ঢাকা মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

এ কে আমিন ডেভেলপমেন্ট কো: লিমিটেড এর যাত্রা শুরু


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৬-৭-২০২৫ দুপুর ৩:২

চট্টগ্রামের স্বনামধন্য প্রথম শ্রেণীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আমিন ইন্টারন্যাশনাল টেক ওভার  করে  একে-আমিন ডেভেলপমেন্ট কো: লিমিটেড প্লাটফর্মে কার্যক্রমের যাত্রা শুরু করেছে। 

মেসার্স আমিন ইন্টারন্যাশনাল ট্রেড লাইসেন্স নং ১৬০৫৪৬, অফিস ঠিকানা: এসকে মুজিব রোড : ১৬৯৩, জাকির ম্যানশন আগ্রাবাদ চট্টগ্রাম। প্রতিষ্ঠানটি প্রথম শ্রেণীর ঠিকাদার। বর্তমানে প্রতিষ্ঠানটি এ কে আমিন ডেভেলপমেন্ট কো: লিমিটেড এ রূপান্তরিত করা হয় এবং মেসার্স আমিন ইন্টারন্যাশনাল কোম্পানির সকল স্বত্ব যেমন : সকল অভিজ্ঞতা সনদপত্র, সম্পদ, সুনাম, সমস্ত অধিকার ও দায়-দেনা এবং মালিকের দায়বদ্ধতা এ কে আমিন ডেভেলপমেন্ট কো: লিমিটেড এ টেক ওভার করা হয়েছে। এ কে আমিন ডেভেলপমেন্ট কো: লিমিটেড এর অথোরাইজড ক্যাপিটাল ১ কোটি টাকা এবং যার সাধারন একটি শেয়ারের মূল্য ১০০ টাকা এবং মোট শেয়ারের পরিমাণ এক লাখ। এ কে আমিন ডেভেলপমেন্ট কো: লিমিটেডের এর চেয়ারম্যান জনাব এম এ কাশেম এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন যাদের উভয়ের শেয়ারের পরিমাণ ৩ হাজার। প্রতিষ্ঠানটি কোম্পানি আইন ১৯৯৪ এর ৩৬ অনুচ্ছেদের বিধান মেনে বার্ষিক রিটার্ন তৈরি করবে।

Rp / Rp