ঢাকা শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

২২ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ পেশাদার মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার


জালালুর রশিদ খান  photo জালালুর রশিদ খান
প্রকাশিত: ২৩-২-২০২৫ দুপুর ১২:৩৪
২০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি রাজধানীর কদমতলী এলাকা থেকে ২২ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ পেশাদার মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতারকৃতরা হলো-মো. মনিরুল ইসলাম মনির (৩২) ও মো. মোশারফ (৩৫)।
 
বুধবার (১৯ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ১০:৩৫ ঘটিকায় ঢাকার কদমতলী থানাধীন রায়েরবাগস্থ ঢাকা- সিলেট-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পার্শ্বে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, বুধবার রাতে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের এন্টি ইললিগ্যাল আর্মস অ্যান্ড ক্যানাইন টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কদমতলী থানাধীন মাতুয়াইল এবং রায়েরবাগ বাসস্টেশনের মাঝামাঝি এলাকায় কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য হস্তান্তর করবে। এমন সংবাদের ভিত্তিতে রাত ১০:১৫ ঘটিকায় টিমটি কদমতলী থানাধীন মাতুয়াইল এবং রায়েরবাগ বাসস্টেশনের মাঝামাঝি কৌশলে অবস্থান নেয়। পরবর্তীতে রাত ১০:৩৫ ঘটিকায় কদমতলী থানাধীন রায়েরবাগস্থ ঢাকা- সিলেট-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পার্শ্বে নিউ মক্কা ওয়ার্কশপ এর সামনে কাঁচা রাস্তার উপর সন্দেহভাজন একটি হলুদ-নীল রঙের টাটা  কাভার্ডভ্যান পার্ক করলে কাভার্ডভ্যানটি শনাক্ত করা হয় এবং  কাভার্ডভ্যানের ড্রাইভিং সিট হতে মো. মনিরুল ও পাশের সিট হতে মোশারফকে  আটক করা হয়। আটক মনিরুল ও মোশারফকে  জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় কাভার্ডভ্যানটির ভিতরে গাঁজা রয়েছে। পরবর্তীতে তাদের দেখানো মতে কাভার্ডভ্যানটির ভিতর হতে ছয়টি প্যাকেটে রক্ষিত সর্বমোট ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৬ লক্ষ ৬০ হাজার টাকা। এ ঘটনার গ্রেফতারকৃত মনিরুল ও মোশারফসহ পলাতক অজ্ঞাতনামা ০৪/০৫ জনের  বিরুদ্ধে ডিএমপির কদমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মনিরুল ও মোশারফ পালিয়ে যাওয়া দুই ব্যক্তির নিকট গাঁজা বিক্রির জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল বলে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Rp / Rp

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড

সিলেট থেকে নিখোঁজ হওয়া চার শিশুকে রাজধানীর হোটেল থেকে উদ্ধার করেছে শাহজাহানপুর থানা পুলিশ

ঢাকায় আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কবিরহাট উপজেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার

৪৮৩ বোতল ফেনসিডিল ও কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

দারুস সালাম থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করেছে

বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ

মোহাম্মদপুর থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে

অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্তসহ ১৫ দিনের মধ্যে হত্যা কান্ডের রহস্য উদঘাটন এবং ঘটনায় গ্রেপ্তার ০২

৬০০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

কোন কারাগারে রাখবে সেনা কর্মকর্তাদের সিদ্ধান্ত নেবে সরকার

১৫ সেনা কর্মকর্তাকে ২টি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

পল্লবী থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেফতার করেছে

৫২ কেজি গাঁজা ও পিকআপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ