শুরু হয়েছে রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন

দীর্ঘ প্রতীক্ষার পর আজ রোববার রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন। সম্মেলনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন। উজ্জীবিত হয়ে উঠেছেন নেতাকর্মীরা। তৈরি হয়েছে চাঙাভাব। তাদের প্রত্যাশা, যোগ্য এবং নতুন নেতৃত্ব।
বেলা ১২টার পর থেকে মহানগরীর বিভিন্ন পাড়া-মহল্লা আর ওয়ার্ড থেকে সম্মেলন স্থল মহানগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সামনের সড়কে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। দুপুর আড়াইটার পর আনুষ্ঠানিকভাবে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় নেতারা জানান, রাজশাহী মহানগর কমিটিকে নতুন করে ঢেলে সাজাতে তারেক রহমান সরাসরি নজর সম্মেলনের দিকে রাখছেন। জাতীয় নির্বাচনের আগে এবারের সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ।
সবশেষ ২০২১ সালের ১০ ডিসেম্বর এরশাদ আলী ঈশাকে আহ্বায়ক ও মামুন অর রশিদ মামুনকে সদস্য সচিব করে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি এখনো বহাল রয়েছে।
নেতাকর্মীদের প্রত্যাশা, যারা বিগত ১৫ বছরে হামলা মামলার শিকার হয়েছেন, জেলে গেছেন, রাজপথে ছিলেন এবং সৎ ও যোগ্য; তারা নেতৃত্বে আসবেন। আর যারা বিগত সময়ে ম্যানেজ পলিটিক্স করেছেন এবং আগামীতে এ ধরনের ম্যানেজ পলিটিক্স করতে পারেন তারা যেন নেতৃত্বে না আসতে পারেন এটাই তৃণমূল নেতাকর্মীদের চাওয়া।
রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন সংক্রান্ত সার্বিক প্রস্তুতির জন্য দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত এবং দুইজন সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন ও আমিরুল ইসলাম খান আলীমকে দায়িত্ব দেয়া হয়েছে। সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এদিকে রোববার বেলা সাড়ে ১২টার দিকে সম্মেলন স্থলে গিয়ে দেখা গেছে, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। দলের সাংস্কৃতিক শাখা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সদস্যরা দেশাত্মবোধক এবং দলীয় সঙ্গীত পরিবেশন করছেন। বিভিন্ন পাড়া মহল্লা এবং ওয়ার্ডসহ পার্শ্ববর্তী জেলা ও উপজেলা থেকে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।
Rp / Rp

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শিক ভিত্তি উদারনীতি : তারেক রহমান

রাজধানীর বিজয় নগরে জাপা ও গন-অধিকার পরিষদের ধাওয়া পাল্টা ধাওয়া

পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক আব্দুল ঢালী ও সদস্য মোস্তফা

বিএনপিকে বাঁচিয়ে রাখতে হলে তৃনমুলে কাজ করতে হবে -- সাবেক এম. পি হাবিব

দীর্ঘ ১৮ বছর পরে মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল

শুরু হয়েছে রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন

ইলিয়াস আলীর সন্ধান চেয়ে বিএনপি নেতাকর্মীদের মিছিল

আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে : জামায়াত আমির

মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির

চাঁদাবাজ বিরোধীরাই জাতীয় নির্বাচনে জিতবে: ডা. তাহের

আমার ছেলে হত্যার বিচার এখনো পাইনি : আবরার ফাহাদের বাবা

বাংলার মাটিতে ভারতীয় আগ্রাসন মেনে নেওয়া হবে না : রাশেদ প্রধান
Link Copied