মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন মাদারীপুর -০৩ এর সাংসদ তাহমিনা বেগম

মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও আংশিক মাদারীপুর সদর ) এমপি মোসা: তাহমিনা বেগম সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। এ খবরে এলাকার শিক্ষানুরাগী ও সাধারণ মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে পড়ে।
এ খবরের বিষয়ে জানতে চাইলে এলাকার কয়েক ব্যক্তি দৈনিক সমাবশেকে বলেন, তাহমিনা বেগম শুধু একজন এমপি হিসেবে নয়, আমাদের সবার অনেক শ্রদ্ধেয়া। তার যে কোন ভাল খবর আমাদের মন ভরে যায়। সে সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হয়েছে জেনে আমরা খুব খুশি হয়েছি। আমরা আশা করবো এর ফলে এলাকার শিক্ষা , শান্তি ও সমৃদ্ধির ক্ষেত্রে ব্যাপক উন্নয়নে সে ভাল ভূমিকা রাখতে পারবে।এলাকাবাসি আরও জানান নির্বাচিত হওয়ার পর তাহমিনা বেগমকে ঘিরে এলাকার মানুষের মাঝে উন্নয়ন প্রত্যাশা অনেক বেড়ে গেছে। তারা বিশ্বাস করতে শুরু করেছে, খুব তারাতারি শান্তিময় হয়ে উঠবে এলাকা। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের অভিযাত্রায় তাহমিনা বেগমের এলাকা অগ্রগণ্য থাকবে। নির্বাচনের পূর্বে এলাকার প্রায় প্রতিটি অলি গলি ঘুরে দেখেছেন তাহমিনা বেগম।
তিনি এলাকাবাসিকে আশ্বস্ত করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন, সম্ভব সব কিছু তিনি করবেন এলাকার উন্নয়নে। তিনি বলেছেন, তার ব্যক্তিগত চাওয়া পাওয়ার তেমন কিছুই নেই। দীর্ঘ সময় তিনি এলাকার সেবা করে আসছেন , বাকি জীবন ও তাই করে যেতে চান। এ কারণে দলীয় কোন গ্রুপিং বা কোন্দলকে সমর্থন করবেন না তিনি। তিনি আরো জানান, এলাকাকে নৈরাজ্য মুক্ত করে মানুষের মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি করতে চান তিনি। একই সাথে এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
Masum / Masum

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শিক ভিত্তি উদারনীতি : তারেক রহমান

রাজধানীর বিজয় নগরে জাপা ও গন-অধিকার পরিষদের ধাওয়া পাল্টা ধাওয়া

পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক আব্দুল ঢালী ও সদস্য মোস্তফা

বিএনপিকে বাঁচিয়ে রাখতে হলে তৃনমুলে কাজ করতে হবে -- সাবেক এম. পি হাবিব

দীর্ঘ ১৮ বছর পরে মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল

শুরু হয়েছে রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন

ইলিয়াস আলীর সন্ধান চেয়ে বিএনপি নেতাকর্মীদের মিছিল

আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে : জামায়াত আমির

মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির

চাঁদাবাজ বিরোধীরাই জাতীয় নির্বাচনে জিতবে: ডা. তাহের

আমার ছেলে হত্যার বিচার এখনো পাইনি : আবরার ফাহাদের বাবা
