হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াড ; গ্রান্ড ফিনালে বিজয়ীরা পেলে স্কলারশিপ
হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াড:
গ্র্যান্ড ফিনালে বিজয়ীরা পেল স্কলারশিপ"
আলী আহসান রবি
১৬ নভেম্বর, ২০২৪
ঢাকা, ১৬ নভেম্বর ২০২৪: শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা, সমস্যা সমাধান এবং সৃজনশীল চিন্তাশক্তি বিকাশে সহায়ক প্রতিযোগিতা 'হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াড' এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। আজ রাজধানী ঢাকায় আয়োজিত এই অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ৩ লাখ টাকার বৃত্তি তুলে দেওয়া হয় এই প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা প্রচলিত শিক্ষার গণ্ডি পেরিয়ে ব্যবহারিক জ্ঞান এবং অভিযোজন ক্ষমতা বাড়ানোর সুযোগ পেয়েছে।
৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছে। অত্যন্ত জনপ্রিয় এই ইভেন্টে সারা দেশ থেকে ২২,০০০ এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে, যেখানে তাদের মানসিক দক্ষতা বাড়ানোর জন্য কুইজ এবং ব্রেইন গেমসের মাধ্যমে চ্যালেঞ্জ জানানো হয়। অনলাইন প্রিলিমিনারি রাউন্ডের পর, আঞ্চলিক রাউন্ডগুলো চট্টগ্রাম, রংপুর, খুলনা, ঢাকা ও ময়মনসিংহে অনুষ্ঠিত হয়। প্রতিটি অঞ্চল থেকে সেরা ১,০০০ শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়, যাদের মধ্যে শীর্ষ ২০ জন জাতীয় পর্যায়ের ফাইনালে অংশগ্রহণের সুযোগ পায়। গ্র্যান্ড ফিনালেতে মোট ১০০ জন প্রতিযোগী অংশ নেয়।
গ্র্যান্ড ফিনালেতে দিনব্যাপী শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে উৎসবমুখর কার্যক্রম এবং তীব্র প্রতিযোগিতামূলক অন- স্পট পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অনুপ্রেরণামুলক উদ্বোধনী পর্ব, কুইজ, ব্রেইন গেমস এবং জ্ঞানগর্ভ বক্তৃতা উপভোগ করে। পরীক্ষার পর, উপস্থিতরা একটি উৎসবমুখর পরিবেশে নানা কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং বিশিষ্ট উদ্যোক্তা আয়মান সাদিকের কাছ থেকে বাস্তবিক পরামর্শ পান, পাশাপাশি একটি মনোমুগ্ধকর ম্যাজিক শোও উপভোগ করেন।
ইউনিলিভার কনজ্যুমার কেয়ার-এর মার্কেটিং ডিরেক্টর (নিউট্রিশন) চৌধুরী হাসান মাজহার বলেন, "১৯৬৬ সাল
থেকে, হরলিক্স প্রজন্মের পর প্রজন্মকে সুস্থ ও বুদ্ধিমানভাবে বেড়ে ওঠতে সহায়তা করছে। সকলের প্রিয় এই ব্র্যান্ডটি শুধুমাত্র মৌলিক পুষ্টি প্রদান করার প্রতিশ্রুতি ছাড়িয়ে গেছে। আমরা ব্রেইন গেমস অলিম্পিয়াড প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন প্রজন্মের তরুণ মস্তিষ্কের মানসিক বিকাশের চর্চা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা তাদের জন্য কৌশলগতভাবে সঠিক পুষ্টি এবং এক শক্তিশালী পরিবেশের দ্বৈত প্রচেষ্টা বাস্তবায়ন করতে চাই। এমন একটি অসাধারণ উদ্যোগে অংশ নিতে নিজেদের সন্তানদের উৎসাহ দেওয়ার জন্য আমি অভিভাবক এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।"
গ্র্যান্ড ফিনালেটি ছিল শিক্ষার্থীদের মধ্যে কৃতিত্ব অর্জনের জন্য সামষ্টিক উন্নতি, আনন্দ এবং একাত্মবোধের একটি শক্তিশালী উদাহরণ। এই অনন্য প্ল্যাটফর্মটি শিশু মনকে দৈনন্দিন পড়াশোনার গন্ডির বাইরে গিয়ে গুরুত্বপূর্ণ জীবন সংক্রান্ত দক্ষতা অর্জন করতে অনুপ্রাণিত করেছে।
হরলিক্স বাংলাদেশের সর্ববৃহৎ গৃহস্থালী পুষ্টি ব্র্যান্ড হিসেবে পরবর্তী প্রজন্মের শিশু ও কিশোর-কিশোরীদের সুস্থ্য মন ও শরীর গঠনে সক্ষম করার সুযোগ সৃষ্টি অব্যাহত রাখবে।
Rp / Rp
টিসিবির মাধ্যমে দেশীয় চিনি বিক্রি শুরু হয়েছে এবং তা চলমান থাকবে'-শিল্প উপদেষ্টা
বাংলাদেশ মিশন আদ্দিস আবাবায় ই-পাসপোর্ট সেবা কার্যক্রম এর উদ্বোধন
অমানবিক পুশইনের শিকার বহুল আলোচিত অন্তঃসত্তা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের নিকট হস্তান্তর করলো বিজিবি
চুয়াডাঙ্গায় শহিদ শাহরিয়ার শুভ'র কবর জিয়ারত করলেন শিল্প উপদেষ্টা
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ উদযাপন
'আইএলও' তিনটি কনভেনশন একসঙ্গে অনুসমর্থন এক ঐতিহাসিক সিদ্ধান্ত--- শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
ফায়ার সার্ভিসের ভলান্টিয়ারদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে চিন্তাভাবনা করছে সরকার - স্বরাষ্ট্র উপদেষ্টা
কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদানের নির্দেশ
হিমালয় অঞ্চলে জলবায়ু সহনশীলতা গড়তে পানি ন্যায্যতা ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারের আহ্বান --পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
টাঙ্গাইলের মধুপুরে ৮৮টি দায়েরকৃত বন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত
সাংবাদিক নির্যাতন ও কারাবন্দি আনোয়ার হোসেনকে দেখতে কুড়িগ্রামে খায়রুল আলম রফিক
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা