তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে মামলা পরিচালনায় সহায়ক আইন-কানুন বিষয়ক ছয় দিনব্যাপী কর্মশালা শুরু
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে মামলা পরিচালনায় সহায়ক আইন-কানুন ও কৌশল বিষয়ক ছয় দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। রবিবার (১২ই জানুয়ারি) সকালে সচিবালয়ে তথ্য অধিদফতরের সভাকক্ষে কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
উদ্বোধনী বক্তৃতায় তথ্য সচিব বলেন, আমাদের জীবনের সার্বিক বিষয় আইনি ব্যবস্থার দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। এজন্য প্রত্যেক নাগরিকের প্রয়োজনীয় কিছু আইন সম্পর্কে ধারণা রাখা উচিত। আইনের সংজ্ঞায়ন প্রসঙ্গে সচিব বলেন, আইন হচ্ছে নিয়ম-আচার থেকে উদ্ভূত বিধিবদ্ধ কাঠামোগত একটি ব্যবস্থা।
দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় আইনের গুরুত্ব উল্লেখ করে সচিব বলেন, দাপ্তরিক নথি উপস্থাপন ও নিষ্পত্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট আচার, নীতি, বিধি ও আইন অনুসরণের কোনো বিকল্প নেই। তিনি দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় আইনের যথাযথ প্রয়োগের উপর গুরুত্বারোপ করেন।
সরকারি কর্মচারীদের আইন-সংক্রান্ত প্রশিক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করে সচিব বলেন, ভূমি ব্যবস্থাপনা আইন, সরকারি সম্পত্তি রক্ষায় করণীয়, সার্টিফিকেট মামলা প্রভৃতি বিষয়ে সরকারি কর্মচারীদের পরিষ্কার ধারণা থাকা উচিত। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিদ্যমান মামলা পরিচালনা ও নথি নিষ্পত্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনের প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। সচিব প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর জন্য কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারাহ শাম্মী। কর্মশালায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা মো. মাসুদ পারভেজ-সহ মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
Rp / Rp
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড
সিলেট থেকে নিখোঁজ হওয়া চার শিশুকে রাজধানীর হোটেল থেকে উদ্ধার করেছে শাহজাহানপুর থানা পুলিশ
ঢাকায় আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কবিরহাট উপজেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার
৪৮৩ বোতল ফেনসিডিল ও কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি
দারুস সালাম থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করেছে
বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ
মোহাম্মদপুর থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে
অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্তসহ ১৫ দিনের মধ্যে হত্যা কান্ডের রহস্য উদঘাটন এবং ঘটনায় গ্রেপ্তার ০২
৬০০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি
কোন কারাগারে রাখবে সেনা কর্মকর্তাদের সিদ্ধান্ত নেবে সরকার
১৫ সেনা কর্মকর্তাকে ২টি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল
পল্লবী থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেফতার করেছে
৫২ কেজি গাঁজা ও পিকআপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ
Link Copied