কামরাঙ্গীরচরে যুবক হত্যা; ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটনসহ মূল অভিযুক্ত গ্রেফতার
রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় একটি চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টার মধ্যে উদঘাটনসহ মূল আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কামরাঙ্গীরচর থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- রাব্বি (২০)।
বুধবার (২০ আগস্ট ২০২৫) রাত আনুমানিক রাত ১২:০৫ কামরাঙ্গীরচর থানা ব্যাটারীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রশি উদ্ধার করা হয়।
কামরাঙ্গীচর থানা সূ্ত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) দুপুর আনুমানিক ০১:১০ ঘটিকায় কামরাঙ্গীচর থানার একটি টহল টিম জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পায় যে, কামরাঙ্গীরচর থানাধীন ৫৬ নং ওয়ার্ডের ব্যাটারীঘাট এলাকায় বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সামনে ময়লার স্তূপে একটি অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ময়লার স্তূপ থেকে একজন অজ্ঞাতনামা পুরুষের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় কামরাঙ্গীচর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, মামলাটির তদন্ত কালে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্যের ভিত্তিতে উক্ত হত্যার ঘটনায় গ্রেফতারকৃত রাব্বির জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তির সহায়তায় রাব্বির অবস্থান সনাক্ত করে কামরাঙ্গীচর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত রাব্বি উল্লিখিত হত্যার ঘটনায় নিজে জড়িত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। রাব্বির ভাষ্যমতে, সে ও অজ্ঞাতনামা আসামিরা পূর্বপরিকল্পিতভাবে সাব্বিরকে হত্যা করে তার মৃতদেহ গোপন করার জন্য ময়লার স্তূপে লুকিয়ে রাখে।
Rp / Rp
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৫২ (বায়ান্ন) জনকে গ্রেফতার করেছে ডিএমপি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৫৭ (সাতান্ন) জনকে গ্রেফতার করেছে ডিএমপি
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫০২ মামলা
হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোন জিডি মূলে উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ
ভবঘুরের ছদ্মবেশে নৃশংস পাঁচ খুন সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ‘সাইকো সম্রাট’
যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা কর্তৃক ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯ (ঊনত্রিশ) জন
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: যাত্রাবাড়ী,মুগদা,রূপনগর,হাতিরঝিল, শেরেবাংলা নগর ও মিরপুর মডেল থানা কর্তৃক ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৭ (সাতষট্টি) জন
বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ
৫০০০ পিস ইয়াবা ও একটি ট্রাকসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)
বিভিন্ন অপারেটরের সিম, মোবাইল ফোন ও ভিওআইপি গেটওয়ে সামগ্রী উদ্ধার করেছে ডিবি; পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারক চক্রের আট সদস্য গ্রেফতার
মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির নামে দুই কোটি টাকা আত্মসাৎ: মুলহোতাকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ
রাজধানীর তেজতুরী বাজারে চাঞ্চল্যকর মোসাব্বির হত্যায় জড়িত ৪ (চার) জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)