ঢাকা বৃহষ্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

ই-রিটার্ন সিস্টেম এর সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের উপায় নির্ধারণ" বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৩-২০২৫ রাত ১১:৬

জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আজ ১৬ ই মার্চ, ২০২৫ খ্রি. তারিখে আগারগাঁওস্থ জাতীয় রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হলে অনলাইন রিটার্ন দাখিলে "ই-রিটার্ন সিস্টেম এর সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের উপায় নির্ধারণ" বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়।

 

উল্লেখ্য এ বছর অনলাইন রিটার্ন দাখিলে উল্লেখযোগ্য সাড়া লক্ষ্য করা যায়। ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড ১৪,৯৬,৪৭৬ (চৌদ্দ লক্ষ ছিয়ানব্বই হাজার চারশত ছিয়াত্তর) জন করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেন। একই সময়ে ১৮,৯০,৩০৫ (আঠারো লক্ষ নব্বই হাজার তিনশত পাঁচ) জন করদাতা অনলাইন রিটার্নের জন্য রেজিস্ট্রেশন করেন। আগামী অর্থ বছর থেকে শতভাগ আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করার পূর্বপ্রস্তুতি হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়। 

 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব মো: আবদুর রহমান খান এফসিএমএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জি এম আবুল কালাম কায়কোবাদ, সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা), জাতীয় রাজস্ব বোর্ড। কর্মশালায় অংশীজনদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি চাকুরিজীবি, পেশাজীবি, সকল তফশিলি ব্যাংকের প্রতিনিধি, মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, ছয়টি বহুজাতিক কোম্পানির প্রতিনিধি, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন, বাংলাদেশ ট্যাক্স ল'ইয়ার্স এসোসিয়েশন, দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্টস অব বাংলাদেশ (ICMAB), দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্টেন্টস অব বাংলাদেশ (ICAB) এর প্রতিনিধিগণ। এছাড়াও ঢাকাস্থ কর অঞ্চল সমূহের কর কমিশনার ও মহাপরিচালকবৃন্দ এবং জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

 

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ঝামেলা মুক্ত এবং সময় সাশ্রয়ী হওয়ায় কর্মশালায় অংশগ্রহণকারী অতিথিগণ জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত চেয়ারম্যান কে ধন্যবাদ জানান। অনলাইন রিটার্ন ব্যবস্থা চালু হওয়ার ফলে রিটার্ন নিয়ে মানুষের মধ্যে যে ভীতি কাজ করতো তা অনেকাংশ দূর হয়েছে বলে আলোচকগণ উল্লেখ করেন। আয়কর রিটার্ন শতভাগ অনলাইন হলে রিটার্ন দাখিলের হার অনেক বেড়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। 

 

কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ ই-রিটার্ন সিস্টেম এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সিস্টেমের আপগ্রেডেশন এর জন্য মতামত ও পরামর্শ প্রদান করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব আবু হান্নান দেলওয়ার হোসেন, সদস্য (কর তথ্য ও ব্যবস্থাপনা সেবা), জাতীয় রাজস্ব বোর্ড।

Rp / Rp

ঢাকার ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

ছেঁড়া নোট নিতে না চাইলেই ব্যবস্থা

বিজয় দিবসের প্রাক্কালে এনসিটিবি’র মাধ্যমে প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যপুস্তক মুদ্রণ সম্পন্ন

বিজয় দিবসে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

জলবায়ু ন্যায্যতা নয়, প্রয়োজন জলবায়ু সুবিচার -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

অবিলম্বে "অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২' চালু করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

জলবায়ু পরিবর্তন ও দূষণ মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান বাংলাদেশের

তিন উপদেষ্টা দায়িত্ব পেলেন তিন মন্ত্রণালয়ের

কোরিয়ার সহায়তায় নদীর পানি মান যাচাইয়ে স্বয়ংক্রিয় মনিটরিং ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার

বায়তুল মুকাররম মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে- ধর্ম উপদেষ্টা

বাঙালি জাতীয়তাবাদের উত্থানপর্বের বুদ্ধিজীবী, বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক খান সারওয়ার মুরশিদের ১৩ তম মৃত্যুবার্ষিকী

টিসিবির মাধ্যমে দেশীয় চিনি বিক্রি শুরু হয়েছে এবং তা চলমান থাকবে'-শিল্প উপদেষ্টা 

বাংলাদেশ মিশন আদ্দিস আবাবায় ই-পাসপোর্ট সেবা কার্যক্রম এর উদ্বোধন