ঢাকা শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় সেটি আমাদের লক্ষ্য : ডা. তাহের


অনলাইন ডেস্ক photo অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮-৫-২০২৫ দুপুর ৩:৫৬

আজ রবিবার সকালে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় বসার আগে জামায়াতে ইসলামী নায়েবে আমি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ভোটের সুস্পষ্ট টাইমলাইন না থাকায় রাজনৈতিক দলগুলোর ভেতর অস্থিরতা দেখা যাচ্ছে। 

জামায়াতের নায়েবে আমির বলেন, জামায়াতে ইসলামী শুধু দলকে কেন্দ্র করে নয়, সাধারণ মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে সংস্কার চায়। নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় সেটি আমাদের লক্ষ্য।

তবে সুস্পষ্ট টাইমলাইন না থাকায় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অস্থিরতা দেখা যাচ্ছে।

 সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন, সেগুলো করে দ্রুত নির্বাচন দেয়া উচিত বলেও মনে করেন তিনি।

নির্বাচন কমিশনের সমালোচনা করে তাহের বলেন, “নির্বাচন কমিশনের ভূমিকাও আমাদের কাছে কিছুটা প্রশ্নবোধক মনে হচ্ছে। কারণ কিছু ঘটনায় আমরা দেখছি যে নির্বাচন কমিশন তার সঠিক পদক্ষেপ নিতে পারছে না।

“সে ক্ষেত্রেও সরকারকে অনুরোধ করব, তারা যেন খেয়াল রাখে। এবং নির্বাচনের বেশ আগেই, যেন দেশের পরিস্থিতিটা, লেভেল প্লেয়িং ফিল্ড যেটাকে আমরা বলি, সেটা তো ভোটের দিনের ইস্যু না, ভোটের অনেক আগের ইস্যু। সে কাজগুলো যেন সরকার শুরু করে, যেখানে যেখানে সন্ত্রাসের সম্ভাবনা আছে, এক দল আরেক দলের ওপরে ঝাঁপিয়ে পড়ার যে লক্ষণ আমরা দেখছি, এগুলো অনেক আগেই নিয়ন্ত্রণ করা উচিত।”

তাহের বলেন, " গত আলোচনার পরে আনেকগুলো বিষয়ে ঘটেছে, কারো কারো বিশ্লেষণ হচ্ছে, এর পেছনেও দেশকে আনস্টেবল করার জন্য ষড়যন্ত্র আছে, এবং সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ হচ্ছে, এ সমস্ত নানামুখী অনরেস্ট (অস্থিরতা) তৈরি করার প্রক্রিয়া।

“আমরা এ ধরনের ষড়যন্ত্রের নিন্দা করছি। সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে তারা যেন আরো কিছু দৃঢ়তার সাথে, সঠিকতার সাথে এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করে।”

তিনি বলেন, "জাতির স্বার্থে সকলের কল্যাণ কীভাবে হতে পারে সেটি হচ্ছে আমাদের বিবেচনার বিষয়। সে কারণে আলাপ আলোচনার ভিত্তিতে যেটা উত্তম, যেটা বেরিয়ে আসছে, আমরা সেখানে আমাদের মত পরিবর্তন করে ঐক্যমত্য পোষণ করেছি। দেশের জন্য, জাতির জন্য।"

জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজের সভাপতিত্বে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান সংলাপে অংশ নেন।

Masum / Masum

দেশে নির্বাচনের আকাশে কালো মেঘ কেটে গেছে--ড. আসাদুজ্জামান রিপন

শিবচর বিএনপি'র কর্মী সমাবেশে নেতারা

বিএনপির দুই নেতা বহিষ্কার

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শিক ভিত্তি উদারনীতি : তারেক রহমান

রাজধানীর বিজয় নগরে জাপা ও গন-অধিকার পরিষদের ধাওয়া পাল্টা ধাওয়া

পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক আব্দুল ঢালী ও সদস্য মোস্তফা

বিএনপিকে বাঁচিয়ে রাখতে হলে তৃনমুলে কাজ করতে হবে -- সাবেক এম. পি হাবিব

দীর্ঘ ১৮ বছর পরে মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল

শুরু হয়েছে রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন

ইলিয়াস আলীর সন্ধান চেয়ে বিএনপি নেতাকর্মীদের মিছিল

আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে : জামায়াত আমির

মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির