ঢাকা শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের দাবিতে মাঠে বিএনপি নেত্রী ডাঃ প্রিয়াঙ্কা


শেরপুর জেলা প্রতিনিধি photo শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১-৬-২০২৫ সকাল ৯:৫৮

৩১ দফা বাস্তবায়ন ও ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবির প্রতি জনসমর্থন আদায় করতে মাঠে নেমেছেন শেরপুর-১ আসনের সাবেক ধানের শীষ প্রতীকের আলোচিত প্রার্থী, শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ড্যাবের কেন্দ্রীয় নেত্রী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। ১০ জুন মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত সদর উপজেলার চরপক্ষীমারি, বলায়েচর, চরমোচারিয়া ও লসমনপুর ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেন। 

বিএনপির এই নেত্রী অন্তত ৮টি পৃথক পথসভায় বক্তব্যে বলেন, ‘ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চাই। এটাই বিএনপির অবস্থান। নির্বাচন এখন জনতার দাবি। বিগত চারটি নির্বাচনে জনগন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। নির্বাচনের নামে তামাসা করেছে আওয়ামী লীগ। দিনের ভোট রাতে নিয়েছে। আমি শেরপুর-১ সদর আসনে ২০১৮ নির্বাচন করেছিলাম। আমার বিজয় নিশ্চিত জেনে রাতে নৌকায় সীলদিয়ে বাক্সভরে রাখে। মাত্র এক ঘন্টার ভোটে আমি ত্রিশ হাজার ভোট পেয়েছিলাম। তিনি বলেন, আওয়ামী লীগের অত্যাচারে, মামলা হামলায় আমরা কারোর সাথে কথা পর্যন্ত বলতে পারতামনা। কারো সাথে কথা বললেই তার বিরুদ্ধে হামলা মামলা দেয়া হতো। ডিসেম্বর মাসের নির্বাচনের দাবি শুধু বিএনপির একক দাবি নয়, দেশের ৯০ শতাংশের বেশি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়।' 

পথসভায় তিনি আরও বলেন, 'নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই। ডিসেম্বরের পর রমজান মাস শুরু হবে, যেটি সংযম ও ধর্মীয় অনুভূতির মাস। এরপর শিক্ষার্থীদের পরীক্ষা, আবহাওয়ার প্রতিকূলতা এবং ঘূর্ণিঝড়ের সময় চলে আসবে। তাই নির্বাচন পেছানোর কোনো যৌক্তিকতা নেই।’ এছাড়াও তিনি আরো বলেন, 'গত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। কেউ মাঠে, কেউ ধানখেতে রাত কাটিয়েছেন। এত ত্যাগ-তিতিক্ষার পর দল আরো শক্তিশালী হয়েছে। এই ত্যাগই দলের সবচেয়ে বড় শক্তি।’ তিনি বলেন, শেরপুরে উন্নয়নের জন্য কোন গ্রুপিং চাইনা। আমরা ঐক্যবদ্ধ থেকে কাজ করবো।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশীদ, জেলা ছাত্রদলের সভাপতি হাশেম আহমেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল, সদর থানা যুবদলের আহ্বায়ক পারভেজ আহাম্মেদ, শহর যুবদলের আহ্বায়ক জাহিদুল ইসলামসহ আরও অনেকেই।

উল্লেখ্য ২০১৮ সালে দেশের সর্ব কনিষ্ঠ এমপি প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। এসময় আওয়ামী লীগের হামলা ভাংচুর উপেক্ষা করে তীব্র প্রতিরোধ ও প্রতিবাদ করে সারা দেশে আলোচিত হয়েছিলেন এ নারী।

Masum / Masum

দেশে নির্বাচনের আকাশে কালো মেঘ কেটে গেছে--ড. আসাদুজ্জামান রিপন

শিবচর বিএনপি'র কর্মী সমাবেশে নেতারা

বিএনপির দুই নেতা বহিষ্কার

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শিক ভিত্তি উদারনীতি : তারেক রহমান

রাজধানীর বিজয় নগরে জাপা ও গন-অধিকার পরিষদের ধাওয়া পাল্টা ধাওয়া

পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক আব্দুল ঢালী ও সদস্য মোস্তফা

বিএনপিকে বাঁচিয়ে রাখতে হলে তৃনমুলে কাজ করতে হবে -- সাবেক এম. পি হাবিব

দীর্ঘ ১৮ বছর পরে মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল

শুরু হয়েছে রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন

ইলিয়াস আলীর সন্ধান চেয়ে বিএনপি নেতাকর্মীদের মিছিল

আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে : জামায়াত আমির

মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির