তথ্য মিথ্যে দাবি আবুল হোসেন জয়ের : লাখে ৬ হাজার টাকা লাভ দিচ্ছে নাজরান বিডি
এক লাখ টাকা বিনিয়োগ করলে প্রতিমাসে লাভ দেয়া হচ্ছে ৬ (ছয় ) হাজার টাকা। মূলধনসহ এ টাকা ফেরত দেয়া হবে ৩৩ মাস পর্যন্ত। ৩৩ মাসে একজন গ্রাহক এক লাখ টাকা জমা দিয়ে পাবেন ২ লাখ টাকা। সরকারি-বেসরকারি ব্যাংক যখন লাখে লাভ দিচ্ছে ৬শ থেকে ৭শত টাকা। সেখানে লাখে ৬ হাজার টাকা দেয়ার প্রতিশ্রুতিতে এ কোম্পানীটি গত দু বছরে বাজার থেকে তুলে নিয়েছে কয়েকশত কোটি টাকা। বাণিজ্য মন্ত্রণালয় এর ইকমাসের আওতায় এমএলএম প্রতারণা প্রতিরোধ বিষয়ক কমিটির তথ্য অনুসন্ধ্যানে উঠে এসেছে নাজরান বিডি নামক কোম্পানীর ভয়াবহ প্রতারণার এ কাহিনী।
দৈনিক সমাবেশের হাতে আসা তথ্য বিষয়ে জানতে কোম্পানী ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন জয়ের মোবাইলে বিষয়টি জানতে চাইলে আবুল হোসেন জয় দাবি করেন তারা কোন এমএলএম করছেন না। তারা শেয়ার হোল্ডারদের আনুপাতিক হারে লাভ দিচ্ছেন । এ সময় পর্যন্ত কোম্পানীতে কত শেয়ার হোল্ডার আছে তা জানাতে রাজি হননি আবুল হোসেন জয়। তিনি জানান, ৬/৭ শ হতে পারে।
এ দিকে তথ্য অনুসন্ধ্যানে জানা যায়, নাজরান বিডি পরিচ্ছন্নভাবে প্রকাশ্যে প্রতারণার জাল বিস্তার করেছে। তারা প্রলোভনের ফাঁদে ফেলে এরই মাঝে বাজার থেকে তুলে নিয়েছে কয়েশত কোটি টাকা।

জানা গেছে, এম.এল.এম প্রতারনার শীর্ষ কোম্পানী নিউওয়ে এর চারজন শীর্ষ কর্মকর্তা মিলে গড়ে তুলেছে প্রতারণায় জড়িত নতুন কোম্পানী নাজরান বিডি। কাগজে কলমে মাছ চাষের কাল্পনিক প্রকল্প দেখিয়ে সাধারণ বিনিয়োগকারীদের নিকট হাতিয়ে নিচ্ছে অবিশ্বাস্য পরিমাণ টাকা। অনুসন্ধ্যানে জানা গেছে, রাজধানীর কুঁড়িল বিশ্বরোড ইসহাক টাওয়ারে খুলে বসেছে নাজরান বিডি নামক এমএলএম প্রতারণার জমজমাট হাট । ফেনী সোনাগাজী তে রয়েছে মাছের খামার। একদিনের রেনু পোনা তিন মাসে হবে ৩শ টাকার পূর্ণাঙ্গ মাছ। প্রতি তিন মাস অন্তর অন্তর তিন লাখ ৫০ হাজার পোনা অবমুক্ত করে নাজরান বিডি। ৫০হাজার পোনা নষ্ট হওয়ার পরেও থাকবে তিন লাখ মাছ। ৩শ টাকা করে বিক্রি করে পাওয়া যাবে ৯ কোটি টাকা। এভাবে ৩৩ মাসে ১০ বার মাছ চাষ করে আয় হবে শত কোটি টাকা। ৩৩ মাস মেয়াদী বিনিয়োগে শত কোটি টাকা আয় থেকে দায় শোধ করা হবে। কেউ চাইলে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, আবাসিক প্রকল্প, এগ্রো প্রোজেক্ট, ফিসারিজ প্রকল্প, হাসপাতাল, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, মাল্টি পারপাস, শপিং মল, প্যাকেজিং ইত্যাদি বহুমুখী প্রকল্পে ও টাকা বিনিয়োগ করে কোটি কোটি টাকার অংশীদারিত্ব পেতে পারে। এ জাতীয় লোভনীয় অফার দিয়ে শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে নাজরান বিডি প্রাঃ লিঃ নামে এ প্রতারণা প্রতিষ্ঠানটি।
সারাদেশে প্রতারনার জাল :
সারাদেশ প্রতারণার জাল ফেলেছে নাজরান বিডি। উত্তরার আলাত্তল এভিনিউতে সর্বপ্রথম প্রতারণার অফিস খুলে বসে সেখান থেকে পালিয়ে এসেছে বর্তমানে আস্থানা গেড়েছে কুড়িল বিশ্বরোড। এ প্রতারণা চক্রের মূল হোতা এমএলএম প্রতারণার প্রশিক্ষণপ্রাপ্ত আবুল হোসাইন জীবন। তার সাথে যুক্ত হয়েছেন আরেক এমএলএম প্রতারক ফেনীর সোনাগাজী উপজেলার জাতীয় পার্টির নেতা মোশারফ হোসেন। উক্ত মোশারফ হোসেন নাজরান বিডি চেয়ারম্যান।
উত্তরা আলাত্তল এভিনিউ সেক্টর-৪ এ-২৯ নং বাড়ীতে আস্তানা গেড়ে সর্বপ্রথম সারাদেশ থেকে কোটি কোটি টাকা আত্নসাৎ করে হিজরত করেন কুড়িল বিশ্বরোড। উত্তরার ঠিকানা থেকে কুড়িল বিশ্বরোড আসলে ও সাধারণ জনগণ টাকার জন্য প্রতিদিন খুঁজে বেড়াচ্ছে উত্তরার ঠিকানায়। করোনা মহামারীর সময় প্রতারণা চক্র ঠিকানা পরিবর্তন করে। বর্তমানে দেশব্যাপী এ প্রকারক কোম্পানীতে ৮ হাজার ১০ হাজারের অধিক বিনিয়োগকারি রয়েছে বলে জানা গেছে।
প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে চলছে প্রতারনা :
নাজরান বিডি চেয়ারম্যান ফেনী জেলার জাতীয় পার্টির সহ-সভাপতি মোশারফ হোসেন। ফেনী জেলার সোনাগাজী উপজেলায় রয়েছে নাজরান বিডি মৎস্য প্রকল্প। যে জমির উপর মৎস খামার প্রায় ১২০০ বিঘা উক্ত জমির মালিকানা মোশারফ হোসেনের। নিউওয়ে ও গ্লোবাল এর অন্যতম উদ্যোক্তা মোশারফ হোসেন ১২০০ বিঘা জমির মালিক। উক্ত সম্পত্তি তার পৈত্রিক সম্পত্তি কিনা তার সঠিক তথ্য গণমাধ্যমের হাতে নেই। যদি তা না হয় তাহলে উক্ত সম্পত্তির ক্রয়ের আয়ের উৎস কি ? তা সরকারের খতিয়ে দেখা প্রয়োজন।
পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসাইন জীবন তিনিও নিউয়ের গ্লোবাল এর ডিস্ট্রিবিউটার। যাদের মাধ্যমে শত শত গ্রাহক বিনিয়োগ করে প্রতারণার শিকার হয়েছেন। ভাইস চেয়ারম্যান আতাউর রহমান ও পরিচালক অর্থ, খান আসাদুজ্জামান লাভলু প্রত্যেকেই নিউওয়ে গ্লোবাল প্রতারণা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ছিলেন।
এ বিষয়ে জানতে বাণিজ্যমন্ত্রণালয়ের ই কমার্স দেখা শোনার দায়িত্বে নিয়োজিত একজন উপসচিব দৈনিক সমাবেশকে বলেন, আমাদের ফাইন্ডিং এ এমএলএম প্রতারণার মতো কাজে জড়িত থাকার বিষয়ে নাজরান বিডি নামক একটি প্রতিষ্ঠানের নাম এসেছে। আমরা খোঁজ খবর নিচ্ছি। তিনি তথ্য থাকলে তাদের জানানোর অনুরোধ জানান ( চলবে)
Rp / Rp
কপ সম্মেলনে দেশের পক্ষে উচ্চপর্যায়ের নেতৃত্বের অংশগ্রহণ জরুরি - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স প্রধান উপদেষ্টার সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন
সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় - ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন
কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে বিজিবি'কে কৌশল ও যোগ্যতার পরিচয় দিতে হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা
তরুণদের আত্মত্যাগ ও অবিচলতাই নিজের চারপাশের মানুষ ও দেশকে দায়িত্বের সঙ্গে দেখা এই মূল্যবোধগুলি পরিবর্তনের প্রধান শক্তি - উপদেষ্টা শারমীন এস মুরশিদ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার চার্জশিট ৭ জানুয়ারির মধ্যে
ডিগ্রি শুধু চাকরির জন্য নয়, দেশ ও প্রকৃতির দায়িত্ব নেওয়ার অঙ্গীকার - সমাবর্তনে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
বাংলাদেশ-চীন বন্ধুত্বের নতুন অধ্যায় : ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর আধুনিকায়ন ও সংস্কার কাজের আনুষ্ঠানিক শুভ সূচনা
সিলেটের ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা
তারেক রহমানকে নিয়ে বিবিসির প্রতিবেদন প্রকাশ
তারেক রহমানের বিমান ঢাকায় অবতরণ