ঢাকা শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার; গাড়িসহ ডাকাতি কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম উদ্ধার


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৪-৯-২০২৫ দুপুর ২:১৮

ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মো: দ্বীন ইসলাম ওরফে কাউছার আহমেদ (৩৫) ২। মোঃ কামাল হাওলাদার (৩৫) ৩। আব্দুর রহমান হাওলাদার (৩৭) ৪। মোঃ মেহেদী হাসান ওরফে হাসান (৩৮) ৫। মোঃ বাবুল হাওলাদার (৩৮) ৬। মোঃ রমিজ তালুকদার (৩৫) ৭। জান্নাতুল ফেরদৌস (২২)। এসময় তাদের হেফাজত হতে একটি মাইক্রোবাস, দুইটি ডিবি জ্যাকেট, দুইটি ওয়াকিটকি, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড, দুইটি হ্যান্ডকাফ, দুইটি খেলনা পিস্তল, দুইটি পকেট রাউটার, ছয়টি এন্ড্রয়েড মোবাইল ফোন, ছয়টি বাটন মোবাইল, এক্সপেন্ডেবল লাঠি ও লেজার লাইট উদ্ধার করা হয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯:০৫ ঘটিকায় শাহবাগ থানাধীন গুলিস্তান গোলাপ শাহ মাজারের দক্ষিণ পাশে লেগুনা স্ট্যান্ডের সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

শাহবাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সংঘবদ্ধ একটি ডাকাতদল রাজধানীর গুলিস্তানে গোলাপ শাহ মাজারের দক্ষিণ পাশে লেগুনা স্ট্যান্ডের সামনে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে শাহবাগ থানার একটি চৌকস টিম সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় ৪/৫ জন ডাকাত সদস্য কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে শাহবাগ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন জায়গা থেকে রাজধানীর তাঁতিবাজার এলাকায় আসা স্বর্ণ ব্যবসায়ীদের ও ব্যাংক থেকে বড় অংকের টাকা উত্তোলনকারী ব্যক্তিদের টার্গেট করতো। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতি করতো।

রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত মোঃ দ্বীন ইসলাম ওরফে কাউছার আহমেদ এর নামে দশটি, আব্দুর রহমান হাওলাদার এর নামে তিনটি, মোঃ মেহেদী হাসান ওরফে হাসান এর নামে চারটি, মোঃ বাবুল হাওলাদার এর নামে দুইটি ও মোঃ রমিজ তালুকদার এর নামে চারটি ডাকাতি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।

Rp / Rp

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড

সিলেট থেকে নিখোঁজ হওয়া চার শিশুকে রাজধানীর হোটেল থেকে উদ্ধার করেছে শাহজাহানপুর থানা পুলিশ

ঢাকায় আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কবিরহাট উপজেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার

৪৮৩ বোতল ফেনসিডিল ও কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

দারুস সালাম থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করেছে

বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ

মোহাম্মদপুর থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে

অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্তসহ ১৫ দিনের মধ্যে হত্যা কান্ডের রহস্য উদঘাটন এবং ঘটনায় গ্রেপ্তার ০২

৬০০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

কোন কারাগারে রাখবে সেনা কর্মকর্তাদের সিদ্ধান্ত নেবে সরকার

১৫ সেনা কর্মকর্তাকে ২টি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

পল্লবী থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেফতার করেছে

৫২ কেজি গাঁজা ও পিকআপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ