ঢাকা শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

যশোরের শার্শায় দেড় কোটি টাকা মূল্যের ৭০.৫ কেজি ভারতীয় রূপার গহনাসহ ০২ জনকে আটক


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২৩-২-২০২৫ রাত ১২:৩৯

যশোরের শার্শা উপজেলার নাভারণ-সাতক্ষীরা মোড় এলাকায় ঢাকাগামী একটি বাসে তল্লাশী অভিযান পরিচালনা করে দেড় কোটি টাকা মূল্যের ৭০.৫ কেজি ভারতীয় রূপার গহনাসহ ০২ জনকে আটক করেছে বিজিবি।

 

অদ্য ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বিজিবি'র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের শার্শা থানার অন্তর্গত নাভারণ-সাতক্ষীরা মোড় এলাকায় সাতক্ষীরা থেকে ঢাকাগামী হামদান পরিবহন (যশোর-ব-১১-০২৬৬) এর একটি বাস তল্লাশী অভিযান পরিচালনা করে। বর্ণিত অভিযানে বিজিবি টহলদল মোঃ জাহাঙ্গীর কবির লিটু (৪৮) এবং মোঃ মেহেদী হাসান (২৫) নামের ০২ জন ব্যক্তির ব্যাগের ভিতর হতে স্কচটেপ দ্বারা মোড়ানো ছোট বড় ৭১টি প্যাকেট উদ্ধার করে।উদ্ধারকৃত প্যাকেট হতে ৭০ কেজি ৫০০ গ্রাম ওজনের ভারতীয় বিভিন্ন প্রকার রুপার অলংকার জব্দ করে। জব্দকৃত রূপার গহনার আনুমানিক বাজারমূল্য-১,৫৭,২১,৫০০/- (এক কোটি সাতান্ন লক্ষ একুশ হাজার পাঁচশত) টাকা। 

 

আটককৃত জাহাঙ্গীর কবির লিটু যশোরের শার্শা উপজেলার বাগরি গ্রামের মৃত কাসেম আলীর ছেলে এবং মেহেদী হাসান জাহাঙ্গীর কবির লিটুর ছেলে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,তারা রূপার গহনাগুলো ভারত হতে পাচার করে বাংলাদেশে এনেছে এবং সেগুলো সরবরাহ করার জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিল।

 

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে শার্শা থানায় সোপর্দ এবং রূপার গহনাগুলো যশোর ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।

 

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

Rp / Rp

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড

সিলেট থেকে নিখোঁজ হওয়া চার শিশুকে রাজধানীর হোটেল থেকে উদ্ধার করেছে শাহজাহানপুর থানা পুলিশ

ঢাকায় আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কবিরহাট উপজেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার

৪৮৩ বোতল ফেনসিডিল ও কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

দারুস সালাম থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করেছে

বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ

মোহাম্মদপুর থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে

অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্তসহ ১৫ দিনের মধ্যে হত্যা কান্ডের রহস্য উদঘাটন এবং ঘটনায় গ্রেপ্তার ০২

৬০০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

কোন কারাগারে রাখবে সেনা কর্মকর্তাদের সিদ্ধান্ত নেবে সরকার

১৫ সেনা কর্মকর্তাকে ২টি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

পল্লবী থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেফতার করেছে

৫২ কেজি গাঁজা ও পিকআপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ