লোহাগড়ায় ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম, থানায় মামলা, আসামি গ্রেফতার
নড়াইলের লোহাগড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৌরসভার পোদ্দার পাড়ার সুজিত পোদ্দার নামে এক প্রতিবন্ধী ব্যবসায়ীকে (মালা টেলিকম) ধারালো ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে ওই এলাকার মনির নামে এক যুবক । এ ঘটনায় পুলিশ মনিরকে ছুরিসহ আটক করেছে।
শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে লোহাগড়া বাজার সোনালী ব্যাংকের উত্তর পাশে মালা টেলিকম দোকানে এ ঘটনা ঘটে। আহত সুজিতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি লোহাগড়া পৌর সভার পেদ্দার পাড়ার বাসিন্দা।
ওই দিন রাতেই আহত সুজিতের স্ত্রী পপি পোদ্দার বাদী হয়ে মনিরকে আসামি করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে লোহাগড়া থানার ওসি মোঃ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আহত সুজিত পোদ্দার শুক্রবার রাত সাড় ৭ টার দিকে তার নিজের দোকানে (মালা টেলিকম) বসে কাজ করছিলেন। এসময় মনির নামে এক যুবক দোকানে এসে সুজিতকে মোবাইলের আইডি নম্বর বের করে দিতে বলে। দোকানদার সুজিত বলে আমি কি করে বের করে দিব, এটা সম্ভব নয়। এই নিয়ে দুইজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে মনিরের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ব্যবসায়ী সুজিতের গলায় আঘাত করে। এতে ব্যবসায়ী সুজিত গুরুতর জখম হন। পরে তার স্বজনরা গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমান তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহতর স্ত্রী পপি পোদ্দার জানান, আমার স্বামীকে মনির ধারালো ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে । আমি তার দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করছি।
লোহাগড়ায় ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম, থানায় মামলা, আসামি গ্রেফতার
লোহাগড়া থানার ওসি মোঃ শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত সুজিতের স্ত্রী পপি পোদ্দার বাদী হয়ে মনিরের নামে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামি মনিরকে ছুরিসহ গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে আসামি মনিরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Masum / Masum
সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী
মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল
ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল
বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন
ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত
স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু
গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু
নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম
মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত
বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা