ঢাকা বৃহষ্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

মতিঝিলে ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় তিন ডাকাত গ্রেফতার; হাইয়েস গাড়িসহ নগদ ৮৯ হাজার টাকা উদ্ধার


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৩০-৬-২০২৫ বিকাল ৫:৩৭

রাজধানীর মতিঝিলে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ৩০ লক্ষ টাকা ডাকাতির ঘটনায় তিন ডাকাতকে গ্রেফতারসহ ডাকাতির ঘটনায় ব্যবহৃত হাইয়েস গাড়ি এবং নগদ ৮৯ হাজার টাকা উদ্ধার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ শামিম রহমান (২৯), মোঃ মিজান রহমান (৫১) ও রবিউল ইসলাম জুয়েল (৪২)।

গত শুক্রবার হতে রবিবার (২৭ হতে ২৯ জুন, ২০২৫ খ্রি.) ঢাকা ও ঝালকাঠিতে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় শামিমের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত হাইয়েস গাড়ি ও মিজানের হেফাজত হতে নগদ ৮০ হাজার টাকা ও জুয়েলের হেফাজত হতে নয় হাজার টাকা উদ্ধার করা হয়।

ডিএমপির মতিঝিল থানা সূত্রে জানা যায়, গত ২৬ জুন ২০২৫ খ্রি. বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকায় ওয়ারীর নবাবপুরের একটি ব্যবসা প্রতিষ্ঠান হতে মোঃ খলিল মিয়া (২৬) ও ইব্রাহীম হোসেন রিফাত (২৪) নামের দুই ব্যক্তি একটি স্কুটিতে করে নগদ ৩০ লক্ষ টাকা মতিঝিল সিটি ব্যাংক শাখায় জমা দেওয়ার জন্য রওয়ানা দেন। বেলা আনুমানিক ১২:৪৫ ঘটিকায় তারা মতিঝিলের ঘরোয়া হোটেলের সামনে পৌঁছা মাত্রই ৬/৭ জন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদেরকে ডিবি লেখা একটি হাইয়েস মাইক্রোবাসে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়। পরে দুজনকে মারধর করে অস্ত্রের ভয় দেখিয়ে ৩০ লক্ষ টাকা নিয়ে হাত-পা বেঁধে সাইনবোর্ড বাসস্ট্যান্ড নামক এলাকায় একটি ময়লার ডাস্টবিনে ফেলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করান। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক সাইদুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে ডিএমপির মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

থানা সূত্রে আরো জানা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার হতে রবিবার ঢাকা ও ঝালকাঠি জেলায় অভিযান পরিচালনা করে উক্ত তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় শামিমের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত হাইয়েস গাড়ি ও মিজানের হেফাজত হতে নগদ ৮০ হাজার টাকা ও জুয়েলের হেফাজত হতে নয় হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মিজানের নামে ঝালকাঠির রাজাপুর ও নারায়ণগঞ্জের আড়াই হাজার থানায় আরো দুটি ডাকাতির মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং লুন্ঠন হওয়া অন্যান্য টাকা উদ্ধারসহ আত্মগোপনে থাকা ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Rp / Rp

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৫২ (বায়ান্ন) জনকে গ্রেফতার করেছে ডিএমপি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৫৭ (সাতান্ন) জনকে গ্রেফতার করেছে ডিএমপি

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫০২ মামলা

হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোন জিডি মূলে উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ

ভবঘুরের ছদ্মবেশে নৃশংস পাঁচ খুন সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ‘সাইকো সম্রাট’

যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা কর্তৃক ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯ (ঊনত্রিশ) জন

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: যাত্রাবাড়ী,মুগদা,রূপনগর,হাতিরঝিল, শেরেবাংলা নগর ও মিরপুর মডেল থানা কর্তৃক ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৭ (সাতষট্টি) জন

বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ

৫০০০ পিস ইয়াবা ও একটি ট্রাকসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

বিভিন্ন অপারেটরের সিম, মোবাইল ফোন ও ভিওআইপি গেটওয়ে সামগ্রী উদ্ধার করেছে ডিবি; পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারক চক্রের আট সদস্য গ্রেফতার

মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির নামে দুই কোটি টাকা আত্মসাৎ: মুলহোতাকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

রাজধানীর তেজতুরী বাজারে চাঞ্চল্যকর মোসাব্বির হত্যায় জড়িত ৪ (চার) জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন ব্যাপক অংশীদারিত্ব ও সহযোগিতা (পিসিএ) এর মূলনীতি চূড়ান্ত করেছে