ডিবির অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১১ নেতাকর্মী গ্রেফতার
গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-বিভাগ ( ডিবি )।
গ্রেফতারকৃতরা হলো- গ্রেফতারকৃতরা হলো- ১। ঢাকা কদমতলি থানার ৫৮, ৫৯ ও ৬০ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর সুলতানা আহমেদ লিপি (৪৬) ২। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গাইবান্ধা সদর-২ আসনের সাবেক সংসদ সদস্যের এপিএস শাহ মুহাম্মদ সবুর হোসেন (৪৮) ৩।গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার ৭নং পবনাপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহ বিপুল খন্দকার ওরফে বদি (৪০) ৪। অনলাইন আওয়ামী লীগ ব্লগার ও এক্টিভিস্ট কামাল পাশা চৌধুরী (৬৫) ৫। কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ সোহাগ মিয়া ওরফে মির্জা (৩৩) ৬। ঢাকা ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের বারনটেক ইউনিটের সহ-সভাপতি মোঃ মতলব মুন্সী (৫৫) ৭। কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ৪নং সুবিল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ রমিজ উদ্দিন সরকার (৫৮) ৮। বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান ও সারিয়াকান্দি উপজেলা যুবলীগের সভাপতি মো: আইয়ুব আলী তরফদার (৪৭) ৯। বংশাল থানা যুবলীগের সহ-সভাপতি সাইদুর রহমান টিটু (৪৮) ১০। তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আমানউল্লা হোসেন ওরফে অপু (৫৯) ১১। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম (৩৮) ।
ডিবি সূত্রে জানা যায়, রবিবার ( ৩ আগস্ট ২০২৫ ) কদমতলি থানা এলাকা থেকে লিপিকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মামলা রয়েছে। একইদিন বিকাল আনুমানিক ০৫:৩০ ঘটিকায় মোহাম্মদপুর থানা এলাকা থেকে শাহ মুহাম্মদ সবুর হোসেন ও শাহ বিপুল খন্দকার ওরফে বদিকে গ্রেফতার করে ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম। রবিবার অপর এক অভিযানে কামাল পাশা চৌধুরীকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম। গ্রেফতারকৃত কামাল পাশা অনলাইন আওয়ামী ব্লগার ও এক্টিভিস্ট। সাম্প্রতিক সময়ে অনলাইনে সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা ও কর্মীদের উস্কানি দিয়ে আসছিল সে।
অন্যদিকে মোঃ সোহাগ মিয়া ওরফে মির্জাকে রবিবার মগবাজার এলাকা থেকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের লালবাগ সংঘবদ্ধ অপরাধ এবং গাড়ি চুরি প্রতিরোধ টিম । রাজধানীর পল্লবী এলাকা থেকে অপর এক অভিযানে মোঃ মতলব মুন্সীকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম। গ্রেফতারকৃত মতলব দুটি মামলার এজাহারভুক্ত আসামি। রবিবার অপর এক অভিযানে বংশাল এলাকা থেকে সাইদুর রহমান টিটুকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ এবং গাড়ি চুরি প্রতিরোধ টিম।
ডিবি সূত্রে আরও জানা যায়, সোমবার (৪ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ২:৩০ ঘটিকায় ভাটারা থানা এলাকা থেকে মোঃ আরিফুল ইসলামকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগের একটি টিম। গ্রেফতারকৃত আরিফুলের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। একই তারিখ রাত আনুমানিক ৩:২০ ঘটিকায় তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন দক্ষিণ বেগুনবাড়ি এলাকা থেকে সৈয়দ আমানউল্লা হোসেনকে গ্রেফতার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগের একটি টিম। রাজধানীর রমনা থানা এলাকা হতে সোমবার মোঃ রমিজ উদ্দিন সরকারকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগের একটি টিম। একই দিন মো: আইয়ুব আলী তরফদারকে গ্রেফতার করে ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Rp / Rp
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৫২ (বায়ান্ন) জনকে গ্রেফতার করেছে ডিএমপি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৫৭ (সাতান্ন) জনকে গ্রেফতার করেছে ডিএমপি
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫০২ মামলা
হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোন জিডি মূলে উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ
ভবঘুরের ছদ্মবেশে নৃশংস পাঁচ খুন সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ‘সাইকো সম্রাট’
যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা কর্তৃক ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯ (ঊনত্রিশ) জন
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: যাত্রাবাড়ী,মুগদা,রূপনগর,হাতিরঝিল, শেরেবাংলা নগর ও মিরপুর মডেল থানা কর্তৃক ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৭ (সাতষট্টি) জন
বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ
৫০০০ পিস ইয়াবা ও একটি ট্রাকসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)
বিভিন্ন অপারেটরের সিম, মোবাইল ফোন ও ভিওআইপি গেটওয়ে সামগ্রী উদ্ধার করেছে ডিবি; পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারক চক্রের আট সদস্য গ্রেফতার
মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির নামে দুই কোটি টাকা আত্মসাৎ: মুলহোতাকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ
রাজধানীর তেজতুরী বাজারে চাঞ্চল্যকর মোসাব্বির হত্যায় জড়িত ৪ (চার) জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)