ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

শুরু হলো  জিডিএম মার্কেটিং লিমিটেড কোম্পানীর স্বপ্নিল যাত্রা


জাহিদুল ইসলাম শিশির photo জাহিদুল ইসলাম শিশির
প্রকাশিত: ১৬-১২-২০২৩ রাত ৮:২৭

জাহিদুল ইসলাম শিশির : ব্যক্তিজীবনে অর্থনৈতিক স্বচ্ছলতা আনার পাশাপাশি সামাজিক দায়িত্বপালন ও জাতীয় জীবনে অবদান রাখার প্রতিশ্রুতি  আর আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে  গোল্ডেন ডেইজ ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং লিমিটেড  (জিডিএম) নামে একটি নেটওয়ার্ক  মার্কেটিং  কোম্পানীর স্বাপ্নীল যাত্রা শুরু হয়েছে।

১৬ ডিসেম্বর শনিবার রাজধানীর একটি তারকা হোটেলে সারা দেশ থেকে আগত কয়েক’শ কর্মকর্তার উপস্থিতিতে কোম্পানীর শুভ যাত্রা ঘোষণা করেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাজী শাহাদাত হোসেন রুবেল। অন্যানের মধ্যে কোম্পানীর  ডিরেক্টরস এবং   ডিস্ট্রিবিউটরগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, চমৎকার একটি মার্কেটিং প্লান এবং কোয়ালিটি প্রোডাক্টস  নিয়ে কোম্পানীটিকে সাজানো হয়েছে। দেশের নেটওয়ার্ক মার্কেটিংয়ের  ইতিহাসে সততা যোগ্যতা একং কর্মদক্ষতার স্বাক্ষর রাখতে চায় কোম্পানীটি। 

অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত সবার মুখে ছিলো  প্রতিশ্রুতি আর স্বপ্ন পুরণের মিশন বাস্তবায়নের দৃঢ় অঙ্গিকার।  বক্তরা বলেন, ফাইন্যানসিয়াল ক্যারিয়ার কোচ হিসেবে এ প্লাটফর্মটি দেশের স্বপ্নদেখা তরুণ প্রজন্মসহ সব বয়সী মানুষের আস্থা ঠিকানা হয়ে উঠতে খুববেশী সময় নিবে না।  কারণ এখানে প্রচলিত মার্কেটিং কনসেপ্ট এর সাথে আধুনিক ডিজিটাল ও মোবাইল মার্কেটিং এর মাধ্যমে নিজের আইডি ব্যবহার করে পণ্য ক্রয় বিক্রয়ের পাশাপাশি  নিজের স্বাধীন ব্যবসা পরিচালনার সৃুযোগ উম্মুক্ত করা হয়েছে। 


আয়োজক কর্তৃপক্ষ পণ্যের গুনগতমান রক্ষার পাশাপাশি কর্মীর সুরক্ষা বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার প্রতিশ্রুতি দেন। সেই সাথে শুধু দেশেই নয়, দেশের বাইরেও এ কোম্পানী তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার  কথা জানান। ঢাকার বাইরে থেকে আসা একজন ডিস্ট্রিবিউটর দৈনিক সমাবেশকে জানান, যে কোন ব্যবসার পূর্ব শর্ত হচ্ছে  বিশ্বাস। যাদের সাথে কাজ করা হচ্ছে এবং কোন সিস্টেমে কাজ চলছে তার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুরক্ষার কৌশল। তিনি জানান, এর আগেও তিনি বেশ কয়েকটি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানীর সাথে কাজ করেছেন। এখানে  এসে তিনি আশাবাদী হয়েছেন যে ,এখানে প্রতারিত হওয়ার কোন সম্ভাবনা নেই।

কারণ যারা এ কোম্পানীর নেতৃত্ব দিচ্ছেন তারা সবাই পরীক্ষিত এবং  ব্যবসা সম্পর্কে অভিজ্ঞ। অভিজ্ঞ ম্যানেজমেন্ট টিমের সাথে কোম্পানীর শীর্ষ কর্মকর্তাদের সততার পাশাপাশি উপস্থাপিত সিস্টেমের প্রতি তিনি আস্থাশীল। তাই এ কোম্পানীতে কাজ করার মাধ্যমে তিনি নিজে যেমন এগিয়ে যেতে চান, ঠিক তেমনি আরো অনেকের জন্য কাজের সুযোগ সৃষ্টি করে দিতে চান। 

অনুষ্ঠানে  বেশ কয়েকটি ট্রেডিশনাল  কোম্পানীর মালিক ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমের প্রতিনিধিগণ সহ বাংলাদেশ শিল্প উদ্যোক্তা সংস্থার প্রেসিডেন্ট  কামরুল হাসান লিটন সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিগন উপস্থিত ছিলেন। 

Rp / Rp

জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ

স্বপ্ন চালু করলো প্রথমবার সেলফ-চেকআউট কাউন্টার

চলতি অর্থবছরে পণ্য ও সেবা রফতানির লক্ষ্য ৬৩.৫ বিলিয়ন ডলার

বাংলাদেশ কৃষি ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আগামি বছর চামড়া সংরক্ষণের আগ্রহ আরও বাড়বে: বাণিজ্য উপদেষ্টা

কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ার এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ ও আমেরিকার মধ্যে শুল্ক আলোচনা অনুষ্ঠিত

৭০ শতাংশ শূন্য আয় দেখানো করদাতাদের হিসাব খতিয়ে দেখা উচিত - অর্থ উপদেষ্টা

০১ জুলাই, ২০২৫ খ্রিঃ তারিখ হতে আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট সার্টিফিকেট, লাইসেন্স, পারমিট অনলাইনে ইস্যু করা বাধ্যতামূলক

বাংলাদেশে নির্মিত মিতসুবিশি এক্সপ্যান্ডার-এর আনুষ্ঠানিক উদ্বোধন করলো র‍্যানকন

রিজার্ভ আরও কিছুটা বাড়লো

৯ মাসে প্রস্তাবিত বিদেশি বিনিয়োগের পরিমাণ ১ বিলিয়ন ডলার: বিডা

৬০৮ কোটি টাকায় দক্ষিণ কোরিয়া থেকে আসবে এক কার্গো এলএনজি