ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

নসরুল হামিদের ‘প্রিয় প্রাঙ্গণে’ শুধু নোটের বান্ডেল আর বিদেশি মুদ্রা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৮-২০২৪ দুপুর ২:২০

রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ, জ্বালানিমন্ত্রী নসরুল হামিদের প্রতিষ্ঠান হামিদ গ্রুপে অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন। বুধবার ভোর সাড়ে ৪টা থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বনানীর ‘প্রিয় প্রাঙ্গণে’ এ যৌথ অভিযান চলে। অভিযানে নগদ অর্থসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। 

 অভিযানকালে ‘প্রিয় প্রাঙ্গণ’ বিল্ডিংয়ের লিফটের দোতলায় হামিদ গ্রুপের অফিসে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের রুমে বড় ভল্ট ও পাশের টেবিলের ড্রয়ার থেকে ৫০০ টাকার ৪টি বান্ডেল, যার প্রতিটিতে ১০০টি করে নোট (মোট দুই লাখ টাকা), ১০০০ টাকার নোট-৭৫টি (মোট ৭৫ হাজার টাকা), ২০০ টাকার নোট ১০০টি (মোট ২০ হাজার টাকা), ৫০০ টাকার মোট ২২টি (মোট ১১ হাজার), ১০০ টাকার নোট ২৭টি (মোট ২৭০০ টাকা)। সর্বমোট ৩ লাখ ৮ হাজার ৭০০ টাকা পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়। একই রুমের বামদিকে আরেকটি ড্রয়ার হতে ৫০০ টাকার ১০০টি নোট, ৫০০ টাকার ৩০টি নোট, ১০০ টাকার ১০০টি নোট, ১০০ টাকার ৪৬টি নোট, ৫০০ টাকার ৪টি নোট, ১০০ টাকার ৪০টি নোটসহ সর্বমোট ৮৫ হাজার ৬০০ টাকা।  উক্ত ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস রুমের ২টি ড্রয়ার থেকে সর্বমোট ৩ লাখ ৯৪ হাজার ৩০০/- টাকা জব্দ করা হয়। 

ওই বিল্ডিংয়ের ছয় তালায় অবস্থিত হামিদ গ্রুপের অফিস থেকে ১০০০ টাকার বান্ডেল ২০টি, প্রতি বান্ডেলে ১০০টি করে নোট, ৫০০ টাকার নোট ১২০টি, ১০০ টাকার বান্ডেল ৩টা, ১০০ টাকার নোট ২০টি, ১০০০ টাকার নোট একটি। সর্বমোট ২০ হাজার ৯৩ হাজার টাকা উপস্থিত সাক্ষীদের সম্মুখে পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে জব্দ করা হলো। 

অফিস থেকে ৫০ পাউন্ডের ৪টি নোট, যার একটি ছেড়া, তুর্কি মুদ্রা (লিরা) ২০০ লিরার নোট একটি, ১০০ লিরার মোট ২টি, ৫০ লিরার নোট একটি, ২০ লিরার নোট একটি ও ১০ লিরার নোট ৪টি। সর্বমোট ৫১০ লিরা জব্দ করা হয়। 

অভিযানকালে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, বৈষমবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উপস্থিত ছিলেন।

Admin / Admin

গোয়েন্দা পুলিশের অভিযানে ৫০০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার তিন

আওয়ামী সরকারের আমলে স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জরুল ইসলাম মিঠুকে গ্রেফতার করেছে (ডিবি)

গোপালগঞ্জ যুবলীগ নেতা ফিরোজ মাহমুদকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ

১৬০০ লিটার নকল মবিলসহ দুইজনকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও সাত নেতাকর্মী গ্রেফতার করেছে (ডিবি)

গোয়ালন্দের লাশ পোড়ানো ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে

ঢাকা মহানগর উত্তর ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমানকে গ্রেফতার করেছে সিটিটিসি

ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার; গাড়িসহ ডাকাতি কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম উদ্ধার

১০০০০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

প্রায় এক কোটি বিশ লক্ষাধিক টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

বুয়েট শিক্ষার্থীদের যমুনা অভিমুখে যেতে বাধা প্রদানের ঘটনায় আট পুলিশ সদস্য আহত

৫০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ

ডিএমপির মোহাম্মদপুর থানা ও শাহ আলী থানার ওসি বদলি