ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

কেন্দ্রের নির্দেশনা বাস্তবায়নে বাঙলা কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৪-২০২৪ রাত ১১:১৭

চলমান তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে এবং ক্যাম্পাসকে সুরক্ষা রাখতে কেন্দ্রীয় সংসদের নির্দেশনা বাস্তবায়নে এক হাজারের বেশি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রলীগ।

এ কর্মসূচির অংশ হিসেবে ছাত্রলীগ সভাপতি ফয়েজ আহমেদ নিজু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল হোসেনের নেতৃত্বে কলেজ ক্যাম্পাসে ১০০টি গাছের চারা রোপণ করা হয়েছে। এ কর্মসূচি চলবে আরও ১০ দিন। রোপণকৃত গাছের মধ্যে রয়েছে— আম, কাঠাঁল, পেয়ারাসহ বিভিন্ন কাঠ জাতীয় গাছ।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে কলেজ প্রাঙ্গনে ফলজ, বনজ ও ঔষধি জাতের এসব বৃক্ষ রোপন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত থেকে দিক-নির্দেশনা দেন সরকারি বাঙলা কলেজ অধ্যক্ষ প্রফেসর জাহাঙ্গীর হোসেন। এ সময় ক্যাম্পাস শাখা ছাত্রলীগের সিনিয়র-জুনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ সময় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ফয়েজ আহমেদ নিজু বলেন, ‘এসডিজি লক্ষমাত্রা অর্জন এবং তীব্র দাবদাহ থেকে রক্ষায় বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশে ৫ লাখ বৃক্ষ রোপণের উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের এই বৃক্ষরোপণ। আমাদের এই কর্মসূচি চলবে।’ 

সাধারণ সম্পাদক রুবেল হোসেন বলেন, ‘আমাদের বৃক্ষরোপণ চলবে। আশা করি, গাছগুলো বড় হয়ে আমাদের পরবর্তী প্রজন্মের ফুল, ফলের চাহিদা পূরণ করে তীব্র তাপপ্রবাহ থেকে আমাদের রক্ষা করবে। দেশে বর্তমানে ১৭ শতাংশ বনায়ন রয়েছে, যেটি ২৫ শতাংশ প্রয়োজন। আমরা আশাবাদী, ছাত্রলীগের এই কর্মসূচি বাস্তবায়ন হলে এর পরিমাণ কিছুটা হলেও বাড়বে।’

এর আগে, ২১ থেকে ৩০ এপ্রিল ১০ দিনে সারাদেশে ৫ লাখ বৃক্ষ রোপণ করার ঘোষণা দেয় বাংলাদেশ ছাত্রলীগ। এ ছাড়াও পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষে এক কোটি বৃক্ষরোপণ করে গিনেজ বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্তির কর্মসূচি পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

Admin / Admin

লোহাগড়ায় স্কাইলার্ক ইন্টারন্যাশনাল ইংলিশ স্কুল উদ্বোধন

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অচলাবস্থার শিগগিরই সমাধান হবে

স্কুল-কলেজ পরিচালনাপর্ষদ গঠনে নতুন বিধি

বাইউস্টের ফল-২০২৫ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাতীয় ও আন্তর্জাতিক অর্জনের স্বীকৃতি পেলেন বাইউস্ট শিক্ষার্থীরা

চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব কে শিক্ষক সমিতির দাওয়াত পত্র প্রদান

“জুলাই শহীদ স্মৃতি বৃত্তি” চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

সকলে সচেতন থাকলে প্রশ্নফাঁসের কোনও সুযোগ অসাধু চক্র পাবে না - শিক্ষা উপদেষ্টা

তারুণ্যের রাষ্ট্র সংলাপ "শিক্ষা ও শিক্ষাঙ্গন"

ঈদ-গ্রীষ্মের টানা ছুটিতে কোন শিক্ষাপ্রতিষ্ঠান কতদিন বন্ধ

বাংলা একাডেমির অপ্রচলিত প্রমিত বানান : বিদ্যমান বাস্তবতা ও করণীয়-- ‌‌মো. মামুন অর রশিদ

কুয়েটের ভিসি, প্রোভিসির অপসারণ ও নতুন নিয়োগ দাবি জানিয়ে প্রদান উপদেষ্টার কাছে চিঠি

অলীন বাসার এর নতুন বই ধর্মব্যাধি