ঢাকা বৃহষ্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

অবৈধ ও বিপজ্জনকভাবে CNG স্টেশন নির্মাণ, কাভার্ড ভ্যানে গুচ্ছ সিলিন্ডার পরিবহন ও অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান : জরিমানা আদায়, মালামাল জব্দ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১-২০২৫ দুপুর ১১:৯
অভিযান ০১:
গতকাল (মঙ্গলবার) মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ এবং বিস্ফোরক অধিদপ্তরের অভিযোগের ভিত্তিতে লাইসেন্সবিহীনভাবে সিএনজি ফিলিং করে ট্রান্সপোর্ট করায় নারায়ণগঞ্জের সোনারগাঁও ও ঢাকার কেরানীগঞ্জে পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে। 
 
অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ০৪টি চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যাদুঘর সংলগ্ন ইছাপাড়ায় দুই ভাট্টি বিশিষ্ট ১টি চুন কারখানায় বৈধ আবাসিক সংযোগ হতে অবৈধ বাণিজ্যিক শ্রেণীতে গ্যাস ব্যবহার করায় বাংলাদেশ গ্যাস আইন-২০১০ অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট ২০ হাজার টাকা জরিমানা করেন। এসময় আবাসিক সার্ভিস লাইন কিল করে ক্যাপ করা হয়েছে। 
 
অভিযানকালে ৩০০ ফিট এমএস ও ৬০০ ফিট পিভিসি পাইপ এবং ০১টি ব্লোয়ারসহ মোট ৬টি বার্ণার জব্দ করা হয়েছে। প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট হতে কিলিং/ক্যাপিং করা হয়েছে। ০৪টি কারখানার মধ্যে ০৩টি চুনকারখানার ভাট্টি এক্সেভেটর দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এসময় ফায়ার সার্ভিসের সহযোগিতায় চুন কারখানার আগুন নিয়ন্ত্রণ করা হয়।
 
জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ-কে অবহিত রেখে সার্বিক অভিযান পরিচালনা করা হয়েছে। বর্ণিত ৪টি স্পটের ৩টি স্পটে মালিকপক্ষের কাউকে না পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড আরোপ করা যায়নি। নির্বাহী ম্যাজিস্ট্রেট একটি স্পটে একজনকে বাংলাদেশ গ্যাস আইন ২০১০ অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
 
এছাড়া মোগরাপাড়া, সোনারগাঁও, নারায়ণগঞ্জে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ছাড়া সিএনজি গ্যাস ট্রান্সপোর্ট করে দূরবর্তী পরিবহনের জন্য সিলিন্ডারে ভর্তিকরণের অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট মধুমতি সিএনজি কমপ্লেক্সকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। 
 
অভিযান ০২:
মেঢাবিবি-২, জিঞ্জিরা জোন এর আওতাধীন দোলেশ্বর, কেরাণীগঞ্জ এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদের জন্য অপর একটি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে ডিজিএম, মেঢাবিবি-২, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি সহ তিতাস গ্যাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অভিযানে নামবিহীন ৩টি ওয়াশিং কারখানার অবৈধ লাইনসমূহ কিলিং করা হয়েছে।
 
মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রায় ০.১১৮৬ কি. মি. পাইপ লাইন অপসারণ করা হয়েছে। এছাড়াও এই কারখানাসমূহের ১৮টি ড্রায়ার বার্নার, ০৩টি বয়লার বার্নার ও ০১টি ভাট্টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। এতে দৈনিক ভিত্তিতে ৫০,৮৮০ ঘনফুট গ্যাস সাশ্রয় হবে যার মূল্যমান প্রায় ৪৩,২২৩ টাকা।
 
মোবাইল কোর্ট পরিচালনাকালে মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। তাই তাৎক্ষণিক কোনো দণ্ড আরোপ করা যায়নি। এমতাবস্থায়, সংশ্লিষ্ট ব্যবস্থাপক, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি, জিঞ্জিরাকে নিয়মিত মামলা করার নির্দেশনা প্রদান করা হয়েছে। 
 
বিস্ফোরক পরিদপ্তরের অনুমতি/লাইসেন্স ব্যতীত অবৈধ ও বিপজ্জনকভাবে সিএনিজি স্টেশন নির্মাণ, কাভার্ড ভ্যানে গুচ্ছ সিলিন্ডার পরিবহন ও গ্যাস বিক্রির অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট কেরানীগঞ্জের ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ও আরটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়। এছাড়া প্রতিষ্ঠান দুইটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। 

Rp / Rp

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৫২ (বায়ান্ন) জনকে গ্রেফতার করেছে ডিএমপি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৫৭ (সাতান্ন) জনকে গ্রেফতার করেছে ডিএমপি

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫০২ মামলা

হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোন জিডি মূলে উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ

ভবঘুরের ছদ্মবেশে নৃশংস পাঁচ খুন সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ‘সাইকো সম্রাট’

যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা কর্তৃক ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯ (ঊনত্রিশ) জন

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: যাত্রাবাড়ী,মুগদা,রূপনগর,হাতিরঝিল, শেরেবাংলা নগর ও মিরপুর মডেল থানা কর্তৃক ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৭ (সাতষট্টি) জন

বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ

৫০০০ পিস ইয়াবা ও একটি ট্রাকসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

বিভিন্ন অপারেটরের সিম, মোবাইল ফোন ও ভিওআইপি গেটওয়ে সামগ্রী উদ্ধার করেছে ডিবি; পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারক চক্রের আট সদস্য গ্রেফতার

মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির নামে দুই কোটি টাকা আত্মসাৎ: মুলহোতাকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

রাজধানীর তেজতুরী বাজারে চাঞ্চল্যকর মোসাব্বির হত্যায় জড়িত ৪ (চার) জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন ব্যাপক অংশীদারিত্ব ও সহযোগিতা (পিসিএ) এর মূলনীতি চূড়ান্ত করেছে