গণমাধ্যমে ব্যক্তির পরিবর্তন হলেও চরিত্রের বদল হয়নি
দেশ গঠনে সাংবাদিকদের সম্পৃক্ততা যতো বাড়বে সাধারণ মানুষ ততোই ভালো কাজে উদ্বুদ্ধ হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের সাথে যুক্ত সাংবাদিকদের আমন্ত্রণে এসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলাম এ কথা বলেন। রাজধানীর এক হোটেলে জাতীয়তাবাদী আদর্শের সাথে যুক্ত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত করেন তিনি। এ সময় তিনি আরো বলেন, সাংবাদিকরা বিচক্ষণতা দিয়ে নির্মোহভাবে রাজনৈতিক দল বা সরকারের ভালো-মন্দ কাজের যতো বেশি সমালোচনা করবেন, সেই কথা আমলে নিয়ে দেশ ততোই এগিয়ে যাবে।
উপস্থিত সাংবাদিকরা বলেন, আশিক ইসলাম একজন প্রথম সারির মিডিয়াকর্মী ছিলেন বিধায় বিএনপি’র বিগত শাসনামলে একজন মিডিয়া বান্ধব ব্যক্তিত্বে সকল মহলের আস্থা অর্জন করেছিলেন। এখনও মিডিয়ার সাথে অব্যাহত রয়েছে তার যোগাযোগ, বিএনপির মিডিয়া যারা হ্যান্ডেল করেন তাদেও চেয়ে অনেক বেশি তৎপর তিনি।
এ সময় সাংবাদিকারা অভিযোগ করে বলেন, মিডিয়াতে বিএনপি বরাবরই পিছিয়ে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বিএনপির সারাদেশের নেতা-কর্মীদের ত্রুটি-বিচ্যুতি ব্যাপক আকারে তুলে ধরা হয়। সিনিয়র নেতাদের অনুষ্ঠানের প্রচারও হয় গতানুগতিক। অথচ দেশ গঠণে, সমাজ উন্নয়নে এবং গণতন্ত্রের উত্তরণে বিএনপি’র কাযক্রমকে সেভাবে প্রচার করা হয়না। বিএনপির নেতারা মনে করেন তাদের সংবাদ প্রচার হওয়াটাই বড় কথা। বাস্তব তাহলো, দেশে যতোবার ক্রান্তিকাল এসেছে, প্রতিবারই বিএনপির বলিষ্ঠ নেতৃত্বে দেশ ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু উন্নয়ন যাত্রায় বিএনপি কখনোই মিডিয়াকে সাথে নিয়ে এগুতে পারেনি। যার কারণে বিএনপির সাফল্যযাত্রা সাধারণ মানুষের মনেগাথা হয়নি, অগোচরে থেকে গেছে চিরদিন।
মতবিনিময়কালে আশিক ইসলাম বলেন, সাংবাদিকরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশ ও সমাজ গঠনের দর্পণ। তবে সেই দর্পণ যেন অবতল বা উত্তল দর্পণে পরিনত না হয়। যেমনটি আমরা দেখেছি গত ফ্যাসিস্ট ও স্বৈরশাসনামলে।
এ সময় উপস্থিত সাংবাদিকরা অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে যেভাবে মিডিয়া ট্রায়াল হয় তা যথাযথভাবে মোকাবেলা করা হয়না। এসময় উপস্থিত ছিলেন, বিএফইউজের সাংগঠনিক সম্পাদক এরকানুল হক নাহিদ, আরটিভির সাংবাদিক মো: মোমিন হাসেন, টাইমস অফ বাংলাদেশের মোশাররফ হোসেন বাবলু, দৈনিক সময়ের আলোর আলমগীর হোসেন, এটিএন বাংলার স্পোর্টস এডিটর পরাগ আরমান, চিফ রিপোর্টার মইনুল আহসান, বিশেষ প্রতিনিধি এস এম আশরাফ, সাপ্তাহিক সাদাকালোর মোহাম্মদ কাশেম, বাসসের জি এম রাজিব হোসেন, মুরসালিন নোমানী, বাসসের সাবেক সাংবাদিক জহিরুল হক রানা, দিন নিউজ টুডের সম্পাদক মো: আখতার হোসেন মাসুদ, এনটিভির সাবেক সাংবাদিক মো: ইমরুল আহসান জনি, গ্রীন টিভির মাহমুদ হাসান, জিটিভির আহমেদ সাগর, ইনকিলাবের মেহেদী হাসান পলাশ, আমার দেশের আবু দারদা জোবায়ের এবং চ্যানেল আইয়ের রাহুল রায়।
Rp / Rp
বাংলাদেশ মিশন আদ্দিস আবাবায় ই-পাসপোর্ট সেবা কার্যক্রম এর উদ্বোধন
অমানবিক পুশইনের শিকার বহুল আলোচিত অন্তঃসত্তা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের নিকট হস্তান্তর করলো বিজিবি
চুয়াডাঙ্গায় শহিদ শাহরিয়ার শুভ'র কবর জিয়ারত করলেন শিল্প উপদেষ্টা
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ উদযাপন
'আইএলও' তিনটি কনভেনশন একসঙ্গে অনুসমর্থন এক ঐতিহাসিক সিদ্ধান্ত--- শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
ফায়ার সার্ভিসের ভলান্টিয়ারদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে চিন্তাভাবনা করছে সরকার - স্বরাষ্ট্র উপদেষ্টা
কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদানের নির্দেশ
হিমালয় অঞ্চলে জলবায়ু সহনশীলতা গড়তে পানি ন্যায্যতা ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারের আহ্বান --পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
টাঙ্গাইলের মধুপুরে ৮৮টি দায়েরকৃত বন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত
সাংবাদিক নির্যাতন ও কারাবন্দি আনোয়ার হোসেনকে দেখতে কুড়িগ্রামে খায়রুল আলম রফিক
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা
পরিবেশ ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে অন্তর্বর্তী সরকার— পরিবেশ উপদেষ্টা
মন্ত্রণালয়কে না জানিয়ে সয়াবিনের দাম বাড়ানোয় ব্যবস্থা নেওয়া হবে : বাণিজ্য উপদেষ্টা
Link Copied