ঢাকা বৃহষ্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ মিশন আদ্দিস আবাবায় ই-পাসপোর্ট সেবা কার্যক্রম এর উদ্বোধন


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৫-১২-২০২৫ রাত ১০:৫৬

বাংলাদেশ মিশন আদ্দিস আবাবায় আজ ০৪ ডিসেম্বর ২০২৫ বিকাল ১৬৩০ ঘটিকায় ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। বাংলাদেশ মিশন আদ্দিস আবাবার মান্যবর রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল সিতওয়াত নাঈম, জিইউপি, এনডিসি, এডব্লিউসি, পিএসসি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে: কর্ণেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী, পিএসসি, উপ-প্রকল্প পরিচালক, ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্প, জনাব শিহাব উদ্দিন খান, পরিচালক, প্রশাসন ও অর্থ, ডিআইপি, জনাব মোঃ আনোয়ার পারভেজ, উপসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।বিশেষ অতিথি হিসেবে ই-পাসপোর্ট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লে. কর্ণেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী, পিএসসি, ই-পাসপোর্ট প্রকল্পের উপর সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। তিনি ই-পাসপোর্টের প্রযুক্তি ও এর সঠিক ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মান্যবর রাষ্ট্রদূত ২০২৪ এর জুলাই-আগস্ট ছাত্রজনতার গনঅভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করেন এবং গৌরবান্বিত মহান মুক্তিযুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।তিনি বলেন ই-পাসপোর্ট সেবা কার্যক্রম চালুর মাধ্যমে ইথিওপিয়া ও পার্শ্ববর্তী তিনটি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ইমিগ্রেশন প্রক্রিয়া সহজতর হবে এবং আমাদের নাগরিকদের মর্যাদা বৃদ্ধি পাব্যে তিনি বলেন ই-পাসপোর্ট প্রক্রিয়া সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হওয়ার এর বিশ্বাসযোগ্যতা ও গ্রহযোগ্যতা বহুগুণে বৃদ্ধি পাবে ও বিশ্বের অনেক দেশ বাংলাদেশের সাথে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরে আগ্রহী হবে যা বহির্বিশ্বে বাংলাদেশের মান ও মর্যাদা আরো বৃদ্ধি করবে।

 

বহির্বিশ্বে বাংলাদেশ ই-পাসপোর্ট সেবা চালু করার দিক থেকে বাংলাদেশ মিশন, আদ্দিস আবাবা, ইথিওপিয়া ৬৮তম বিদেশস্থ বাংলাদেশ মিশন হিসেবে এর শুভযাত্রা শুরু করায় মান্যবর রাষ্ট্রদূত পাসপোর্ট অধিদপ্তর ও ই-পাসপোর্ট প্রকল্পের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। মান্যবর রাষ্ট্রদূত ইথিওপিয়া, সুদান, দক্ষিণ সুদান ও বুরুন্ডিতে বসবাসরত বাংলাদেশিদের সম্মিলিত প্রচেষ্টা ও কর্মের মাধ্যমে দেশের সুনাম ও সম্মান বৃদ্ধির জন্য আহ্বান জানান। ই-পাসপোর্ট সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান শেষে ই-পাসপোর্ট সেবা চালুকরনের অংশ হিসেবে প্রধান অতিথি মান্যবর রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল সিওয়াত নাঈম, ই-পাসপোর্ট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক, লে: কর্ণেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী, জনাব শিহাব উদ্দিন খান, পরিচালক, প্রশাসন ও অর্থ, ডিআইপি, জনাব মোঃ আনোয়ার পারভেজ, উপসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিনজন আবেদনকারীর নিকট ডেলিভারি স্লিপ তুলে দেন।

পরবর্তীতে ই-পাসপোর্ট প্রকল্পের পক্ষ হতে প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক, লে: কর্ণেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী মান্যবর রাষ্ট্রদূত-কে একটি ক্রেস্ট প্রদান করেন। পরবর্তীতে মান্যবর রাষ্ট্রদূত ই-পাসপোর্ট সেবা কার্যক্রম ও এ্যানরোলমেন্ট প্রক্রিয়া পরিদর্শন করেন। উল্লেখ্য, এখন থেকে উল্লেখিত চারট দেশে বসবাসরত বাংলাদেশিরা ৫ বছর ও ১০ বছর মেয়াদী ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

Masum / Masum

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিজিবি ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) কর্তৃক বিজিবি মোতায়েন

রোডম্যাপ অনুসারে হজের সকল কার্যক্রম এগিয়ে যাচ্ছে - ধর্ম উপদেষ্টা

আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

নিবন্ধন নিয়ে ইসি’র ‘টালবাহানা’ ও ‘স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে বাংলাদেশ আমজনগণ পার্টির সংবাদ সম্মেলন

গাড়ি চালকদের প্রশিক্ষণের মধ্য দিয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রথমবারের মতো একটি বাস্তবভিত্তিক অংশীদারিত্বমূলক উদ্যোগ শুরু হয়েছে - পরিবেশ উপদেষ্টা

তিন পার্বত্য জেলায় ই-লার্নিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ: লাইসেন্স পেতে চালকদের ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক

ওমানের শ্রমমন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনা: শীঘ্রই কর্ম ভিসা চালু করা হবে

তামাক নিয়ন্ত্রণ শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয় নয়, এটি বৃহত্তর জনস্বাস্থ্যের ইস্যু - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

দেওদীঘিতে ইসলামিক মিশন স্বাস্থ্যকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন - ধর্ম উপদেষ্টা

নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজিবি’র অভিযানে ২০২৫ সালে ১,৯০৮ কোটি ২৮ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধান উপদেষ্টার