জামায়াতের সমাবেশে যোগ দিতে ঢাকায় ময়মনসিংহ থেকে ২০ হাজার নেতাকর্মী
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে অংশ নিতে ময়মনসিংহ জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ঢাকায় এসেছেন। দলীয় সূত্রে জানা গেছে, শুধুমাত্র এই জেলা থেকেই প্রায় ২০ হাজার নেতাকর্মী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে যোগ দিয়েছেন।
শনিবার (১৯ জুলাই) দুপুরে শুরু হওয়া সমাবেশকে ঘিরে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রবেশপথে নেতাকর্মীদের ঢল নামে। ময়মনসিংহ জেলা জামায়াতের নেতারা জানান, তারা ট্রেন ও বাসে করে রাজধানীতে পৌঁছেছেন। একটি বিশেষ ট্রেনে ১১টি বগি ভাড়া করে অনেক কর্মী আসেন। পাশাপাশি শতাধিক বাসেও দলীয় সমর্থকরা রওনা হন।
সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, তারা দলীয় নির্দেশনা অনুযায়ী সুশৃঙ্খলভাবে যাত্রা ও সমাবেশে অংশগ্রহণ করেন। বিভিন্ন জেলা থেকে আগত কর্মীদের নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। শুধু সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশেই প্রায় ছয় হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন রয়েছে বলে জানা গেছে।
এছাড়া সিরাজগঞ্জ, নোয়াখালীর সোনাইমুড়ি ও অন্যান্য জেলা থেকেও উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী সমাবেশে যোগ দেন। মাঠে জড়ো হওয়া লোকজনের ভিড়ে রাজধানীর শাহবাগ, বাংলা মোটর, দোয়েল চত্বর, টিএসসি ও আশপাশ এলাকায় যানচলাচল কিছুটা ব্যাহত হয়।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) শান্তিপূর্ণ সমাবেশ নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। পোশাকধারী ও সাদা পোশাকে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। বিভিন্ন পয়েন্টে বসানো হয় চেকপোস্ট ও তল্লাশি ব্যবস্থা।
Ahad Hossain / Ahad Hossain
দেশে নির্বাচনের আকাশে কালো মেঘ কেটে গেছে--ড. আসাদুজ্জামান রিপন
শিবচর বিএনপি'র কর্মী সমাবেশে নেতারা
বিএনপির দুই নেতা বহিষ্কার
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শিক ভিত্তি উদারনীতি : তারেক রহমান
রাজধানীর বিজয় নগরে জাপা ও গন-অধিকার পরিষদের ধাওয়া পাল্টা ধাওয়া
পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম
শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক আব্দুল ঢালী ও সদস্য মোস্তফা
বিএনপিকে বাঁচিয়ে রাখতে হলে তৃনমুলে কাজ করতে হবে -- সাবেক এম. পি হাবিব
দীর্ঘ ১৮ বছর পরে মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল
শুরু হয়েছে রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন
ইলিয়াস আলীর সন্ধান চেয়ে বিএনপি নেতাকর্মীদের মিছিল
আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে : জামায়াত আমির