নড়াইলের কালিয়ায় কাঠ ব্যবসায়ীকে কুপিযে হত্যার ঘটনায় মামলা
নড়াইলের কালিয়া উপজেলায় পূর্বশক্রতার জের ধরে মোঃ ইমদাদ আলী নামে এক কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় নড়াগাতি থানায় মামলা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে নিহতের স্ত্রী সোনিয়া আক্তার বাদী হয়ে উপজেলার নড়াগাতি থানায় মামলা করেন। এতে বাঐসোনা ইউনিয়নের চেয়ারম্যান চুন্নু শেখসহ ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৭/৮ জনকে আসামি করা হয়।
নড়াগাতি থানার ওসি মোঃ আশিকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (২৪ নভেম্বর) রাতে পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে বাঐসোনা ইউনিয়নের চেয়ারম্যান চুন্নু শেখ তার লোকজন নিয়ে উপজেলার নড়াগাতি থানার বাঐসোনা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মোঃ ইমদাদ আলীকে যোগানিয়া বাজারস্থ আমতলা মোড়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে। নিহত ইমদাদ আলী ডুমুরিয়া গ্রামের সিরাজুল শেখের ছেলে।
নিহতের স্ত্রী সোনিয়া আক্তার বলেন, আমার স্বামীকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে আসামীরা। হত্যার পর আসামীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তারা কেউ এলাকায় নেই। আমার স্বামীর হত্যাকারিদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানাই।
এ ঘটনার পর থেকে উপজেলার বাঐসোনা ইউনিয়নের চেয়ারম্যান চুন্নু শেখসহ অন্য আসামিরা পলাতক রয়েছেন। মোবাইল ফোনে যোগাযোগ করেও তা বন্ধ পাওয়া যায়।
নড়াগাতি থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, কাঠ ব্যবসায়ী মোঃ ইমদাদ আলীকে কুপিয়ে হত্যার ঘটনায় তার স্ত্রী সোনিয়া আক্তার বাদী হয়ে মামলা করেছেন। এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে জড়িতরা সবাই পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Rp / Rp
বাগেরহাটে বিএনপি সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে বাধা ও সংঘর্ষ আহত-৫
শরীয়তপুর পলিটেকনিক ইন্সটিটিউটে চাকরি মেলা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প
মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন
লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার
সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির
বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার শোক
নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন
রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা
বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত