জামায়াত মানবিক ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায়--জয়পুরহাটে ডাঃ শফিকুর রহমান
গতকাল বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট জেলা জামায়াতের আয়োজনে সার্কিট হাউস ময়দানে দীর্ঘ ১৫ বছর পর জামায়াতের কর্মী সম্মেলন জেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ ফজলুর রহমান সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ শফিকুর রহমান বলেন, প্রয়োজনীয় সংস্কারের জন্য আমরা অন্তবর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে চাই। মানবিক বাংলাদেশ গড়তে ক্ষুধা, বেকার, দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে ভালো মানুষ তৈরী করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গনহারে মানুষ হত্যার বিচারের আহ্বানও জানান তিনি। তিনি বলেন, ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার ব্যাপক হারে মানুষ হত্যা করেছে, এ গনহত্যার বিচার করতে হবে। তিনি আরো বলেন, মানুষের অধিকার ফিরে আনতে হবে, যারা লুন্ঠনকারী তাঁদেরকে ক্ষমতায় আনা যাবে না। এই দেশে কোন দুঃশাসন থাকবেনা। জামায়াত একটি মানবিক, বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়তে চায়। সে জন্য দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতের কোন বিকল্প নেই। তিনি বলেন, আমাদের মসজিদ যেমন পাহাড়া দিতে হয় না তেমনি জামায়াত সরকার গঠন করলে মন্দির, গীর্জা, প্যাগোডা কোন কিছু পাহাড়া দিতে হবে না। আমরা এমন একটা দেশ গড়তে চাই যেখানে ব্যবসায়ীদের কাছে কেউ চাঁদাবাজি করবে না, হুমকি দিবে না, কেউ দখলবাজি করবে না, ঘুষ খাবে না । আর এমন দেশ গড়তে গেলে কোরআনের আইন চালু করতে হবে। আন্দোলনে যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে তারা এমন বৈষম্যমুক্ত দেশ চায়। আমাদের সন্তানেরা যে স্বপ্ন নিয়ে প্রাণ দিয়েছে, সে স্বপ্ন পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা কারো কাছে মাথা নত করব না। তাই আগামীতে দূর্নীতিবাজরা আবারো ক্ষমতায় যেনো না আসতে পারে সে জন্য তিনি সবাইকে সজাগ থাকার আহব্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল ও বগুড়া অঞ্চল টিম পরিচালক মাওলানা মোঃ রফিকুল ইসলাম খাঁন। তিনি বলেন , স্বৈরাচার হাসিনা ছেঁচরা চোরের মত দেশ ছেড়ে পালিয়ে গেছে। তারা মানুষের ভোটের অধিকার নষ্ট করেছে, হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, তাদের বিচার বাংলার মাটিতেই হবে।
এছাড়াও সন্মেলনে বক্তব্য রাখেন, বগুড়া অঞ্চল টিম কেন্দ্রীয় জামায়াতের মজলিশে শুরা সদস্য মাও আব্দুর রহিম, কেন্দ্রীয় শুরা সদস্য অঞ্চল টিম সদস্য মোঃ নজরুল ইসলাম, বগুড়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক, সিরাজগঞ্জ জেলা আমীর শাহীনুর আলম, শহর জামায়াতের আমীর মোঃ আবিদুর রহমান সোহেল, দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারী ড. এনামুল হক, জয়পুরহাট জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মোঃ হাসিবুল আলম লিটন, এ্যাডঃ মোঃ মামুনুর রশিদ, এস,এম রাশেদুল আলম সবুজ, সাবেক চেয়ারম্যান প্রভাষক আদর্শ শিক্ষক ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, শহর আমীর মোঃ আনোয়ার হোসেন, সদর উপজেলা আমীর মোঃ ইমরান হোসেন, কালাই উপজেলা আমীর মুনছুর রহমান, আক্কলপুর উপজেলা আমীর শফিউল হাসান দিপু, পাঁচবিবি উপজেলা আমীর ডাঃ মোঃ সুজাউল ইসলাম, জামায়াত নেতা ফেরদৌস হোসেন, ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, জেলা ছাত্র শিবিরের সভাপতি জুয়েল হোসেন, জেলঅ সাবেক শিবির সভাপতি আব্দুল খালেক, শ্রমিক কল্যান ফেডারেশন সাধারন সম্পাদক এ্যাডঃ আসলাম হোসেন, ৪নং ওয়ার্ড সভাপতি শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি তাপস কুমার মন্ডল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ গোলাম কিবরিয়া।
Rp / Rp
দেশে নির্বাচনের আকাশে কালো মেঘ কেটে গেছে--ড. আসাদুজ্জামান রিপন
শিবচর বিএনপি'র কর্মী সমাবেশে নেতারা
বিএনপির দুই নেতা বহিষ্কার
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শিক ভিত্তি উদারনীতি : তারেক রহমান
রাজধানীর বিজয় নগরে জাপা ও গন-অধিকার পরিষদের ধাওয়া পাল্টা ধাওয়া
পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম
শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক আব্দুল ঢালী ও সদস্য মোস্তফা
বিএনপিকে বাঁচিয়ে রাখতে হলে তৃনমুলে কাজ করতে হবে -- সাবেক এম. পি হাবিব
দীর্ঘ ১৮ বছর পরে মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল
শুরু হয়েছে রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন
ইলিয়াস আলীর সন্ধান চেয়ে বিএনপি নেতাকর্মীদের মিছিল
আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে : জামায়াত আমির