ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিজিবি ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) কর্তৃক বিজিবি মোতায়েন
আপনারা জানেন যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজিবি বাংলাদেশের ৪,৪২৭ কিঃ মিঃ সীমান্ত সুরক্ষা ও আভিযানিক কার্যক্রমের পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়ার লক্ষ্যে দেশব্যাপী মোতায়েন রয়েছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগনের ভোটাধিকার সুরক্ষায় বদ্ধপরিকর।
এরই ধারাবাহিকতায় মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সম্মানিত মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ এর সদয় দিক নির্দেশনায় ঢাকা সেক্টরের অধীনস্থ ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ০৫টি সংসদীয় আসনে ১১ প্লাটুন, সাভার ও ধামরাই উপজেলার ০২টি সংসদীয় আসনে ০৬ প্লাটুন, ফরিদপুর জেলার ০৪টি সংসদীয় আসনে ১৩ প্লাটুন এবং মানিকগঞ্জ জেলার ০৩টি সংসদীয় আসনে ০৮ প্লাটুন সর্বমোট ৩৮ প্লাটুন বিজিবি নিয়োজিত থাকবে। এছাড়াও বিভিন্ন স্থানে তল্লাশী কার্যক্রম পরিচালনার জন্য বিজিবি’র বিশেষায়িত ক-৯ ডগ স্কোয়াড ইউনিট মোতায়েন থাকবে। সর্বমোট ১২টি বেইজ ক্যাম্পে নিয়োজিত থেকে আমরা আমাদের অর্পিত দায়িত্ব পালন করবো। এক্ষেত্রে সকল রাজনৈতিক দলের নেতা কর্মী, জনসাধারণ ও মিডিয়া কর্মীদের সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন। আমাদের মূল লক্ষ্য হলো:-
নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে ভোটদানে জনগণের সর্বোচ্চ অংশগ্রহণের পরিবেশ সৃষ্টি করা।
ভোটাধিকার সুরক্ষা নিশ্চিত করা, যেন কেউ জালভোট বা অনাকাঙ্খিত ঘটনা ঘটিয়ে পরিস্থিতি ঘোলা করতে না পারে।
নিরপেক্ষ, উৎসবমুখর ও নিরাপদ নির্বাচনী পরিবেশ বজায় রাখা।
ভোট গ্রহণ এবং নির্বাচন পরবর্তী কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সহায়তা প্রদান করা।
বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
নির্বাচনকালীন পুরো সময় জুড়ে স্বতন্ত্রভাবে অথবা যৌথভাবে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে।
আপনারা জেনে আশ্বস্ত হবেন যে, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের সকল নিদের্শনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে আমরা প্রস্তুত।
ভোটাররা যেন নিরাপদ, ভয় ও শঙ্কামুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এ লক্ষ্য সামনে রেখে বিজিবি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং মাঠ পর্যায়ে টহল কার্যক্রম চলমান রয়েছে।
আপনারা জানেন যে, নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
অধিকন্তু, নির্বাচনকালীন যেকোন জরুরী পরিস্থিতি মোকাবেলায় বিজিবি’র র্যাপিড এ্যাকশন টিম (জঅঞ), বিজিবি’র হেলিকপ্টারসহ কুইক রেস্পন্স ফোর্স (ছজঋ) সর্বদা প্রস্তুত থাকবে, যারা মুহুর্তের মধ্যেই ঘটনাস্থলে পৌছাতে সক্ষম।
এ নির্বাচনে বিজিবি বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, মেটাল ডিটেক্টর, এপিসিসহ বিভিন্ন অত্যাধুনিক সিগন্যাল সরঞ্জামাদি ব্যবহার করবে।
নির্বাচনের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ব্যাটালিয়ন সদরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। উক্ত মনিটরিং সেলের মাধ্যমে নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
নির্বাচনের দিন বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে টহল কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোষ্ট স্থাপন করে যানবাহনসহ সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে করে কেউ নাশকতা কিংবা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে।
বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।
Rp / Rp
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিজিবি ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) কর্তৃক বিজিবি মোতায়েন
রোডম্যাপ অনুসারে হজের সকল কার্যক্রম এগিয়ে যাচ্ছে - ধর্ম উপদেষ্টা
আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত
নিবন্ধন নিয়ে ইসি’র ‘টালবাহানা’ ও ‘স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে বাংলাদেশ আমজনগণ পার্টির সংবাদ সম্মেলন
গাড়ি চালকদের প্রশিক্ষণের মধ্য দিয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রথমবারের মতো একটি বাস্তবভিত্তিক অংশীদারিত্বমূলক উদ্যোগ শুরু হয়েছে - পরিবেশ উপদেষ্টা
তিন পার্বত্য জেলায় ই-লার্নিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ: লাইসেন্স পেতে চালকদের ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক
ওমানের শ্রমমন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনা: শীঘ্রই কর্ম ভিসা চালু করা হবে
তামাক নিয়ন্ত্রণ শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয় নয়, এটি বৃহত্তর জনস্বাস্থ্যের ইস্যু - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
দেওদীঘিতে ইসলামিক মিশন স্বাস্থ্যকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন - ধর্ম উপদেষ্টা
নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা
বিজিবি’র অভিযানে ২০২৫ সালে ১,৯০৮ কোটি ২৮ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ