নড়াইলের কালিয়ায় কাঠ ব্যবসায়ীকে কুপিযে হত্যার ঘটনায় মামলা
নড়াইলের কালিয়া উপজেলায় পূর্বশক্রতার জের ধরে মোঃ ইমদাদ আলী নামে এক কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় নড়াগাতি থানায় মামলা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে নিহতের স্ত্রী সোনিয়া আক্তার বাদী হয়ে উপজেলার নড়াগাতি থানায় মামলা করেন। এতে বাঐসোনা ইউনিয়নের চেয়ারম্যান চুন্নু শেখসহ ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৭/৮ জনকে আসামি করা হয়।
নড়াগাতি থানার ওসি মোঃ আশিকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (২৪ নভেম্বর) রাতে পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে বাঐসোনা ইউনিয়নের চেয়ারম্যান চুন্নু শেখ তার লোকজন নিয়ে উপজেলার নড়াগাতি থানার বাঐসোনা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মোঃ ইমদাদ আলীকে যোগানিয়া বাজারস্থ আমতলা মোড়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে। নিহত ইমদাদ আলী ডুমুরিয়া গ্রামের সিরাজুল শেখের ছেলে।
নিহতের স্ত্রী সোনিয়া আক্তার বলেন, আমার স্বামীকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে আসামীরা। হত্যার পর আসামীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তারা কেউ এলাকায় নেই। আমার স্বামীর হত্যাকারিদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানাই।
এ ঘটনার পর থেকে উপজেলার বাঐসোনা ইউনিয়নের চেয়ারম্যান চুন্নু শেখসহ অন্য আসামিরা পলাতক রয়েছেন। মোবাইল ফোনে যোগাযোগ করেও তা বন্ধ পাওয়া যায়।
নড়াগাতি থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, কাঠ ব্যবসায়ী মোঃ ইমদাদ আলীকে কুপিয়ে হত্যার ঘটনায় তার স্ত্রী সোনিয়া আক্তার বাদী হয়ে মামলা করেছেন। এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে জড়িতরা সবাই পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Rp / Rp
সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী
মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল
ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল
বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন
ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত
স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু
গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু
নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম
মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত
বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা