ঢাকা মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

১৮ বছর সাজাপ্রাপ্ত আসামি যুবলীগের সভাপতি গ্রেপ্তার


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১০-৮-২০২৫ বিকাল ৫:৫৯

পটুয়াখালী জেলার বাউফল থানার চাঁদাবাজি মামলায় সর্বমোট ১৮ বছর সাজাপ্রাপ্ত আসামি বাউফল উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান ঢালী (৪৫) কে রাজধানীর বাড্ডা থানা এলাকা হতে যৌথ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করেছে র‌্যাব-২ ও র‌্যাব-৩*।

“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান‡ নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

পটুয়াখালী জেলার বাউফল থানার চাঁদাবাজি মামলায় সর্বমোট ১৮ বছর সাজাপ্রাপ্ত আসামি বাউফল উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান ঢালী (৪৫) পিতা-মৃত সেরাজ ঢালী, থানা-বাউফল জেলা-পটুয়াখালী কে গত ০৯/০৮/২০২৫ইং তারিখ রাজধানীর বাড্ডা থানা এলাকা হতে যৌথ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করেছে র‌্যাব-২ ও র‌্যাব-৩।

এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি শাহজাহান ঢালী পেনাল কোড-১৮৬০ সাল ধারা- ৩৮৫/৩২৫/৪২৭ চাঁদাবাজি মামলার আসামি। তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অতঃপর আসামির অনুপস্থিতিতে অত্র মামলার বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত আসামি শাহজাহান ঢালী কে উক্ত মামলার বিভিন্ন ধারায় সর্বমোট ১৮ বছর সশ্রম কারাদন্ড ও ১৬,০০০(ষোল হাজার) টাকা অর্থদন্ড প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। উক্ত আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যূ হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতে গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে। উক্ত ঘটনা বিবেচনায় নিয়ে র‌্যাব এ বিষয়ে আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গত ০৯/০৮/২০২৫ ইং তারিখ রাজধানীর বাড্ডা থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করে। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Rp / Masum

১৬০০ লিটার নকল মবিলসহ দুইজনকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও সাত নেতাকর্মী গ্রেফতার করেছে (ডিবি)

গোয়ালন্দের লাশ পোড়ানো ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে

ঢাকা মহানগর উত্তর ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমানকে গ্রেফতার করেছে সিটিটিসি

ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার; গাড়িসহ ডাকাতি কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম উদ্ধার

১০০০০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

প্রায় এক কোটি বিশ লক্ষাধিক টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

বুয়েট শিক্ষার্থীদের যমুনা অভিমুখে যেতে বাধা প্রদানের ঘটনায় আট পুলিশ সদস্য আহত

৫০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ

ডিএমপির মোহাম্মদপুর থানা ও শাহ আলী থানার ওসি বদলি

সাংবাদিক ফিরোজ আহম্মদকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী মিলন হোসেন কে সাভার হতে গ্রেপ্তার করেছে র‍্যাব-০২

অভয়নগরে চাঞ্চল্যকর প্রতিবন্ধী ভ্যানচালক 'লিমন' হত্যাকান্ডে রুজুকৃত ক্লুলেস মামলার মূল রহস্য উদঘাটন

কামরাঙ্গীরচরে যুবক হত্যা; ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটনসহ মূল অভিযুক্ত গ্রেফতার