ঢাকা মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

মালয়েশিয়ায় হাসপাতালে ব্রুনাইয়ের সুলতান


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭-৫-২০২৫ বিকাল ৬:৫০


দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের নেতাদের শীর্ষ এক সম্মেলনে অংশ নিয়ে ক্লান্ত হয়ে পড়ার পর কুয়ালালামপুরের একটি হাসপাতালে বিশ্রাম নিচ্ছেন ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়া। বর্তমানে তিনি কুয়ালালামপুরের হাসপাতালে ‘বিশ্রামে আছেন’ বলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন আসিয়ানের চেয়ারম্যান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সংবাদ সম্মেলনে ৭৮ বছর বয়সী ব্রুনাইয়ের সুলতানকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তির বিষয়ে জানতে চান সাংবাদিকরা।

জবাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, ‘‘তিনি কিছুটা ক্লান্ত এবং বিশ্রাম নিচ্ছেন। ব্রুনাইয়ের সুলতানকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তির তথ্য নিশ্চিত করেছেন তিনি। তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য জানাননি তিনি।


তেলসমৃদ্ধ দ্বীপ রাষ্ট্র ব্রুনাইয়ে ১৯৬৭ সাল থেকে ক্ষমতায় আছেন সুলতান হাসানাল বলকিয়া। তিনি এক সময় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন এবং এখনও দেশটির প্রায় পাঁচ লাখ মানুষের মাঝে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

তার শাসনামলে ব্রুনাই ব্রিটেনের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে এবং মানুষের জীবনযাত্রার মান এশিয়ার দেশগুলোর মাঝে শীর্ষ পর্যায়ে রয়েছে।

সূত্র: রয়টার্স।

Ahad Hossain / Ahad Hossain

আলজেরিয়ায় বাংলাদেশিদের জন্য 'ই-পাসপোর্ট' সেবা চালু

নেপালে আটকে থাকা বাংলাদেশিদের বাইরে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন, ঢাকা এর যৌথ বিবৃতি

চীনা প্রতিনিধিদলের বিসিসিসিআই এর কার্যালয় পরিদর্শন

কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন শুরু

মালয়েশিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর ভিসা প্রদানের সম্ভাবনা রয়েছে

প্রধান উপদেষ্টা আজিয়াটাকে বাংলাদেশে 5G পরিষেবা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন

বাংলাদেশ ও মালয়েশিয়ার নেতারা অংশীদারিত্ব আরও গভীর করতে সম্মত

আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থায় পুনঃনির্বাচনের বাংলাদেশের প্রার্থিতা ঘোষণা

বাংলাদেশ ও মরক্কোর মধ্যে শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা জোরদারে দ্বিপাক্ষিক বৈঠক

প্রধান উপদেষ্টা এবং গর্ডন ব্রাউন অর্থনৈতিক পুনরুদ্ধার এবং রোহিঙ্গা শিক্ষা নিয়ে আলোচনা করেছেন

বিবি গভর্নর যুক্তরাজ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগদান করেছেন

দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের আগ্রহ এয়ারবাস এবং মেনজিসের