আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিনারুল হত্যা মামলায় সাবেক সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ মে) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিন এ রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, সেলিনা হায়াৎ আইভীকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার করা মিনারুল হত্যা মামলায় তার রিমান্ড চাওয়া হয়।
আইভীর আইনজীবী আওয়ালাদ হোসেন বলেন, মিনারুল হত্যা মামলায় যে মেডিকেল সার্টিফিকেট দেখানো হয়েছে তাতে দেখা গেছে দুর্ঘটনাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। এই মামলায় ১২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো আসামি আইভীর নাম বলেনি।
তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মূল প্রত্যাশা ছিল একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত সমাজের। কিন্তু আজ অদ্ভূত ব্যাপার আমাদের আইনজীবীরা শুনানি করার সুযোগ পেলেন না। আমরা আমাদের বক্তব্যগুলো ফিরিস্তি আকারে, মেডিকেল সার্টিফিকেট দেওয়ার পরও বিজ্ঞ আদালত বিবেচনা না করে দুই দিনের রিমান্ড দিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী একেএম ওমর ফারুক নয়ন বলেন, পুলিশ শেখ হাসিনা, শামীম ওসমান ও আইভীর হুকুমে ছাত্রদেরকে পাখির মতো গুলি করে মেরেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ককটেল বিস্ফোরণ করে, ভয়-ভীতির সঞ্চার করে মিনারুলকে হত্যা করা হয়েছে। এই মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সাত দিনের রিমান্ডের আবেদন করলে উভয় পক্ষের শুনানি শেষে বিজ্ঞ আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। কারণ এখানে কে গুলি করেছে, কে ককটেল ফাটিয়েছে সেসব তথ্য উপাত্ত সংগ্রহ করার দরকার আছে। অপজিশন বলেছেন আইভী অত্যন্ত জনপ্রিয়। আমরাও বলবো এই নৌকা মার্কার প্রার্থীরা কতটুকু জনপ্রিয়, কীভাবে নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছে আপনারা সকলেই জানেন। আমি মনে করি এই রিমান্ডের মাধ্যমেই এই মামলার সকল তথ্য উপাত্ত, হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন হবে।
Ahad Hossain / Ahad Hossain

১৬০০ লিটার নকল মবিলসহ দুইজনকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও সাত নেতাকর্মী গ্রেফতার করেছে (ডিবি)

গোয়ালন্দের লাশ পোড়ানো ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে

ঢাকা মহানগর উত্তর ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমানকে গ্রেফতার করেছে সিটিটিসি

ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার; গাড়িসহ ডাকাতি কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম উদ্ধার

১০০০০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

প্রায় এক কোটি বিশ লক্ষাধিক টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

বুয়েট শিক্ষার্থীদের যমুনা অভিমুখে যেতে বাধা প্রদানের ঘটনায় আট পুলিশ সদস্য আহত

৫০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ

ডিএমপির মোহাম্মদপুর থানা ও শাহ আলী থানার ওসি বদলি

সাংবাদিক ফিরোজ আহম্মদকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী মিলন হোসেন কে সাভার হতে গ্রেপ্তার করেছে র্যাব-০২

অভয়নগরে চাঞ্চল্যকর প্রতিবন্ধী ভ্যানচালক 'লিমন' হত্যাকান্ডে রুজুকৃত ক্লুলেস মামলার মূল রহস্য উদঘাটন
