ঢাকা বৃহষ্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

গ্রাহক বান্ধব ভ্যাট নিবন্ধনে এক অনন্য উদাহরণ সিনিয়র কাস্টমস প্রজাতন্ত্রের কর্মচারী জনাব মোঃ সালেক খান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৩-২০২৫ দুপুর ৪:৪৮

সম্মানিত ব্যবসায়ীগনদেরকে নতুন ভ্যাট নিবন্ধন ও রাজস্ব  আহরনে উৎসাহিত করা এবং যার মুখের ব্যবহার ও ভালোবাসার বন্ধনে ব্যবসায়ী মহল ভ্যাট দিতে ও ভ্যাট নতুন নিবন্ধন গ্রহণ  করতে ব্যবসায়ীগণ আগ্রহ প্রকাশ করেন। 
 ব্যবসায়ী মহলের সাধারণ ব্যবসায়ীগণ মনে করেন বড় ছোট মাঝারি ব্যবসায়ী গন ভ্যাট প্রতি মাসে দিয়ে থাকেন এবং গরিব-দুঃখী ছোট মাঝারি মহলের ব্যবসায়ীগণ ও মনে করেন ভ্যাট দেয়া প্রয়োজন পাশাপাশি ব্যবসায়ীগণ মনে করেন সুন্দর আচার-আচরণ ব্যবহার করেন এবং বুঝাতে সক্ষম করে থাকেন সালেক খান এ ধরনের ভালো মানুষ প্রয়োজন ব্যবসায়ী মহল মনে করেন একজন সৎ রাজস্ব কর্মচারী রাজস্ব যোদ্ধা হিসাবে তার মধ্যে নেই কোন ব্যক্তিগত অর্থের চাহিদা ব্যবসায়ী মহল আরো মনে করেন সালেক খান একজন সিনিয়র প্রজাতন্ত্রের কর্মচারী কিছু সম্মানিত পর্যায়ের মানুষেরা  মনে করেন খান সাহেব উপকার করতে পারলে তার ভিতর একটা আনন্দের প্রকাশ পায়। তিনি সকল পর্যায়ের মানুষের সাথে সম্মানজনক আচার-আচরণ ও ব্যবহার ব্যবসায়ী মহল সন্তুষ্ট হয়ে শ্রদ্ধা মাধ্যমে মূল্যায়ন করে বলেন জনাব মোঃ সালেক খান সাহেব। তার তুলনা শুধু সে নিজেই। 
 মানুষের মাঝে সে একজন সৎ রাজস্ব আহরণকারী ও নীতিবান নিস্টার সাথে তার বিবেকের আদালতের মাধ্যমে প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে তিনি নীতির মাধ্যমে বিবেচনায় সর্বক্ষণিক মানুষের ন্যায়ের পক্ষে ও সরকারের রাজস্ব আহরণের সহযোগিতা নিয়ে ব্যস্ত থাকেন জনাব খান সাহেব একজন ভালো মনের অধিকারী পরোপকারী প্রজাতন্ত্রের কর্মচারী নিয়োজিত আছেন বাংলাদেশ কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট রাজস্ব ডিপার্টমেন্টে নিয়োজিত আছেন। সরকারের রাজস্ব আহরনের লক্ষ্যে তিনি নিঃস্বার্থে নিজের দায়িত্ববোধ মনে করে সময়, মতন, অফিসে আসেন এবং অফিস থেকে সময় মতন ত্যাগ করেন তার মাঝে দেখা যায় বড় একটা গুন জনাব খান সাহেব সবসময় মনে করেন তার নিজের পরিবারের মতন বাংলাদেশ কাস্টমস এটিও একটি আমাদের কাস্টমস পরিবার তিনি আরো মনে  করে রাজস্ব ভূমিকার মাধ্যমে দায়িত্ব পালন করতে সে বদ্ধপরিকর জনাব সালেক খান-চাকরির সুবাদে উৎসাহিত হয়ে বাংলাদেশ কাস্টমস ডিপার্টমেন্টের সম্মানিত প্রধান অভিভাবক যেখানেই মনে করেন সেখানেই বদলির আদেশ কর্তৃপক্ষ রাজস্ব আহরণের লক্ষ্যে কর্তৃপক্ষ  সেখানেই মনে করেন সেখানেই পদস্থ করতে পারেন জনাব খান তিনি মনে করেন দায়িত্ব পালন কড়াই আমার দায়িত্ব। 
জনাব সালেক খান সুশৃংখল একজন সৎ কর্মচারী। তার মধ্যে রয়েছে ন্যায়, নীতি,সততা ও দক্ষতা।রয়েছে রাজস্ব আহরণের দক্ষতার গুণ ব্যবসায়ীদের কে মুখের ভাষা দিয়ে আন্তরিকতার মাধ্যমে ভ্যাট আদায়ের লক্ষ্যে এবং নিবন্ধন নিতে বুঝাতে ব্যবসায়ীগনকে সক্ষম করে থাকেন।
সালেক খান। আন্তরিকতার এক শক্তি ব্যবসায়ী মহল মনে করেন। আরো মনে করেন ব্যবসায়ীগণ  জনাব সালেক খান সাহেব সম্মানজনক আচরণ করে থাকেন ছোট বড় ব্যবসায়ী মহলের ব্যবসায়ীগণ মনে করেন সালেক খান এর মুখের আন্তরিকতার ভাষায় ব্যবসায়ী মহল অনেকেই মুগ্ধ।
জনাব সালেক খান সাহেবের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু গুণ সে অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি তার মধ্যে রয়েছে সৎ সাহস ও অন্যায়ের প্রতিবাদ। 
জনাব সালেক খান গ্রাহক বান্ধব। সালেক খান রাজস্ব ডিপার্টমেন্টে বাংলাদেশ কাস্টমসে যোগদান করেন ১৯৮৭ খ্রিস্টাব্দে। বাংলাদেশের ব্যবসায়ীগণ রাজস্ব দেয় তারা দেশের সম্মানিত মূল চাবিকাঠি। 
 
আমাদের প্রতিবেদক এক অনুসন্ধানে সাধারণ ছোট-বড় মানুষের কাছে খোঁজ নিয়ে জানতে চাই সেসকল সম্মানিত মানুষ বলেন খান সাহেব সম্মানিত ভালো মানুষ এবং সম্মানের স্থানে 
থাকার প্রয়োজন।

Rp / Rp

ঢাকার ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

ছেঁড়া নোট নিতে না চাইলেই ব্যবস্থা

বিজয় দিবসের প্রাক্কালে এনসিটিবি’র মাধ্যমে প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যপুস্তক মুদ্রণ সম্পন্ন

বিজয় দিবসে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

জলবায়ু ন্যায্যতা নয়, প্রয়োজন জলবায়ু সুবিচার -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

অবিলম্বে "অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২' চালু করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

জলবায়ু পরিবর্তন ও দূষণ মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান বাংলাদেশের

তিন উপদেষ্টা দায়িত্ব পেলেন তিন মন্ত্রণালয়ের

কোরিয়ার সহায়তায় নদীর পানি মান যাচাইয়ে স্বয়ংক্রিয় মনিটরিং ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার

বায়তুল মুকাররম মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে- ধর্ম উপদেষ্টা

বাঙালি জাতীয়তাবাদের উত্থানপর্বের বুদ্ধিজীবী, বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক খান সারওয়ার মুরশিদের ১৩ তম মৃত্যুবার্ষিকী

টিসিবির মাধ্যমে দেশীয় চিনি বিক্রি শুরু হয়েছে এবং তা চলমান থাকবে'-শিল্প উপদেষ্টা 

বাংলাদেশ মিশন আদ্দিস আবাবায় ই-পাসপোর্ট সেবা কার্যক্রম এর উদ্বোধন