ঢাকা বৃহষ্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৫-৫-২০২৫ বিকাল ৭:২২

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিনারুল হত্যা মামলায় সাবেক সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ মে) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিন এ রিমান্ড মঞ্জুর করেন। 

বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, সেলিনা হায়াৎ আইভীকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার করা মিনারুল হত্যা মামলায় তার রিমান্ড চাওয়া হয়। 

আইভীর আইনজীবী আওয়ালাদ হোসেন বলেন, মিনারুল হত্যা মামলায় যে মেডিকেল সার্টিফিকেট দেখানো হয়েছে তাতে দেখা গেছে দুর্ঘটনাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। এই মামলায় ১২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো আসামি আইভীর নাম বলেনি। 

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মূল প্রত্যাশা ছিল একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত সমাজের। কিন্তু আজ অদ্ভূত ব্যাপার আমাদের আইনজীবীরা শুনানি করার সুযোগ পেলেন না। আমরা আমাদের বক্তব্যগুলো ফিরিস্তি আকারে, মেডিকেল সার্টিফিকেট দেওয়ার পরও বিজ্ঞ আদালত বিবেচনা না করে দুই দিনের রিমান্ড দিলেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী একেএম ওমর ফারুক নয়ন বলেন, পুলিশ শেখ হাসিনা, শামীম ওসমান ও আইভীর হুকুমে ছাত্রদেরকে পাখির মতো গুলি করে মেরেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ককটেল বিস্ফোরণ করে, ভয়-ভীতির সঞ্চার করে মিনারুলকে হত্যা করা হয়েছে। এই মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সাত দিনের রিমান্ডের আবেদন করলে উভয় পক্ষের শুনানি শেষে বিজ্ঞ আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। কারণ এখানে কে গুলি করেছে, কে ককটেল ফাটিয়েছে সেসব তথ্য উপাত্ত সংগ্রহ করার দরকার আছে। অপজিশন বলেছেন আইভী অত্যন্ত জনপ্রিয়। আমরাও বলবো এই নৌকা মার্কার প্রার্থীরা কতটুকু জনপ্রিয়, কীভাবে নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছে আপনারা সকলেই জানেন। আমি মনে করি এই রিমান্ডের মাধ্যমেই এই মামলার সকল তথ্য উপাত্ত, হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন হবে।

Ahad Hossain / Ahad Hossain

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৫২ (বায়ান্ন) জনকে গ্রেফতার করেছে ডিএমপি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৫৭ (সাতান্ন) জনকে গ্রেফতার করেছে ডিএমপি

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫০২ মামলা

হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোন জিডি মূলে উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ

ভবঘুরের ছদ্মবেশে নৃশংস পাঁচ খুন সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ‘সাইকো সম্রাট’

যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা কর্তৃক ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯ (ঊনত্রিশ) জন

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: যাত্রাবাড়ী,মুগদা,রূপনগর,হাতিরঝিল, শেরেবাংলা নগর ও মিরপুর মডেল থানা কর্তৃক ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৭ (সাতষট্টি) জন

বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ

৫০০০ পিস ইয়াবা ও একটি ট্রাকসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

বিভিন্ন অপারেটরের সিম, মোবাইল ফোন ও ভিওআইপি গেটওয়ে সামগ্রী উদ্ধার করেছে ডিবি; পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারক চক্রের আট সদস্য গ্রেফতার

মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির নামে দুই কোটি টাকা আত্মসাৎ: মুলহোতাকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

রাজধানীর তেজতুরী বাজারে চাঞ্চল্যকর মোসাব্বির হত্যায় জড়িত ৪ (চার) জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন ব্যাপক অংশীদারিত্ব ও সহযোগিতা (পিসিএ) এর মূলনীতি চূড়ান্ত করেছে