ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার

বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্য গ্রেফতার


জালালুর রশিদ খান  photo জালালুর রশিদ খান
প্রকাশিত: ২৩-১০-২০২৪ বিকাল ৫:৩৬

অদ্য ২৩ অক্টোবর ২০২৪, রাজধানীর মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকায় তারবিয়া একাডেমির স্টুডিও থেকে মূল্যবান যন্ত্রপাতি চুরির ঘটনায় ঢাকা মেট্রো দক্ষিণ ইউনিটের একটি টিম সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে রাজধানী বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন:  

১.মোঃ নোমান (২০), পিতা- আব্দুল মজিদ, ঠিকানা- কোনাখালী, চকরিয়া, কক্সবাজার।

২.মোবারক আলী (২৪), পিতা- আবুল কালাম, ঠিকানা- কোনাখালী, চকরিয়া, কক্সবাজার।

৩.রাজ সোহেল (৩৭), পিতা- মোঃ গোলাম হাক্কানী, ঠিকানা- পাইকপাড়া, ব্রাহ্মণবাড়িয়া।

প্রাথমিক তদন্তে জানা যায়, গত ১২ অক্টোবর ২০২৪ তারিখ সকাল ৬টা থেকে ৬:৫০ এর মধ্যে, ঢাকার মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকায় অবস্থিত তারবিয়া একাডেমির প্রধান নির্বাহী সৈয়দ জিহাদুল ইসলামের অফিস স্টুডিও থেকে একটি Sony FS5ii (PXWFS5M2) ভিডিও ক্যামেরা, একটি Canon 24/105mm জুম লেন্স এবং একটি Wacom One গ্রাফিক্স ট্যাবলেটসহ প্রায় ৫,৮৭,০০০ টাকার মালামাল চুরি হয়।

পরবর্তীতে এ বিষয়ে তারবিয়া একাডেমীর প্রধান নির্বাহী সৈয়দ নুরুল ইসলাম মোহাম্মদপুর থানায় অভিযোগ দায়ের করেন, যার প্রেক্ষিতে মামলা নং- ৫২, তারিখ- ২৩/১০/২০২৪ খ্রিঃ ধারা ৪০৪/৩৮০/৪১১ পেনাল কোড অনুযায়ী রুজু করা হয়। মামলার তদন্তভার গ্রহণ করার পর সিআইডির ঢাকা মেট্রো (দক্ষিণ) এর একটি চৌকশ টিম প্রযুক্তি ব্যবহার করে চোর চক্রের অবস্থান সনাক্ত করে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকালে তাদের নিকট হতে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রী: 

১. Sony FS5ii (PXWFS5M2) ভিডিও ক্যামেরা।

২. Canon 24/105mm জুম লেন্স।

৩. Wacom One গ্রাফিক্স ট্যাবলেট।

৪. বিভিন্ন মোবাইল ডিভাইস, যার মধ্যে রয়েছে iPhone এবং Vivo ব্র্যান্ডের মোবাইল।

Rp / Rp

বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

পৃথক অভিযানে ৬০ কেজি গাঁজা ও পিকআপসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি মতিঝিল

সোহাগ হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার

৮০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান

মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক ৫০ টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলার আসামি মোঃ রিজওয়ান উদ্দিন অভিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, তদন্ত চলমান: ডিএমপি কমিশনার

ঢাকার মিটফোর্ড ও বাবু বাজারে ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের অভিযান; কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান

মোহাম্মদপুরে পানি রুবেল গ্যাংয়ের পাঁচ সক্রিয় সদস্য গ্রেফতার

উত্তরায় ক্ষতিকর কসমেটিক উৎপাদন ও বিক্রি: ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের ১ লাখ টাকা জরিমানা

পবিত্র আশুরাকে কেন্দ্র করে সুসংহত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি: ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

মিরপুরে বেড়ীবাঁধ এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে পানি উন্নয়ন বোর্ডের ০৩ একর জায়গা উদ্ধার

উদ্যম ফাউন্ডেশনের বৃক্ষ মেলা,বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

উত্তরায় র‍্যাব পরিচয়ে ডাকাতির ঘটনার পাঁচজনকে গ্রেফতার করেছে ডিএমপি