ঢাকা মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

সাংবাদিক ফিরোজ আহম্মদকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী মিলন হোসেন কে সাভার হতে গ্রেপ্তার করেছে র‍্যাব-০২


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২৪-৮-২০২৫ দুপুর ১০:২৪

কুষ্টিয়া জেলার মিরপুর থানার চাঞ্চল্যকর সাংবাদিক ফিরোজ আহম্মদকে হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামী মিলন হোসেন (৩২)’কে অদ্য ২৩/০৮/২০২৫ ইং তারিখ রাতে ঢাকা জেলার সাভার থানাধীন তেতুলঝোড়া এলাকা হতে গ্রেপ্তার করেছে র‌্যাব-০২।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম ফিরোজ আহম্মেদ (৫৮) পেশায় দৈনিক আজকের সূত্রপাত পত্রিকার সাংবাদিক,মিরপুর উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক। ঘটনার দিন ১১/০৮/২৫ তারিখ ভোরে ভিকটিম ফিরোজ আহম্মেদ নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি হতে বের হন। এ সময় মিলনসহ তার কয়েকজন সহযোগী মিলে তাঁর পথ রোধ করে হাতুড়িপেটা করে এবং ইট দিয়ে থেতলে দেওয়া হয় তাঁর শরীর। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম ফিরোজ আহম্মেদ এর অবস্থা আশংকাজনক হওয়ায় ভিকটিমকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কুষ্টিয়ায় রেফার্ড করেন এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ট্রমা সেন্টার এ্যান্ড অর্থপেডিক হাসপাতাল, ঢাকায় ভর্তি করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের ভাগিনা বাদী হয়ে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা ( মামলা নং-০৫/২০৮ তারিখ ১১/০৮/২০২৫ ইং ধারা ১৮৬০ সালের পেনাল কোড ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/১১৪/৫০৬(২) দায়ের করেন। উল্লেখিত ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব এ বিষয়ে আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল অদ্য ২৩/০৮/২০২৫ ইং তারিখ রাতে আসামিকে ঢাকা জেলার সাভার থানাধীন তেতুলঝোড়া এলাকা হতে গ্রেপ্তার করে। আসামি হতে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Rp / Rp

১৬০০ লিটার নকল মবিলসহ দুইজনকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও সাত নেতাকর্মী গ্রেফতার করেছে (ডিবি)

গোয়ালন্দের লাশ পোড়ানো ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে

ঢাকা মহানগর উত্তর ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমানকে গ্রেফতার করেছে সিটিটিসি

ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার; গাড়িসহ ডাকাতি কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম উদ্ধার

১০০০০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

প্রায় এক কোটি বিশ লক্ষাধিক টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

বুয়েট শিক্ষার্থীদের যমুনা অভিমুখে যেতে বাধা প্রদানের ঘটনায় আট পুলিশ সদস্য আহত

৫০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ

ডিএমপির মোহাম্মদপুর থানা ও শাহ আলী থানার ওসি বদলি

সাংবাদিক ফিরোজ আহম্মদকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী মিলন হোসেন কে সাভার হতে গ্রেপ্তার করেছে র‍্যাব-০২

অভয়নগরে চাঞ্চল্যকর প্রতিবন্ধী ভ্যানচালক 'লিমন' হত্যাকান্ডে রুজুকৃত ক্লুলেস মামলার মূল রহস্য উদঘাটন

কামরাঙ্গীরচরে যুবক হত্যা; ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটনসহ মূল অভিযুক্ত গ্রেফতার