সমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা ও এক কর্মীর মৃত্যু

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে ঢাকায় আসার পথে ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুই জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। নিহতদের মধ্যে একজন ঘটনাস্থলে এবং অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মো. আমানত শেখ (৫৫)। তিনি খুলনার দাকোপ উপজেলার বাসিন্দা এবং মো. ইসমাইল শেখের ছেলে। এর আগে ভোর সাড়ে ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢালে, ভাঙ্গা পৌরসভার সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত অন্যজন হলেন দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদ। তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্র জানায়, খুলনা থেকে প্রায় ২০টি বাসে করে জামায়াতের নেতাকর্মীরা ঢাকার সমাবেশস্থলে যাচ্ছিলেন। ভোররাতে এক পর্যায়ে ভাঙ্গা পৌরসভার সামনে একটি চায়ের দোকানে যাত্রাবিরতি করেন তারা। চা পান শেষে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরুর সময় একটি বাসের ব্যানার খুলে গেলে সেটি ঠিক করতে যান মাওলানা আবু সাঈদসহ কয়েকজন। ঠিক সে সময় পেছন থেকে আসা রয়েল পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আবু সাঈদ এবং আহত হন আরও তিনজন।
আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মো. আমানত শেখ মারা যান।
আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন খুলনার জামায়াত কর্মী মো. আনিসুর রহমান ও মো. ইকবাল হোসেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, “দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়েছে।”
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান জানান, “দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে গেছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
Ahad Hossain / Ahad Hossain

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শিক ভিত্তি উদারনীতি : তারেক রহমান

রাজধানীর বিজয় নগরে জাপা ও গন-অধিকার পরিষদের ধাওয়া পাল্টা ধাওয়া

পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক আব্দুল ঢালী ও সদস্য মোস্তফা

বিএনপিকে বাঁচিয়ে রাখতে হলে তৃনমুলে কাজ করতে হবে -- সাবেক এম. পি হাবিব

দীর্ঘ ১৮ বছর পরে মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল

শুরু হয়েছে রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন

ইলিয়াস আলীর সন্ধান চেয়ে বিএনপি নেতাকর্মীদের মিছিল

আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে : জামায়াত আমির

মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির

চাঁদাবাজ বিরোধীরাই জাতীয় নির্বাচনে জিতবে: ডা. তাহের

আমার ছেলে হত্যার বিচার এখনো পাইনি : আবরার ফাহাদের বাবা
