ভোটার হচ্ছেন ডা. জুবাইদা রহমান , তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান প্রথমবারের মতো বাংলাদেশের ভোটার হতে যাচ্ছেন। ইতোমধ্যে তাঁর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সূত্রে জানা গেছে, চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীতে বাড়ি গিয়ে ইসির কর্মীরা তাঁর তথ্য সংগ্রহ করেছেন। ঈদুল আজহার আগে এই তথ্য সংগ্রহ ও নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপর ৫ জুন জুবাইদা রহমান আবার লন্ডনে ফিরে যান।
প্রসঙ্গত, ২০০৮ সালে এক-এগারো সরকারের সময় ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন শুরু হলেও, সে সময় তারেক রহমান ও জুবাইদা রহমান লন্ডনে অবস্থান করায় তাঁরা ভোটার হতে পারেননি। প্রায় ১৬ বছর পর জুবাইদা দেশে ফিরে ভোটার হওয়ার জন্য তথ্য দিয়েছেন।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, “চলমান হালনাগাদ কার্যক্রমে জুবাইদা রহমানের তথ্য সংগ্রহ করা হয়েছে। নির্ধারিত সময় শেষে চূড়ান্ত ভোটার তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত হবে।”
আইন অনুযায়ী, হালনাগাদ কার্যক্রম শেষে আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা এবং ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা রয়েছে। তবে নির্বাচন আগাম হলে সময়সীমা এগিয়ে আনার চিন্তাও করছে কমিশন।
সিলেটের দক্ষিণ সুরমায় জুবাইদার স্থায়ী ঠিকানা। যদিও রাজনীতিতে এখনো সক্রিয় নন, তবু তাঁর প্রার্থিতা নিয়ে গুঞ্জন রয়েছে। সিলেটে বিএনপির নেতাকর্মীদের মধ্যে তাঁর ফিরে আসা এবং ভোটার হওয়া নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। নগরীতে তাঁর পক্ষ সমর্থনে পোস্টারিং পর্যন্ত হয়েছে, যেখানে তাঁকে মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনের জন্য উপযুক্ত প্রার্থী হিসেবে তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হলে ভোটার হওয়া বাধ্যতামূলক। একজন ভোটার দেশের যেকোনো আসন থেকে প্রার্থী হতে পারেন।
এখন দেখার বিষয়, ভোটার হওয়ার পর ডা. জুবাইদা রহমান আগামী জাতীয় নির্বাচনে সরাসরি মাঠে নামেন কি না।
Admin / Masum
দেশে নির্বাচনের আকাশে কালো মেঘ কেটে গেছে--ড. আসাদুজ্জামান রিপন
শিবচর বিএনপি'র কর্মী সমাবেশে নেতারা
বিএনপির দুই নেতা বহিষ্কার
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শিক ভিত্তি উদারনীতি : তারেক রহমান
রাজধানীর বিজয় নগরে জাপা ও গন-অধিকার পরিষদের ধাওয়া পাল্টা ধাওয়া
পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম
শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক আব্দুল ঢালী ও সদস্য মোস্তফা
বিএনপিকে বাঁচিয়ে রাখতে হলে তৃনমুলে কাজ করতে হবে -- সাবেক এম. পি হাবিব
দীর্ঘ ১৮ বছর পরে মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল
শুরু হয়েছে রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন
ইলিয়াস আলীর সন্ধান চেয়ে বিএনপি নেতাকর্মীদের মিছিল
আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে : জামায়াত আমির