ঐতিহাসিক আবাইপুর দিবস আজ

ঐতিহাসিক আবাইপুর দিবস আজ । ১৯৭১ সালের আজকের এই দিনে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার আবাইপুর নামক স্থানে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ মিলে ৪১ জন শহীদ হন। মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি 'আবাইপুর দিবস' হিসেবে পরিচিত।
শৈলকুপা উপজেলা শহর থেকে ১৫ কিলোমিটার পূর্বে কুমার নদের ধারে আবাইপুর ইউনিয়ন ভবনের পাশে কয়েকটি গণকবরে তাদের সমাহিত করা হয়। গণকবর ঘিরে এখানে একটি শহীদ স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হয়েছে। প্রতিবছর ১৪ অক্টোবর স্থানীয় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে।
মুক্তিযুদ্ধের শুরু থেকে পুরো ৯ মাস ধরেই ঝিনাইদহের শৈলকুপা উপজেলা জুড়েই ছিল মুক্তিযোদ্ধাদের দাপট। উল্লেখ্য যে, ঝিনাইদহ জেলার ৬ টি থানার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মুক্তিযোদ্ধা ছিলেন শৈলকুপা থানায়। ১৯৭১ সালের অক্টোবর মাসে দেশের নানান অঞ্চলের মতো শৈলকুপা উপজেলায়ও যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পায়।
শৈলকুপার আবাইপুর এলাকায় ছিল মুক্তিযোদ্ধাদের শক্ত ঘাঁটি। ১৩ অক্টোবর দুপুরের খাবার খাওয়ার সময় আবাইপুরের মুক্তিযোদ্ধা ঘাঁটিতে খবর আসে সেখান থেকে ৯ কিলোমিটার পূর্বে মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া বাজারে অগ্নিসংযোগ করছে পাক বাহিনী। খামার পাড়া বাজার থেকে তারা পশ্চিমের রাস্তা ধরে আবাইপুরের উপর দিয়ে শৈলকুপা হয়ে উত্তর দিকে কুষ্টিয়ার সেনাঘাঁটিতে অথবা দক্ষিণ দিকে যশোর সেনানিবাসে যাবে। এমন খবরে ১২৫ জনের একটা মুক্তিযোদ্ধা দল আবাইপুরে তাদের প্রতিহত করার পরিকল্পনা গ্রহণ করেন। তাদের নের্তৃত্বে ছিলেন এয়ারম্যান মুজিবর রহমান। মুক্তিযোদ্ধাগণ কৌশলগত কারণে ৩ ভাগে বিভক্ত হয়ে হানাদার বাহিনীকে মোকাবেলার সিদ্ধান্ত নেন।
প্রথম দল কমান্ডার নজরুল ইসলামের (যুদ্ধে শহীদ) নেতৃত্বে অবস্থান নেয় ওয়াপদা ভবনের পাশে।
দ্বিতীয় দল কমান্ডার বিশ্বাস লুৎফর রহমানের (সাবেক নির্বাচন কমিশনার) নেতৃত্বে অবস্থান নেয় ওয়াপদা ভবন থেকে আধা কিলোমিটার দক্ষিণ পাশ দিয়ে বয়ে যাওয়া জি-কে ক্যানেলের (গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের খাল) যেখান দিয়ে আবাইপুর বাজারের দিকে ঢোকার রাস্তায়।
তৃতীয় দল অবস্থান নেয় ওয়াপদা ভবনের উত্তর পাশ দিয়ে বয়ে যাওয়া কুমার নদের তীরে।
তিন পয়েন্টেই মুক্তিযোদ্ধারা বাংকার খুঁড়ে তাতে অবস্থান নেন। স্থানীয় চরের মাধ্যমে এই খবর পাক সেনাদের কাছে পৌঁছে যায়।
১৪ অক্টোবর ভোর রাতে পাক সেনারা মুক্তি যোদ্ধাদের তিন অবস্থানের উপরে একযোগে আক্রমণ শুরু করে। পাক সেনারা সার্চ লাইট জেলে বাংকারের ভিতর গুলি করে এবং গ্রেনেড চার্জ করতে থাকে। মুক্তিযোদ্ধারা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু, মুক্তিযোদ্ধাদের থ্রী নট থ্রী রাইফেল আর অল্প সংখ্যক সাবমেশিন গান দিয়ে সম্মুখ যুদ্ধে অত্যাধুনিক ও ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত পাক বাহিনীকে মোকাবেলা করা কঠিন। তবুও এই অসম যুদ্ধ আধাঘণ্টার মতো স্থায়ী হয়েছিল। অবশেষে মুক্তিযোদ্ধারা বাংকার ছেড়ে পিছু হঠে যায়।
এই যুদ্ধে পাক সেনাদের একজন লেফটেনেন্ট নিহত হওয়া ছাড়াও পাক বাহিনী বেশ ক্ষয়ক্ষতির শিকার হয়।
সকাল হবার পর পাক বাহিনী শৈলকুপার দিকে চলে যায় এবং যাবার সময় ৬ জন মুক্তিযোদ্ধাকে বন্দী করে সাথে নিয়ে যায়। এই ৬ জন বীর মুক্তিযোদ্ধাকে শৈলকুপা ব্রিজের দক্ষিণ পাশে নিয়ে হত্যা করে গণকবর দেয়। পরবর্তীতে সেখানেই গড়ে উঠেছে শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের অফিস।
সকালে পাক বাহিনী চলে যাবার পর স্থানীয় জনসাধারণ আবাইপুর গ্রাম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তিযোদ্ধাদের লাশ একত্রিত করে এবং ইউনিয়ন পরিষদ ভবনের পাশে, ওয়াপদার ভিতরে এবং জি.কে খালের পাড়ে গণকবর দেয়।
আবাইপুর যুদ্ধে মুক্তিযোদ্ধা এবং স্থানীয় জনসাধারণ মিলে মোট ৪১ জন শহীদ হয়েছেন। কিন্তু, সকল শহীদের নাম কোথাও সংরক্ষিত নেই। ইউনিয়ন পরিষদ ভবনের বাউন্ডারির মধ্যে গণকবরের পাশে স্মৃতি ফলকে লিপিবদ্ধ রয়েছে নিম্নোক্ত মাত্র ১৮ জন শহীদের নাম। তারা হলেন শহীদ নজরুল ইসলাম, শহীদ আবুল হোসেন, শহীদ আবু জাফর, শহীদ ইসমাইল হোসেন, শহীদ চেতন জোয়ার্দার, শহীদ ইউসুফ আলী, শহীদ আলিমুদ্দিন, শহীদ সিমার আলী, শহীদ আবু সুফিয়ান, শহীদ সিরাজুল ইসলাম, শহীদ কাশেম আলী, শহীদ আজিবর রহমান, শহীদ শাহাদত হোসেন, শহীদ বাবর আলী, শহীদ মকছুদ আলী, শহীদ শহীদুল ইসলাম, শহীদ রুস্তম আলী ও শহীদ সৈয়দ আলী। এ যুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে বীরমুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য দবির উদ্দীন জোয়ার্দার উল্লেখ করেন। এ যুদ্ধের একজন শহীদ শৈলকুপার হড়রা গ্রামের ইসমাইল হোসেন যিনি ১৯৭১ সালের ১৩ই অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৪ অক্টোবর তার বাসর হওয়ার কথা কিন্তু
হঠাৎ সংবাদ এলো রাতে পাকসেনারা শৈলকুপার আবাইপুর অভিমুখে রওনা দেবে। ইসমাইল বাসর ছেড়ে যুদ্ধে চলে গেল। নববধুকে বলে গেল কাল ফিরে এসে বাসর হবে। ঐ রাতেই পাকসেনাদের আক্রমনে নজরুল, ইসমাইল সহ মোট ১৭জন স্পটে আবাইপুর ওয়াপদা ক্যাম্পে শহীদ হয়। এদিকে সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়ল শত শত মানুষ শহীদ মুক্তিযোদ্ধাদের দেখতে ছুটে এলো। চারদিকে শোকের ছায়া নেমে এলো। সবচেয়ে হৃদয় বিদারক যে ঘটনাটি ঘটেছিল, এলাকাবাসীর পাশাপাশি ইসমাইলের নববধু আলেয়া যে বাসরের অপেক্ষায় ছিল। সেই আলেয়াও এসেছে মুক্তিযোদ্ধাদের লাশ দেখতে এবং তার স্বামীকে ফিরিয়ে নিতে। তখনও আলেয়ার হাতের মেহেদির গন্ধ বেরুচ্ছে, পরনে কনের পোশাক। ১৭ টি লাশ পাশাপাশি সাজানো। গণকবর ও খোড়া হয়ে গেছে। এক এক করে লাশগুলো কবরে নামানো হচ্ছে। যখন ইসমাইলের লাশ কবরে নামাবে অমনি নববধু আলেয়া ইসমাইলের লাশ যাপটে ধরে কাঁদতে কাঁদতে মুর্ছা গেল। সে যেন পাথর মুর্তির মতো বলতে চাইল 'আমার স্বামীকে আমি কবরে নিতে দেবোনা। আমার বাসরের কি হবে'?
সেই মুহুর্তে সবাই নির্বাক। ইতোমধ্যে মুর্ছা যাওয়া আলেয়াকে তার বাবা-মা, আত্মীয়-স্বজন ঘাড়ে করে তাদের বাড়ীর দিকে নিয়ে গেল।
Rp / Rp

নারীর অবৈতনিক কাজের স্বীকৃতি জরুরি : শারমীন এস মুরশিদ

জাপানি ভাষা জানা ১ লাখ কর্মী নিবে জাপান -- অর্থ উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা

পাট পণ্যের নান্দনিকতা ও ব্যবহারিক উপযোগিতাকে প্রাধান্য দেওয়ার আহবান বাণিজ্য উপদেষ্টার

২০২০ সাল থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত সংঘটিত অপরাধের তথ্যের ওপর ভিত্তি করে তুলনামূলক সার্বিক চিত্র দেওয়া হলো

কাঠামোগত দুর্নীতি বাংলাদেশকে পিছিয়ে রেখেছে - উপদেষ্টা শারমীন এস মুরশিদ

দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি রয়েছে - স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের নিরাপদ খাদ্য সম্পর্কিত গবেষণালব্ধ ফলাফল নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এবং জনহিতকর কাজে প্রয়োগ করা হবে - খাদ্য সচিব মোঃ মাসুদুল হাসান

জাতীয় স্বার্থে বস্তুনিষ্ঠ ও জবাবদিহিমূলক গণমাধ্যম অপরিহার্য - পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

পার্টনারস ইন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট এর নতুন সভাপতি তিউনিসিয়া ও নতুন নির্বাহী পরিচালক নাইজেরিয়ার ড. জোসেফ

পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা

লেখক-গবেষক, রাজনীতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর এর মৃত্যুতে উপদেষ্টা শারমীন এস মুরশিদের শোক প্রকাশ
