ঢাকা শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

ঢাকা–ভাঙ্গা সার্ভিস রোডে মুখোশধারীদের হামলা: ৪ লাখ টাকা লুট, গুরুতর আহত ২ গরু ব্যবসায়ী


আবদুল্লাহ আল ইসলাম, স্টাফ রিপোর্টার  photo আবদুল্লাহ আল ইসলাম, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১৯-১১-২০২৫ দুপুর ৩:৩৬

মাদারীপুরের শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের চৌরাস্তা এলাকার ফুটওভার ব্রিজ সংলগ্ন ঢাকা–ভাঙ্গা সার্ভিস রোডে গরু ব্যবসায়ীদের ওপর ভয়াবহ ডাকাতি হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) ভোর ছয়টার দিকে পাঁচ্চর এলাকা থেকে টেকেরহাটগামী একটি পিকআপে এ হামলার ঘটনা ঘটে। এতে দুই গরু ব্যবসায়ী গুরুতর আহত হন।

 

জানা যায়, হান্নান নামের স্থানীয় এক ড্রাইভারের চালিত পিকআপে কয়েকজন গরু বেপারী টেকেরহাট বাজারে গরু কিনতে যাচ্ছিলেন। পথিমধ্যে সন্ন্যাসীরচর ইউনিয়নের চৌরাস্তা এলাকায় পৌঁছালে একটি সাদা প্রাইভেটকার এসে পিকআপটির গতি রোধ করে। এ সময় প্রাইভেটকার থেকে নেমে আসা তিনজন মুখোশধারী অতর্কিতভাবে চাপাতি দিয়ে পিকআপে থাকা ব্যবসায়ীদের ওপর হামলা চালায়।

 

হামলায় মাদবরেরচর ইউনিয়নের মোল্লাবাজার এলাকার বাসিন্দা গরু ব্যবসায়ী রাজন মোল্লা গুরুতর আহত হন। তার পিঠে ধারালো অস্ত্র দিয়ে গভীর কোপ দেয় ডাকাতরা। একই ইউনিয়নের মাদবরেরচর গরুরহাট সংলগ্ন এলাকার বাসিন্দা আলাই দেওয়ানও হামলায় মারাত্মকভাবে জখম হন। তার পায়ের রগ কেটে ফেলে হামলাকারীরা।

 

ড্রাইভার হান্নান জানান, হামলাকারীরা তাদের কাছে থাকা প্রায় ৪ লাখ টাকা লুট করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে হাসপাতালে নেন।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

Masum / Masum

সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী

মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল

ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল

বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত

স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু

গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু

নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম 

মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

শিবচরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত