হবিগঞ্জ ৫৫ বিজিবি সদর দপ্তরে সাড়ে ৭ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়

হবিগঞ্জ ব্যাটালয়িন (৫৫ বিজিবি) এর উদ্যোগে সাড়ে ৭ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গতকাল সকালে হবিগঞ্জ ৫৫ বিজিবি সদর দপ্তরে এ মাদক ধ্বংস করা হয়। বিজিবি হবগিঞ্জ ব্যাটালয়িন (৫৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তানজিলুর রহমান জানান, হবিগঞ্জ ব্যাটালয়িনের দায়িত্বপূর্ণ চুনারুঘাট এবং মাধবপুর ও শ্রীমঙ্গল উপজেলা থেকে গত ২৬ জুলাই ২০২২ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত আটককৃত ৭ কোটি ৪২ লাখ, ৩৬ হাজার ৩৩১ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২৪ হাজার ৭৫৬ বোতল বিদেশী মদ, ৩ হাজার ৪৮৮ বোতল ফেন্সিডিল, ৯ হাজার ৭৭৫ কেজি গাঁজা, ১ হাজার ২৫ ক্যান বিয়ার এবং ২ হাজার ৮৮১ পিস ইয়াবা ট্যাবলেট। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ তানজিলুর রহমান বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের ভৌগলিক সীমানা সুরক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। মাদকদ্রব্য চোরাচালান রোধে বিজিবি “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করে কাজ করছে। তিনি বলেন, বিজিবি মাদক বিরোধী অভিযানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করছে। মাদক নির্মূলে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার প্রচেষ্টাই যথেষ্ট নয়। এর জন্য আমাদের সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। জনগণ সার্বিকভাবে সহযোগিতা করলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হয়। এতে পরবর্তী প্রজন্মের জন্য একটি সুস্থ, সমৃদ্ধ এবং নিরাপদ সমাজ নিশ্চিত হবে। তিনি বলেন, মাদকদ্রব্য ধ্বংসের ব্যাপারে আমরা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরামর্শ করে পরিবেশ ও সমাজ সুরক্ষার লক্ষ্যে ধ্বংসযোগ্য গাঁজার সাথে পরিমিত পরিমানে বালি ও সিমেন্টের সংমিশ্রনে মাটি গর্ত করে মাটিতে চাপা দেওয়া হচ্ছে। নতুন এই পদ্ধতিতে মাটির উর্বরতা যাতে নষ্ট না হয় এবং বাতাসে যাতে কোন ধ্বংসাত্মক গ্যাস নিঃসৃত না হয় এমন ভাবে গাঁজাকে ধ্বংস করা হচ্ছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম বলেন, “বাংলাদেশ সরকার মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। বিজিবি অভিযানের মাধ্যমে সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য শুধু মাদক উদ্ধার নয়, বরং মাদক পাচারকারীদের দমন করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। দেশ ও জনগণের ভবিষ্যতের জন্য মাদকমুক্ত সমাজ গড়তে সকলকে একযোগে কাজ করার জন তিনি আহ্বান জানান। এ সময় উপস্থিত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফকরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজিদুর রহমান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হরিপদ দাস।
Rp / Rp

১৬০০ লিটার নকল মবিলসহ দুইজনকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও সাত নেতাকর্মী গ্রেফতার করেছে (ডিবি)

গোয়ালন্দের লাশ পোড়ানো ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে

ঢাকা মহানগর উত্তর ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমানকে গ্রেফতার করেছে সিটিটিসি

ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার; গাড়িসহ ডাকাতি কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম উদ্ধার

১০০০০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

প্রায় এক কোটি বিশ লক্ষাধিক টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

বুয়েট শিক্ষার্থীদের যমুনা অভিমুখে যেতে বাধা প্রদানের ঘটনায় আট পুলিশ সদস্য আহত

৫০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ

ডিএমপির মোহাম্মদপুর থানা ও শাহ আলী থানার ওসি বদলি

সাংবাদিক ফিরোজ আহম্মদকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী মিলন হোসেন কে সাভার হতে গ্রেপ্তার করেছে র্যাব-০২

অভয়নগরে চাঞ্চল্যকর প্রতিবন্ধী ভ্যানচালক 'লিমন' হত্যাকান্ডে রুজুকৃত ক্লুলেস মামলার মূল রহস্য উদঘাটন
