ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

গণমানুষের নতুন বাংলাদেশ তৈরিতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় কাজ করতে চাই-- উপদেষ্টা শারমিন এস মুরশিদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১১-২০২৪ রাত ৮:৪৭

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আমরা যেন একটি গণমানুষের নতুন বাংলাদেশ তৈরি করতে পারি সেজন্য সকলের সম্মিলিত প্রচেষ্টায় কাজ করতে চাই।

তিনি আজ কেন্দ্রীয় শহীদ মিনারে ২০২৪ জুলাই বিপ্লবে নিহত শহীদ পরিবার ও আহত ছাত্র জনতার দীর্ঘমেয়াদী পুনর্বাসন নিশ্চিতকরণের লক্ষ্যে সন্তান ও অভিভাবক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 

সম্মেলনে বিশিষ্ট শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদের সভাপতিত্বে  বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ, সুস্বাস্থ্যের বাংলাদেশ সংগঠনের আহবায়ক ডাক্তার কাজী সাইফউদ্দিন, ডাক্তার ইসরাত জাহান এবং শহিদ ও আহত পরিবারের অভিভাবকবৃন্দ।

প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা বলেন, ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, ছয় দফা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলন খুব কাছে থেকে দেখেছি। সেসময় যেভাবে ঘর ছেড়ে বেরিয়ে এসেছে আমাদের মুক্তিযোদ্ধারা, ঠিক সেইভাবে  তরুণ যোদ্ধারা সর্বশেষ ২০২৪ সালের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশকে পুনরজন্ম দিয়েছে। এ দেশের মানুষ আবার মুক্তভাবে বাঁচার স্বাধীনতা উপভোগ করতে পেরেছে। জুলাই বিপ্লবে অংশ নিয়ে যারা শহীদ হয়েছেন তারা তাদের জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা, পুনর্বাসনে আমাদের দায়িত্ব সীমাহীন। সরকার অগ্রাধিকার ভিত্তিতে তাদের সকল প্রকার সহযোগিতা করবে। এজন্য তিনি নিহত ও আহত অভিভাবকদের  একসাথে বসার আহ্বান জানান।  তিনি বলেন, আমাদের দেশের হাসপাতালে চিকিৎসা সেবা অত্যন্ত নাজুক ,তদুপরি আহতদের সুচিকিৎসার জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা করছি। যারা এখনো চিকিৎসা সেবায় পিছিয়ে আছেন তাদের চিকিৎসা সহযোগিতা অব্যাহত রাখতে এবং পুনর্বাসনের আশ্বাস দেন। এর আগে তিনি শহীদ মিনারে আহতদের সাথে কথা বলেন  এবং তাদের খোঁজখবর নেন। তিনি আহতদের সান্তনা দেন এবং নতুন দিনের স্বপ্ন একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Rp / Rp

পল্লী উন্নয়ন জোরদারে জাইকা-বিআরডিবি মতবিনিময় সভা অনুষ্ঠিত

Tax Representative Management System (TRMS) সফটওয়্যার চালু করল জাতীয় রাজস্ব বোর্ড

যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর চিন্তাভাবনা করছে সরকার - স্বরাষ্ট্র উপদেষ্টা

বিডা’র ওএসএস প্ল্যাটফর্মে নিবন্ধন অধিদপ্তরের পাঁচটি নতুন সেবা উদ্বোধন

লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টায় নিন্দা জানিয়ে বিবৃতি

বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে উপদেষ্টা শারমীন এস মুরশিদের শোক প্রকাশ

সাতক্ষীরার সীমান্ত দিয়ে চার শিশুসহ ১০ বাংলাদেশি হস্তান্তর করল বিএস এফ

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ

নারীর অবৈতনিক কাজের স্বীকৃতি জরুরি : শারমীন এস মুরশিদ

জাপানি ভাষা জানা ১ লাখ কর্মী নিবে জাপান -- অর্থ উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা

পাট পণ্যের নান্দনিকতা ও ব্যবহারিক উপযোগিতাকে প্রাধান্য দেওয়ার আহবান বাণিজ্য উপদেষ্টার