বাগেরহাটে উদ্বোধনের আগেই জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্থ মৎস্য অধিদপ্তরের পন্টুন ও স্পিডবোট
বাগেরহাটে উদ্বোধনের আগেই গম বোঝাই কার্গো জাহাজ এমভি সানভি জারিফের ধাক্কায় মৎস্য অধিদপ্তরের পন্টুন ও স্পিডবোট ক্ষতিগ্রস্থ হয়েছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে দড়াটানা সেতু সংলগ্ন এলাকায় নোঙ্গর করা জাহাজটির দড়ি ছিড়ে পন্টুনে ধাক্কা লাগে। এতে পন্টুনের পিলার, কনক্রিটের বেজমেন্ট, স্টিলের পাথওয়ে এবং পন্টুনে থাকা স্পিডবোট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়। এ ঘটনায় মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে কার্গো জাহাজের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারি।
পন্টুনে ধাক্কা দেওয়া জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান ঢাকার উত্তর যাত্রাবাড়ী এলাকার দিজে শিপিং লি.। তবে এ বিষয়ে কথা বলার জন্য জাহাজের কাউকে পাওয়া যায়নি।
ধাক্কা লাগার সময় পন্টুনে অবস্থান করা নৈশ প্রহরী সরওয়ার গাজী জানান, পন্টুনের সংলগ্ন শহর রক্ষা বাঁধেরর পাশে থাকা একটি নারকেল গাছ, সজিনা গাছ ও পন্টুনের একটি পিলারের সাথে দড়ি দিয়ে বাঁধা ছিল গম বোঝাই কার্গোজাহাজটি। দড়াটানা নদীতে ভাটার সময় জাহাজের দড়ি ছিড়ে নারকেল গাছ ও সজিনা গাছ উপড়ে যায়। জাহাজটি পন্টুনে ধাক্কা দেয়, এতে বিকট শব্দের সৃষ্টি হয়। পন্টুন ও স্পিডবোটের অনেক ক্ষতি হয়।
স্থানীয় মহিদুল নামের এক ব্যক্তি বলেন, রাতে অনেক জোড়ে শব্দ টের পেয়েছি। সকালে এসে দেখি পন্টুন ভাঙ্গা। আর জাহাজটি মাঝ নদীতে বাঁধা। এত সহজে এই পন্টুন যদি ভেঙ্গে যায়, তাহলে এটা দীর্ঘদিন থাকবে কিভাবে।
বাগেরহাট জেলা মৎস্য অফিসার(অ:দা:) রাজ কুমার বিশ্বাস জানান, পন্টুনের ক্ষয়ক্ষতি নিরুপনের জন্য কনসালটেন্টরা পরিদর্শন করেছেন। জাহাজটি বিরুদ্ধে সাধারণ ডায়েরী করা হয়েছে। জাহাজ কর্তৃপক্ষ সংস্কারের জন্য ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানান এই মৎস্য কর্মকর্তা।
জানা যায়, সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের অধীনে বাগেরহাটের দড়াটানা সেতু ও কেবি বাজারের মাঝামাঝি স্থানে পৌনে ৩ কোটি টাকা ব্যয়ে এই পন্টুন নির্মান করে মৎস্য অধিদপ্তর। চলতি বছরের প্রথম দিকে নির্মান কাজ শেষ হলেও, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে এখনও পন্টুন ও স্পিড বোট বুঝে নেয়নি মৎস্য অধিদপ্তর। ক্রয় ও নির্মান প্রক্রিয়া ঢাকা প্রকল্প কার্যালয় থেকে হওয়ায় স্পিডবোটের মূল্য জানাতে পারেনি জেলা মৎস্য বিভাগ।
Masum / Masum
বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী শামীমসহ ৩জন আটক
বাগেরহাটে বিএনপি সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে বাধা ও সংঘর্ষ আহত-৫
শরীয়তপুর পলিটেকনিক ইন্সটিটিউটে চাকরি মেলা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প
মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন
লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার
সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির
বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার শোক
নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন
রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা