ঢাকা শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

বাগেরহাটে উদ্বোধনের আগেই জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্থ মৎস্য অধিদপ্তরের পন্টুন ও স্পিডবোট


মো: সুজন মোল্লা,  বাগেরহাট জেলা প্রতিনিধি  photo মো: সুজন মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১-১১-২০২৫ বিকাল ৭:৩০

বাগেরহাটে উদ্বোধনের আগেই গম বোঝাই কার্গো জাহাজ এমভি সানভি জারিফের ধাক্কায় মৎস্য অধিদপ্তরের পন্টুন ও স্পিডবোট ক্ষতিগ্রস্থ হয়েছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে দড়াটানা সেতু সংলগ্ন এলাকায় নোঙ্গর করা জাহাজটির দড়ি ছিড়ে পন্টুনে ধাক্কা লাগে। এতে পন্টুনের পিলার, কনক্রিটের বেজমেন্ট, স্টিলের পাথওয়ে এবং পন্টুনে থাকা স্পিডবোট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়। এ ঘটনায় মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে কার্গো জাহাজের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারি।

পন্টুনে ধাক্কা দেওয়া জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান ঢাকার উত্তর যাত্রাবাড়ী এলাকার দিজে শিপিং লি.। তবে এ বিষয়ে কথা বলার জন্য জাহাজের কাউকে পাওয়া যায়নি।

ধাক্কা লাগার সময় পন্টুনে অবস্থান করা নৈশ প্রহরী সরওয়ার গাজী জানান, পন্টুনের সংলগ্ন শহর রক্ষা বাঁধেরর পাশে থাকা একটি নারকেল গাছ, সজিনা গাছ ও পন্টুনের একটি পিলারের সাথে দড়ি দিয়ে বাঁধা ছিল গম বোঝাই কার্গোজাহাজটি। দড়াটানা নদীতে ভাটার সময় জাহাজের দড়ি ছিড়ে নারকেল গাছ ও সজিনা গাছ উপড়ে যায়। জাহাজটি পন্টুনে ধাক্কা দেয়, এতে বিকট শব্দের সৃষ্টি হয়। পন্টুন ও স্পিডবোটের অনেক ক্ষতি হয়।

স্থানীয় মহিদুল নামের এক ব্যক্তি বলেন, রাতে অনেক জোড়ে শব্দ টের পেয়েছি। সকালে এসে দেখি পন্টুন ভাঙ্গা। আর জাহাজটি মাঝ নদীতে বাঁধা। এত সহজে এই পন্টুন যদি ভেঙ্গে যায়, তাহলে এটা দীর্ঘদিন থাকবে কিভাবে।

বাগেরহাট জেলা মৎস্য অফিসার(অ:দা:) রাজ কুমার বিশ্বাস জানান, পন্টুনের ক্ষয়ক্ষতি নিরুপনের জন্য কনসালটেন্টরা পরিদর্শন করেছেন। জাহাজটি বিরুদ্ধে সাধারণ ডায়েরী করা হয়েছে। জাহাজ কর্তৃপক্ষ সংস্কারের জন্য ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানান এই মৎস্য কর্মকর্তা।

জানা যায়, সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের অধীনে বাগেরহাটের দড়াটানা সেতু ও কেবি বাজারের মাঝামাঝি স্থানে পৌনে ৩ কোটি টাকা ব্যয়ে এই পন্টুন নির্মান করে মৎস্য অধিদপ্তর। চলতি বছরের প্রথম দিকে নির্মান কাজ শেষ হলেও, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে এখনও পন্টুন ও স্পিড বোট বুঝে নেয়নি মৎস্য অধিদপ্তর। ক্রয় ও নির্মান প্রক্রিয়া ঢাকা প্রকল্প কার্যালয় থেকে হওয়ায় স্পিডবোটের মূল্য জানাতে পারেনি জেলা মৎস্য বিভাগ।

Masum / Masum

সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী

মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল

ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল

বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত

স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু

গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু

নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম 

মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

শিবচরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত