রাজধানীর পল্টন থানাধীন ফকিরাপুল এলাকা হতে ০২ জন মাদক ব্যবসায়ীকে ১,৩৭৫ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র্যাব-২
“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও মাদকের ভয়াল বিস্তার রোধকল্পে র্যাবের নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মাদকবিরোধী বিশেষ অভিযানে রাজধানীর পল্টন থানাধীন ফকিরাপুল এলাকা হতে ০২ জন মাদক ব্যবসায়ী ১) খালেদ বাপ্পি (২২) ও ২) শামীম ওরফে তাসকিন (২৪) দ্বয়কে ১,৩৭৫ পিচ ইয়াবা মাদক সহ অদ্য ০৭ আগষ্ট ২০২৫ ইং তারিখ রাতে গ্রেপ্তার করেছে র্যাব-২।
অদ্য ০৭ আগষ্ট ২০২৫ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ জানতে পারে যে, রাজধানীর পল্টন থানাধীন ফকিরাপুল এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী সীমান্তবর্তী এলাকা হতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুদ করে বিক্রয়ের উদ্দ্যেশে অবস্থান করছে। উক্ত মাদকদ্রব্য উদ্ধারে রাজধানীর পল্টন থানাধীন ফকিরাপুল এলাকায় র্যাব-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৭/০৮/২০২৫ ইং তারিখ রাতে উক্ত স্থানে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামিরা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আসামী ১) খালেদ বাপ্পি (২২) ও ২) শামীম ওরফে তাসকিন (২৪) দ্বয়কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে মাদকের বিষয়টি কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ধৃত আসামি ১) খালেদ বাপ্পি (২২) তার পরিহিত জিন্স প্যান্টের পকেট হতে ১,২০০ (এক হাজার দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেট ও আসামী ২) শামীম ওরফে তাসকিন (২৪) তার পরিহিত প্যান্টের পকেট হতে ১৭৫ (একশত পচাত্তর) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার অবৈধ বাজারমূল্য আনুমানিক ২,৭৫,০০০/- (দুই লক্ষ পচাত্তর হাজার) টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামিরা জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে ঢাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। আসামিদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় মাদকসহ অন্যান্য মামলা রয়েছে। এছাড়াও গ্রেপ্তারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাচাই করে ভবিষ্যতে র্যাব-২ এধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Ahad Hossain / Ahad Hossain
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড
সিলেট থেকে নিখোঁজ হওয়া চার শিশুকে রাজধানীর হোটেল থেকে উদ্ধার করেছে শাহজাহানপুর থানা পুলিশ
ঢাকায় আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কবিরহাট উপজেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার
৪৮৩ বোতল ফেনসিডিল ও কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি
দারুস সালাম থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করেছে
বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ
মোহাম্মদপুর থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে
অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্তসহ ১৫ দিনের মধ্যে হত্যা কান্ডের রহস্য উদঘাটন এবং ঘটনায় গ্রেপ্তার ০২
৬০০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি
কোন কারাগারে রাখবে সেনা কর্মকর্তাদের সিদ্ধান্ত নেবে সরকার
১৫ সেনা কর্মকর্তাকে ২টি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল
পল্লবী থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেফতার করেছে