অবৈধ ও বিপজ্জনকভাবে CNG স্টেশন নির্মাণ, কাভার্ড ভ্যানে গুচ্ছ সিলিন্ডার পরিবহন ও অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান : জরিমানা আদায়, মালামাল জব্দ

অভিযান ০১:
গতকাল (মঙ্গলবার) মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ এবং বিস্ফোরক অধিদপ্তরের অভিযোগের ভিত্তিতে লাইসেন্সবিহীনভাবে সিএনজি ফিলিং করে ট্রান্সপোর্ট করায় নারায়ণগঞ্জের সোনারগাঁও ও ঢাকার কেরানীগঞ্জে পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ০৪টি চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যাদুঘর সংলগ্ন ইছাপাড়ায় দুই ভাট্টি বিশিষ্ট ১টি চুন কারখানায় বৈধ আবাসিক সংযোগ হতে অবৈধ বাণিজ্যিক শ্রেণীতে গ্যাস ব্যবহার করায় বাংলাদেশ গ্যাস আইন-২০১০ অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট ২০ হাজার টাকা জরিমানা করেন। এসময় আবাসিক সার্ভিস লাইন কিল করে ক্যাপ করা হয়েছে।
অভিযানকালে ৩০০ ফিট এমএস ও ৬০০ ফিট পিভিসি পাইপ এবং ০১টি ব্লোয়ারসহ মোট ৬টি বার্ণার জব্দ করা হয়েছে। প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট হতে কিলিং/ক্যাপিং করা হয়েছে। ০৪টি কারখানার মধ্যে ০৩টি চুনকারখানার ভাট্টি এক্সেভেটর দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এসময় ফায়ার সার্ভিসের সহযোগিতায় চুন কারখানার আগুন নিয়ন্ত্রণ করা হয়।
জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ-কে অবহিত রেখে সার্বিক অভিযান পরিচালনা করা হয়েছে। বর্ণিত ৪টি স্পটের ৩টি স্পটে মালিকপক্ষের কাউকে না পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড আরোপ করা যায়নি। নির্বাহী ম্যাজিস্ট্রেট একটি স্পটে একজনকে বাংলাদেশ গ্যাস আইন ২০১০ অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এছাড়া মোগরাপাড়া, সোনারগাঁও, নারায়ণগঞ্জে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ছাড়া সিএনজি গ্যাস ট্রান্সপোর্ট করে দূরবর্তী পরিবহনের জন্য সিলিন্ডারে ভর্তিকরণের অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট মধুমতি সিএনজি কমপ্লেক্সকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযান ০২:
মেঢাবিবি-২, জিঞ্জিরা জোন এর আওতাধীন দোলেশ্বর, কেরাণীগঞ্জ এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদের জন্য অপর একটি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে ডিজিএম, মেঢাবিবি-২, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি সহ তিতাস গ্যাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অভিযানে নামবিহীন ৩টি ওয়াশিং কারখানার অবৈধ লাইনসমূহ কিলিং করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রায় ০.১১৮৬ কি. মি. পাইপ লাইন অপসারণ করা হয়েছে। এছাড়াও এই কারখানাসমূহের ১৮টি ড্রায়ার বার্নার, ০৩টি বয়লার বার্নার ও ০১টি ভাট্টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। এতে দৈনিক ভিত্তিতে ৫০,৮৮০ ঘনফুট গ্যাস সাশ্রয় হবে যার মূল্যমান প্রায় ৪৩,২২৩ টাকা।
মোবাইল কোর্ট পরিচালনাকালে মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। তাই তাৎক্ষণিক কোনো দণ্ড আরোপ করা যায়নি। এমতাবস্থায়, সংশ্লিষ্ট ব্যবস্থাপক, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি, জিঞ্জিরাকে নিয়মিত মামলা করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
বিস্ফোরক পরিদপ্তরের অনুমতি/লাইসেন্স ব্যতীত অবৈধ ও বিপজ্জনকভাবে সিএনিজি স্টেশন নির্মাণ, কাভার্ড ভ্যানে গুচ্ছ সিলিন্ডার পরিবহন ও গ্যাস বিক্রির অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট কেরানীগঞ্জের ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ও আরটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়। এছাড়া প্রতিষ্ঠান দুইটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
Rp / Rp

১৬০০ লিটার নকল মবিলসহ দুইজনকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও সাত নেতাকর্মী গ্রেফতার করেছে (ডিবি)

গোয়ালন্দের লাশ পোড়ানো ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে

ঢাকা মহানগর উত্তর ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমানকে গ্রেফতার করেছে সিটিটিসি

ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার; গাড়িসহ ডাকাতি কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম উদ্ধার

১০০০০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

প্রায় এক কোটি বিশ লক্ষাধিক টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

বুয়েট শিক্ষার্থীদের যমুনা অভিমুখে যেতে বাধা প্রদানের ঘটনায় আট পুলিশ সদস্য আহত

৫০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ

ডিএমপির মোহাম্মদপুর থানা ও শাহ আলী থানার ওসি বদলি

সাংবাদিক ফিরোজ আহম্মদকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী মিলন হোসেন কে সাভার হতে গ্রেপ্তার করেছে র্যাব-০২

অভয়নগরে চাঞ্চল্যকর প্রতিবন্ধী ভ্যানচালক 'লিমন' হত্যাকান্ডে রুজুকৃত ক্লুলেস মামলার মূল রহস্য উদঘাটন

কামরাঙ্গীরচরে যুবক হত্যা; ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটনসহ মূল অভিযুক্ত গ্রেফতার
Link Copied