ঢাকা বৃহষ্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

দূষণবিরোধী অভিযানে ২৩ কোটি টাকা জরিমানা, ৬২৮ ইটভাটা বন্ধ, ১ লাখ ৬৪ হাজার কেজি পলিথিন জব্দ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৩-২০২৫ দুপুর ১২:৩৮

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে পরিবেশ অধিদপ্তর সারা দেশে পরিবেশ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তর চলতি বছরের ২ জানুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত ৭৩৯টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এসব অভিযানে ১ হাজার ৫৯১টি মামলার মাধ্যমে ২৩ কোটি ১২ লাখ ২৪ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে ৪২৪টি অবৈধ ইটভাটা বন্ধ করা হয়। ২০৪টি ইটভাটা বন্ধের নির্দেশনা দেওয়া হয় এবং ১১৮টি ইটভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়। এছাড়া ৫টি প্রতিষ্ঠান থেকে ৬ ট্রাক ব্যাটারি রিসাইক্লিং যন্ত্রপাতি জব্দ করে কারখানা বন্ধ করে দেওয়া হয়।

গত ০৩ নভেম্বর ২০২৪ হতে এ পর্যন্ত সমগ্র বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন ও বাজারজাত বন্ধে ৩৬২টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ৬৭৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ৫৪ লাখ ৯৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। প্রায় ১ লাখ ৬৪ হাজার ৮৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং ১২টি কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করা হয়।

এছাড়া, রংপুর, নীলফামারী, বরগুনা, মেহেরপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ৮টি মোবাইল কোর্ট অভিযানে ২৩টি মামলার মাধ্যমে ৮৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ৯টি ইটভাটার কার্যক্রম পুরোপুরি বন্ধ করা হয়।

অদ্য ২৫ মার্চ, লালবাগ, পটুয়াখালী ও সুনামগঞ্জে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রয়ের দায়ে ৩টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১০টি মামলার মাধ্যমে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৩২ কেজি পলিথিন জব্দ করা হয়।

এছাড়া, ঢাকা মহানগরে বায়ুদূষণ নিয়ন্ত্রণে ২টি মোবাইল কোর্ট অভিযানে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। যশোরে শব্দ দূষণ বিরোধী অভিযানে ৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা করে ৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং ২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

সুনামগঞ্জে পাথর ক্রাশিংয়ের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ৪টি এক্সকাভেটর ও ২০টি শ্যালু মেশিন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Rp / Rp

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৫২ (বায়ান্ন) জনকে গ্রেফতার করেছে ডিএমপি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৫৭ (সাতান্ন) জনকে গ্রেফতার করেছে ডিএমপি

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫০২ মামলা

হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোন জিডি মূলে উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ

ভবঘুরের ছদ্মবেশে নৃশংস পাঁচ খুন সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ‘সাইকো সম্রাট’

যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা কর্তৃক ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯ (ঊনত্রিশ) জন

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: যাত্রাবাড়ী,মুগদা,রূপনগর,হাতিরঝিল, শেরেবাংলা নগর ও মিরপুর মডেল থানা কর্তৃক ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৭ (সাতষট্টি) জন

বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ

৫০০০ পিস ইয়াবা ও একটি ট্রাকসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

বিভিন্ন অপারেটরের সিম, মোবাইল ফোন ও ভিওআইপি গেটওয়ে সামগ্রী উদ্ধার করেছে ডিবি; পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারক চক্রের আট সদস্য গ্রেফতার

মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির নামে দুই কোটি টাকা আত্মসাৎ: মুলহোতাকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

রাজধানীর তেজতুরী বাজারে চাঞ্চল্যকর মোসাব্বির হত্যায় জড়িত ৪ (চার) জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন ব্যাপক অংশীদারিত্ব ও সহযোগিতা (পিসিএ) এর মূলনীতি চূড়ান্ত করেছে