আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিনারুল হত্যা মামলায় সাবেক সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ মে) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিন এ রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, সেলিনা হায়াৎ আইভীকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার করা মিনারুল হত্যা মামলায় তার রিমান্ড চাওয়া হয়।
আইভীর আইনজীবী আওয়ালাদ হোসেন বলেন, মিনারুল হত্যা মামলায় যে মেডিকেল সার্টিফিকেট দেখানো হয়েছে তাতে দেখা গেছে দুর্ঘটনাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। এই মামলায় ১২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো আসামি আইভীর নাম বলেনি।
তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মূল প্রত্যাশা ছিল একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত সমাজের। কিন্তু আজ অদ্ভূত ব্যাপার আমাদের আইনজীবীরা শুনানি করার সুযোগ পেলেন না। আমরা আমাদের বক্তব্যগুলো ফিরিস্তি আকারে, মেডিকেল সার্টিফিকেট দেওয়ার পরও বিজ্ঞ আদালত বিবেচনা না করে দুই দিনের রিমান্ড দিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী একেএম ওমর ফারুক নয়ন বলেন, পুলিশ শেখ হাসিনা, শামীম ওসমান ও আইভীর হুকুমে ছাত্রদেরকে পাখির মতো গুলি করে মেরেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ককটেল বিস্ফোরণ করে, ভয়-ভীতির সঞ্চার করে মিনারুলকে হত্যা করা হয়েছে। এই মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সাত দিনের রিমান্ডের আবেদন করলে উভয় পক্ষের শুনানি শেষে বিজ্ঞ আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। কারণ এখানে কে গুলি করেছে, কে ককটেল ফাটিয়েছে সেসব তথ্য উপাত্ত সংগ্রহ করার দরকার আছে। অপজিশন বলেছেন আইভী অত্যন্ত জনপ্রিয়। আমরাও বলবো এই নৌকা মার্কার প্রার্থীরা কতটুকু জনপ্রিয়, কীভাবে নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছে আপনারা সকলেই জানেন। আমি মনে করি এই রিমান্ডের মাধ্যমেই এই মামলার সকল তথ্য উপাত্ত, হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন হবে।
Ahad Hossain / Ahad Hossain
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড
সিলেট থেকে নিখোঁজ হওয়া চার শিশুকে রাজধানীর হোটেল থেকে উদ্ধার করেছে শাহজাহানপুর থানা পুলিশ
ঢাকায় আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কবিরহাট উপজেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার
৪৮৩ বোতল ফেনসিডিল ও কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি
দারুস সালাম থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করেছে
বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ
মোহাম্মদপুর থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে
অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্তসহ ১৫ দিনের মধ্যে হত্যা কান্ডের রহস্য উদঘাটন এবং ঘটনায় গ্রেপ্তার ০২
৬০০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি
কোন কারাগারে রাখবে সেনা কর্মকর্তাদের সিদ্ধান্ত নেবে সরকার
১৫ সেনা কর্মকর্তাকে ২টি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল
পল্লবী থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেফতার করেছে