কিন ডলার/আনুমানিক ২৯৪৬.৭৩ কোটি টাকা) ঋণ প্রদান করা হবে। এ ঋণের সুদের হার নির্মাণ কাজের জন্য ১.৭০%, পরামর্শকের জন্য ০.৪০%, Front End Fee (এককালীন) ০.২০%। ঋণ পরিশোধকাল ৩০ বছর (১০ বছর গ্রেস পিরিয়ডসহ)।
 
৩.০ "Chattogram Sewerage System Development Project' শীর্ষক নতুন প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ৫.১৫২.৫৬ কোটি টাকা (জিওবি ৫৮১.৫৭ কোটি টাকা, জাইকা ৪,১৪৪.২৮ কোটি টাকা, চট্টগ্রাম ওয়াসার নিজস্ব ৩৯.০০ কোটি টাকা)। বাস্তবায়নকাল জানুয়ারি ২০২৫ হতে নভেম্বর ২০৩২ পর্যন্ত। প্রকল্পটির মূল লক্ষ্য হল চট্টগ্রাম শহরে উপযুক্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থ্য নিশ্চিতকরণ, পয়ঃনিষ্কাশন ট্রিটমেন্ট প্লান্ট, পাম্পিং স্টেশন এবং পাইপলাইন ইত্যাদির মতো পয়ঃনিষ্কাশন সুবিধা নিশ্চিত করে স্বাস্থ্যকর জীবনযাত্রা এবং জলজ পরিবেশ সংরক্ষণে অবদান রাখা। প্রকল্পটির জন্য জাইকা বিভিন্ন পর্যায়ে ঋণ প্রদান করবে। বিবেচ্য ইঞ্জিনিয়ারিং সার্ভিস এর জন্য জাইকা কর্তৃক ১,৬৯৬ মিলিয়ন জাপানিজ ইয়েনের (আনুমানিক ১১.২০ মিলিয়ন মার্কিন ডলার/আনুমানিক ১৩০,৮০ কোটি টাকা) ঋণ প্রদান করা হবে। এ ঋণের (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) সুদের হার ০.২০%, Front End Fee (এককালীন) ০.২০%। ঋণ পরিশোধকাল ৩০ বছর (১০ বছর গ্রেস পিরিয়ডসহ)।
 
৪.০ দ্বি-পাক্ষিক পর্যায়ে জাপান বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী দেশ। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত জাপান সরকার বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বিভিন্ন সেক্টরে উল্লেখযোগ্য সহায়তা প্রদান করেছে। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বাংলাদেশ সরকারের অগ্রাধিকারের সাথে সামঞ্জস্য বজায় রেখে অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানী, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পানি সরবরাহ ও স্যানিটেশন, পল্লী উন্নয়ন, পরিবেশ উন্নয়ন এবং মানব সম্পদ উন্নয়নসহ অন্যান্য খাতের প্রকল্পে ঋণ ও বিভিন্ন প্রকার অনুদান সহায়তা হিসেবে অদ্যাবধি জাপান সরকার কর্তৃক ৩২.৩৭ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে।

Rp / Rp

কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান

বাংলাদেশ-ইতালি স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

কৃষি উপদেষ্টার লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে মহাপরিচালক কু ডংইউ (Qu Dongyu) বৈঠক অনুষ্ঠিত

শ্রমজীবী মানুষের কল্যাণে OIC-এর উদ্যোগের প্রতি অঙ্গীকারবদ্ধ: ষষ্ঠ ওআইসি শ্রম মন্ত্রীদের সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

বিধ্বস্ত ঘরবাড়িতে ফিরছেন ফিলিস্তিনিরা

যু*দ্ধ বিরতি চুক্তি সই, শান্তির ইঙ্গিত গাজায়

সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রীর সাথে নৌপরিবহন উপদেষ্টার সাক্ষাৎ

আইএমও) মহাসচিব আর্সেনিও ডোমিনগেজ এর সাথে নৌপরিবহন উপদেষ্টার বৈঠক

নৌপরিবহন উপদেষ্টার দুবাইয়ে World Maritime Day Parallel Event-এ অংশগ্রহণ

জাতিসংঘ বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতির স্বাধীন মূল্যায়নে সহায়তা করবে

মঙ্গলবার রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চ-স্তরের সম্মেলন

বাংলাদেশ ও তুরস্ক ইসলামে নারী বিষয়ক বৈশ্বিক সম্মেলনের নেতৃত্ব দেবে

দুর্যোগপ্রবণ অঞ্চলে স্বল্প খরচে, জলবায়ু-সহনশীল আবাসনের আহ্বান জানিয়েছেন অধ্যাপক ইউনূস