ঢাকা বৃহষ্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

পাটের অনৈতিক মজুতদারি করা যাবে না : উপদেষ্টা শেখ বসিরউদ্দিন


আলী আবির photo আলী আবির
প্রকাশিত: ১৩-১২-২০২৪ সকাল ৮:১৪

বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ' পাট শিল্পের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে হবে।পাটের অনৈতিক মজুতদারি করে রাখা যাবে না।যতটুকু মজুত করার প্রয়োজন ততটুকুই করতে হবে। পাটকে আবেগ দিয়ে বাঁচানো যাবে না। পাটকে বাঁচাতে হলে এর ব্যবহারিক মূল্য ও ব্যবহারিক উপযোগিতার তৈরি করতে হবে। শৈল্পিক মূল্য দিয়ে পাটকে বাঁচানো যাবে না। পাটকে বাঁচাতে স্কেল-আপ করতে হবে। সাপ্লাই চেইন নিয়ে সমস্যাগুলি দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা হবে। ' 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরী পাড়ায় জেডিপিসি প্রাঙ্গণে বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) এর উদ্যোগে (১২-১৭ ডিসেম্বর, ২০২৪) ছয় দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা ও ফটোগ্রাফি প্রদর্শনীর উদ্বোধনকালে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এসব কথা বলেন।   

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আরো বলেন, ' তৈরি পোশাক শিল্পে উদ্যোক্তারা নিজেদের উদ্যোগে ভালো অবস্থানে নিয়ে আসার পর ব্যাংক অর্থায়ন শুরু করে। পাটের সেই জায়গা তৈরি করুন, তারপর ব্যাংক অর্থায়নে এগিয়ে আসবে। ' 

দেশের মানুষের প্রতিনিধিত্ব করার কথা উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, 'আমি ব্যবসায়ীর প্রতিনিধিত্ব করছি না, দেশের মানুষের প্রতিনিধিত্ব করছি। এটা আশা করবেন না যে, রাষ্ট্র সব কিছু করে দেবে। আপনি শুরু করুন, রাষ্ট্র আপনার সাথে আছে। একটা ন্যায়ভিত্তিক রাষ্ট্র চাই যারা ক্ষমতায় আসবেন তারা যেন দায়বদ্ধ থাকেন।' অনুষ্ঠানের সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ ও জুট মিলস এসোসিয়েশনের চেয়ারম্যান আবুল হোসেন তাদের সংক্ষিপ্ত বক্তব্যে পাটখাতের সমস্যা ও সম্ভাবনার নানা দিক আলোকপাত করেন।  

 

এসময় মন্ত্রণালয়ের অতি সচিব সুব্রত শিকদার, জেডিপিসি'র নির্বাহী পরিচালক জিনাত আরা, এইচ এন্ড এইচ ফাউন্ডেশনের এর সভাপতি এম সাফাক হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনশেষে বস্ত্র ও পাট উপদেষ্টা মেলার প্রদর্শনী স্টলগুলো ও ফটোগ্রাফি প্রদর্শনী পরিদর্শন করেন। 

উল্লেখ্য, সরকার গত পহেলা নভেম্বর থেকে বাংলাদেশে পলিথিন ব্যাবহার নিষিদ্ধ করেছে। তাই পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারের জনগনকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এইচ এন্ড এইচ ফাউন্ডেশন কর্তৃক 'সোনালী আঁশ পাট দিয়ে স্থির চিত্র প্রদর্শনী, ফটোগ্রাফি ও রচনা প্রতিযোগিতা আয়োজন করেছে। 

প্রসঙ্গত, এ মেলায় প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত্রি ০৮ টা পর্যন্ত পাটপণ্যের প্রদর্শনীর ৩৪ টি স্টলে বিভিন্ন প্রকার ব্যাগ , অফিস আইটেমস , নার্সারী আইটেম , হোম টেক্সটাইল , পরিধেয় বস্ত্র, বিভিন্ন ধরণের জুতা ও শোপিসসহ ব্যবহারযোগ্য বহুবিধ পাটপণ্য সামগ্রী প্রদর্শন ও বিক্রয় করা হবে।

Rp / Rp

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিজিবি ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) কর্তৃক বিজিবি মোতায়েন

রোডম্যাপ অনুসারে হজের সকল কার্যক্রম এগিয়ে যাচ্ছে - ধর্ম উপদেষ্টা

আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

নিবন্ধন নিয়ে ইসি’র ‘টালবাহানা’ ও ‘স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে বাংলাদেশ আমজনগণ পার্টির সংবাদ সম্মেলন

গাড়ি চালকদের প্রশিক্ষণের মধ্য দিয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রথমবারের মতো একটি বাস্তবভিত্তিক অংশীদারিত্বমূলক উদ্যোগ শুরু হয়েছে - পরিবেশ উপদেষ্টা

তিন পার্বত্য জেলায় ই-লার্নিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ: লাইসেন্স পেতে চালকদের ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক

ওমানের শ্রমমন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনা: শীঘ্রই কর্ম ভিসা চালু করা হবে

তামাক নিয়ন্ত্রণ শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয় নয়, এটি বৃহত্তর জনস্বাস্থ্যের ইস্যু - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

দেওদীঘিতে ইসলামিক মিশন স্বাস্থ্যকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন - ধর্ম উপদেষ্টা

নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজিবি’র অভিযানে ২০২৫ সালে ১,৯০৮ কোটি ২৮ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধান উপদেষ্টার