সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু আজ
প্রতিবারই বছরের শেষ সময়ে এসে পরবর্তী বছরের ভর্তির প্রক্রিয়া চলে। ভর্তি শেষে ক্লাস শুরু হয় জানুয়ারিতে। মঙ্গলবার (১২ নভেম্বর) থেকে সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির আবেদন শুরু হচ্ছে। শিক্ষার্থীরা বেলা ১১টা থেকে অনলাইনে আবেদন করতে পারবে। ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। ডিজিটাল লটারির মাধ্যমে আবেদন শেষে শিক্ষার্থী বাছাই ও ভর্তি করানো হবে।
এবারের ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রীয় মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে এ ফি পরিশোধ করতে হবে।
ডিজিটাল লটারি শেষে ভর্তি কার্যক্রম আগামী ১৭ ডিসেম্বর শুরু হবে, যা চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। আর ২২ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি শুরু হবে। আর ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় অপেক্ষমাণ তালিকার ভর্তি চলবে।
শিক্ষার্থীর চাহিদা সংখ্যা কোনো শ্রেণি শাখার জন্য কোনোভাবেই ৫৫ জনের বেশি দেওয়া যাবে না। ঢাকা মহানগরের প্রতিষ্ঠান প্রধানরা প্রতিষ্ঠান সংলগ্ন সর্বোচ্চ তিনটি থানাকে তথ্য ফরমে ‘ক্যাচমেন্ট’ এলাকা হিসেবে নির্ধারণ করবেন।
কোটা থাকছে কত শতাংশ?
সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে ৬৮ শতাংশই কোটা। এরমধ্যে সবচেয়ে বেশি ৪০ শতাংশই ক্যাচমেন্ট এরিয়া কোটা। তা ছাড়া বীর ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ, শিক্ষা মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ১০ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা ২ শতাংশ, অধ্যয়নরত শিক্ষার্থীর যমজ ও সহোদর ভাইবোনরা ৫ শতাংশ কোটায় সংরক্ষিত আসনে ভর্তির সুযোগ পাবেন।
কোটায় ভর্তির ক্ষেত্রে এবার কিছুটা পরিবর্তন আনা হয়েছে। যেমন এতদিন বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং পুত্র-কন্যা পাওয়া না গেলে নাতি-নাতনিদের ভর্তির জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষিত রাখার নিয়ম ছিল।
তবে এবার বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার ৫ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। না পাওয়া গেলে মেধাতালিকা থেকে এই আসনে ভর্তি করা হবে।
উল্লেখ্য, আগে কেবল প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তির কাজটি হতো। কিন্তু ২০২১ শিক্ষাবর্ষে বিদ্যালয়গুলোতে সব শ্রেণিতেই করোনা ভাইরাসের সংক্রমণের কারণে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। এরপর থেকে লটারির মাধ্যমেই ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করা হচ্ছে।
Admin / Admin
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৫২ (বায়ান্ন) জনকে গ্রেফতার করেছে ডিএমপি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৫৭ (সাতান্ন) জনকে গ্রেফতার করেছে ডিএমপি
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫০২ মামলা
হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোন জিডি মূলে উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ
ভবঘুরের ছদ্মবেশে নৃশংস পাঁচ খুন সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ‘সাইকো সম্রাট’
যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা কর্তৃক ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯ (ঊনত্রিশ) জন
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: যাত্রাবাড়ী,মুগদা,রূপনগর,হাতিরঝিল, শেরেবাংলা নগর ও মিরপুর মডেল থানা কর্তৃক ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৭ (সাতষট্টি) জন
বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ
৫০০০ পিস ইয়াবা ও একটি ট্রাকসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)
বিভিন্ন অপারেটরের সিম, মোবাইল ফোন ও ভিওআইপি গেটওয়ে সামগ্রী উদ্ধার করেছে ডিবি; পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারক চক্রের আট সদস্য গ্রেফতার
মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির নামে দুই কোটি টাকা আত্মসাৎ: মুলহোতাকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ
রাজধানীর তেজতুরী বাজারে চাঞ্চল্যকর মোসাব্বির হত্যায় জড়িত ৪ (চার) জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)