ঢাকা শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

সাম্য হত্যার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৫-২০২৫ বিকাল ৬:৫৪

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষা ও গবেষনা ইনস্টিটিউটের শিক্ষার্থী এস.এম শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ০১। মোঃ তামিম হাওলাদার (৩০), ২। সম্রাট মল্লিক (২৮) ও ৩। মোঃ পলাশ সরদার (৩০)।

আজ বুধবার (১৪ মে ২০২৫ খ্রি.) সকাল আনুমানিক ৯:৩০ ঘটিকায় শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গতকাল (১৩ মে ২০২৫ খ্রি.) রাত অনুমানিক ১১:৪৫ ঘটিকায় ভিকটিম তার বিশ্ববিদ্যালয়ের দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল যোগে সোহরাওয়ার্দী উদ্যান হতে বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন। রমনা কালীমন্দিরের উত্তর পাশে বটগাছের নিকটে পুরাতন ফোয়ারার কাছে পৌঁছালে অজ্ঞাতনামা ১০/১২ জন দুষ্কৃতকারীরা তাদের ব্যবহৃত মোটরসাইকেল দিয়ে এস.এম শাহরিয়ার আলম সাম্য এর মোটরসাইকেল ধাক্কা মেরে ফেলে দেয়। উক্ত বিষয় নিয়ে তাদের সাথে দুষ্কৃতকারীদের বাকবিতন্ডা শুরু হয়। তর্ক বির্তকের এক পর্যায়ে দুষ্কৃতকারীরা ভিকটিম ও তার বন্ধুদের ইট দিয়ে আঘাত করে আহত করে ও একজন দুষ্কৃতকারী ভিকটিমকে ধারালো অস্ত্র দিয়ে ডান পায়ের উরুর পেছন দিকে আঘাত করে গুরুতর জখম করে। এতে সে রক্তাক্ত জখম অবস্থায় মাটিতে পড়ে গেলে দুষ্কৃতকারীরা তাকে ও তার বন্ধুদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে ভিকটিমকে তার বন্ধুরা উপস্থিত লোকজনের সহায়তায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভিকটিমের বড় ভাই এস.এ.এম শরিফুল আলমের অভিযোগের প্রেক্ষিতে শাহবাগ থানায় একটি মামলা রুজু করা হয়।

মামলা রুজুর পর থানা পুলিশ দ্রুততম সময়ের মধ্যে দুষ্কৃতকারীদের গ্রেফতারে তৎপরতা চালায়। পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্য ও প্রযুক্তির সহায়তায় মামলার ঘটনার সাথে সম্পৃক্ত আসামি তামিম, সম্রাট ও পলাশের অবস্থান শনাক্ত করে। আজ বৃহস্পতিবার সকালে শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িত অন্যান্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Masum / Masum

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড

সিলেট থেকে নিখোঁজ হওয়া চার শিশুকে রাজধানীর হোটেল থেকে উদ্ধার করেছে শাহজাহানপুর থানা পুলিশ

ঢাকায় আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কবিরহাট উপজেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার

৪৮৩ বোতল ফেনসিডিল ও কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

দারুস সালাম থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করেছে

বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ

মোহাম্মদপুর থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে

অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্তসহ ১৫ দিনের মধ্যে হত্যা কান্ডের রহস্য উদঘাটন এবং ঘটনায় গ্রেপ্তার ০২

৬০০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

কোন কারাগারে রাখবে সেনা কর্মকর্তাদের সিদ্ধান্ত নেবে সরকার

১৫ সেনা কর্মকর্তাকে ২টি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

পল্লবী থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেফতার করেছে

৫২ কেজি গাঁজা ও পিকআপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ