ঢাকা বৃহষ্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

লোহাগড়ায় নিয়োগবিধির দাবিতে পরিবার পরিকল্পনায় চাকরিরত তৃতীয় শ্রেণীর কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন


আফজাল শিকদার, নড়াইল photo আফজাল শিকদার, নড়াইল
প্রকাশিত: ২-১২-২০২৫ রাত ১০:৫০

নড়াইলের লোহাগড়া উপজেলায় নিয়োগবিধির দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি করছেন উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV),পরিবার কল্যাণ সহকারী (FWA) এবং পরিবার কল্যাণ পরিদর্শক (FPI) এর কর্মচারীরা। 

 

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে লোহাগড়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

 

এসময় লোহাগড়া উপজেলা পরিবার কল্যাণ এ চাকরিরত সহকারি শাহানা আফরোজ বলেন, আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়েও বেতন পাই চতুর্থ শ্রেণীর। পরিবার পরিকল্পনা বিভাগের মূল চালিকা শক্তি আমরা। আমরা সাড়ে ২৩ হাজার পরিবার কল্যাণ সহকারী, সাড়ে ৪ হাজার পরিবার কল্যাণ পরিদর্শক, ৫ হাজার পরিবার পরিকল্যাণ পরিদর্শিকা সবাই একসাথে কাজ করি। জন্ম নিয়ন্ত্রণ, জন্ম মৃত্যু, শিশু মৃত্যু রোধ নিয়ে আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে সেবা দি। আমরা একটা পরিবারকে সুন্দর করে রাখার জন্য একটা বাচ্চা জন্মের পর তার নিবন্ধন, গর্ভবতী সেবা নিশ্চিত, হাসপাতালে পাঠানোর জন্য উৎসাহিত, বাড়ি থেকে ডেলিভারিসহ ইপিআই তে সহযোগিতা করি।

 

তিনি বলেন, আমরা করোনার ভ্যাকসিন, জরায়ু মুখ ক্যান্সার ভ্যাকসিন দিয়েছি, এর আগে পোলিও মুক্ত করেছি, কমিউনিটি ক্লিনিকে বসি, ইপিআই তে বসি, এক কথায় আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা সমস্ত সেবা দি। আমরা ট্যাবে কাজ করি আমাদের সমস্ত রিপোর্ট অনলাইনে যায়। কিন্তু আমরা তৃতীয় শ্রেণিতে যোগদান করেও ১৫ সালের পরে চতুর্থ শ্রেণীতে ১৭তম গ্রেডে বেতন পাই, আমাদের মূল কথা হচ্ছে আমাদের নিয়োগ বিধি নেই, কোন পদোন্নতি নেই, বিভিন্ন দপ্তরে ঘুরেও ২৬ বছরে কোন নিয়োগ বিধি নেই। যতদিন নিয়োগবিধি না হবে ততদিন আমরা কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করে যাব।

 

নলদী ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র পরিবার কল্যাণ পরিদর্শিকা ইতি নাগ বলেন, আজকে আমরা এখানে দাড়াইছি আমাদের একটাই দাবি নিয়োগ বিধি। সবাই কাজ করি কিন্তু কোন মূল্যায়ন নাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজ আমরা করি কিন্তু আমাদের কোন মূল্যায়ন নেই। ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের যারা আছি সারাদেশে আমরাই একমাত্র যারা ২৪ ঘন্টা সেবা দি। অন্যান্য সব জায়গায় সবাই ডিউটি করে তাদের শিফটিং ডিউটি থাকে লোকজন থাকে, কিন্তু আমরা একজনই এএনসি, পিএনসি, নরমাল ডেলিভারি, সাধারণ রোগী দেখা, শিশু স্বাস্থ্যসেবা, কিশোর কিশোরীর সেবা দেওয়া, পরিবার পরিকল্পনা সেবা দেওয়া, এমনকি স্কুলে গিয়ে স্কুল স্বাস্থ্য সেবা এবং সর্বোপরি গ্রামে গ্রামে গিয়ে স্যাটেলাইট ক্লিনিক টাও আমরা পরিচালনা করি, অথচ বলা যায় আমাদের জন্ম যেখানে মৃত্যু সেখানে। 

 

তিনি বলেন, আমরা কোয়াটারে থাকি বাধ্যতামূলক আগে আমাদের যে বাসা ভাড়া টা ছিল, এখন সেটা তার গুণ বৃদ্ধি, অথচ আপনারা গিয়ে দেখবেন কোয়াটারে ওয়াশরুম ভাঙ্গা, বর্ষা হলে পানি পড়ে, বর্ষা হলে আপনি বেরোতে পারবেন না রাস্তায় পানি, কিন্তু আমরা বাধ্যতামূলক সেখানে থাকতেছি সেবা দিচ্ছি, অথচ আমাদের কোন মূল্যায়ন নাই। আমাদের সিলেকশন গ্রেড নাই নিয়োগবিধির কোন পরিবর্তন নাই। এখন আমরা মাঠে নেমেছি আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত আর ঘরে ফিরবো না।

 

কাশিপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মশিউর রহমান বলেন, আমরা পরিবার পরিকল্পনা বিভাগের জন্মলগ্ন থেকে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সেবা দিয়ে আসছি। একটি নতুন দম্পতি শুরু থেকে কিভাবে পরিবার পরিকল্পনা করবে, বাল্য বিবাহ, যৌতুক এগুলা নিয়ে আমরা কাজ করি। সমাজের যে অন্যায় অত্যাচার এগুলো নিয়ে কাজ করি। এখন স্কুলে স্বাস্থ্য নিয়ে কাজ করছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজও আমাদের যে নিয়োগ বিধি সে নিয়োগ বৃদ্ধি পায়নি। যার ফলে যে পদেই জন্ম সেই পদে মৃত্যু হচ্ছে আমাদের।

 

তিনি বলেন, আমাদের সকল যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা কোন পদোন্নতি পাচ্ছিনা। যার ফলে আমাদের সামাজিক মর্যাদা ক্ষুন্ন হচ্ছে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। সেজন্য আমাদের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি দিয়েছে সেটা পালন করছি। নিয়োগ বিধি না হওয়া পর্যন্ত আমাদের লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলতে থাকবে। তিনি সরকারের কাছে আহ্বান জানান অনতিবিলম্বে নিয়োগবিধি দ্রুত করে দেয়ার জন্য।

 

এদিন কর্মবিরতি অবস্থান কর্মসূচিতে লোহাগড়া উপজেলায় কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) ,পরিবার কল্যাণ সহকারী (FWA) এবং পরিবার কল্যাণ পরিদর্শক (FPI) গন উপস্থিত ছিলেন।

Masum / Masum

বাগেরহাটে বিএনপি সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে বাধা ও সংঘর্ষ আহত-৫

শরীয়তপুর পলিটেকনিক ইন্সটিটিউটে চাকরি মেলা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প

মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন

লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার

সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির

বাংলা‌দেশ ম‌হিলা প‌রিষদ বা‌গেরহাট শাখার শোক

নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন

রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা

বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত

দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান