ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

অনেক বছর পর দেখলাম ট্রেন আমাদের জন্য অপেক্ষা করছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৪-২০২৪ দুপুর ১১:৪৬

আগে ঘণ্টার পর ঘণ্টা আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতাম। অনেক বছর পর দেখলাম ট্রেন আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি না। 

ঈদ যাত্রার চতুর্থ দিনে নির্বিঘ্নে ট্রেনে উঠতে পেরে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস (৮০৯) ট্রেনের একজন যাত্রী। ট্রেনটি সকাল সাড়ে ৮টায় ঢাকা রেলওয়ে স্টেশনের ৫ নম্বর প্লাটফর্ম ছেড়ে যায়।

তিনি আরও বলেন, স্টেশনে এসে সুন্দরভাবে ট্রেনে উঠলাম। ভিতরের পরিবেশ অনেক সুন্দর। সবাই যার যার সিটে বসতে পারছে, মালামাল রাখতে পারছে। কোনো অসুবিধা নেই।শনিবার সকালে ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, ট্রেন যাত্রীদের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। যাত্রীরা গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে প্ল্যাটফর্মের দিকে প্রবেশ করছেন। শুরুতেই যাত্রীদের সঙ্গে টিকিট রয়েছে কি না সেটি চেক করছেন টিটিইরা। পরের ধাপে চেক করা হচ্ছে জাতীয় পরিচয়পত্র আছে কি না। সেটির নামের সঙ্গে সাদৃশ্য রয়েছে কি না যাত্রীদের টিকিট। শেষ দফায় প্ল্যাটফর্মে প্রবেশের মুহূর্তেও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জাতীয় পরিচয়পত্র ও ট্রেনের টিকিট চেক করে দেখছেন। এরপরেই যাত্রীরা ট্রেনের সিডিউল দেখে নির্ধারিত গন্তব্যের প্ল্যাটফর্মে প্রবেশ করছেন। আর যাদের সঙ্গে টিকিট নাই, সেটা কোথাও ধরা পড়লেই তাদের ফেরত পাঠানো হচ্ছে।

যাত্রীরা জানিয়েছেন, ঢাকা স্টেশন থেকে ট্রেনে চড়ার মতো সহজ কিছু এবার নেই। দৃশ্যত বিমানের মতো না হলেও একজন যাত্রীর জন্য সিস্টেমটা বিমানের মতোই হয়েছে। সহজেই নিজের আসন পর্যন্ত যাওয়া যাচ্ছে ও মালামাল রাখা যাচ্ছে।

কিশোরগঞ্জ এক্সপ্রেসের যাত্রী আমিনুল ইসলাম বলেন, যাত্রা শুরুর ৪৫ মিনিট আগে আমাদের ট্রেনটিকে প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে। এতে করে কোনো রকম ধাক্কাধাক্কি ছাড়া ট্রেনে উঠতে পেরেছি। মালামাল রাখা নিয়েও কোনো দুশ্চিন্তা করতে হয়নি। আসলে প্ল্যাটফর্ম এলাকায় ট্রেনের যাত্রী ছাড়া অন্য কোনো মানুষ তেমন একটা নেই। 

তিনি আরও বলেন, এই কয়েক বছর আগেও এমন হয়েছে যে নিজের আসন পর্যন্ত পৌঁছাতে পারেনি। আমার আসনে বসে গেছে অন্যজন। আর আমাকে যেতে হয়েছে দাঁড়িয়ে। সেই পরিমাণ অবৈধ যাত্রী এখন আর নেই। 

পঞ্চগড়গামী একতা এক্সপ্রেসের যাত্রী রমিজুল ইসলাম বলেন, ঢাকা থেকে ট্রেনে ওঠার ব্যবস্থাপনা খুব ভালো হলেও এর পরের স্টেশনগুলো থেকে সেটি আর থাকে না। গতকাল আমার একজন বন্ধু গিয়েছে বাড়িতে। তার কাছ থেকে জেনেছি প্রথম দুই তিনটা স্টেশন পরেই নাকি মানুষের ভিড় হয়ে যায়। টিকিট বিহীন যাত্রীরা ট্রেনে ওঠে।  

ঢাকা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, দিনের প্রথম ট্রেন রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস এক ঘণ্টা ৪৫ মিনিট বিলম্বে ছেড়েছে। ট্রেনটি ভোর ৬টায় ছাড়ার কথা থাকলেও সেটি ঢাকায় এসে পৌঁছায় ৬টা ২০ মিনিটে এবং ঢাকা ছেড়ে যায় সকাল ৭টা ৪৫ মিনিট। এ ছাড়া আরও দুটি ট্রেন ১৫ থেকে ২০ মিনিট বিলম্ব হয়েছে। বাকি ট্রেনগুলো নির্ধারিত সময়েই ঢাকা স্টেশন ছাড়ছে।

Admin / Admin

বিডা’র ওএসএস প্ল্যাটফর্মে নিবন্ধন অধিদপ্তরের পাঁচটি নতুন সেবা উদ্বোধন

লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টায় নিন্দা জানিয়ে বিবৃতি

বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে উপদেষ্টা শারমীন এস মুরশিদের শোক প্রকাশ

সাতক্ষীরার সীমান্ত দিয়ে চার শিশুসহ ১০ বাংলাদেশি হস্তান্তর করল বিএস এফ

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ

নারীর অবৈতনিক কাজের স্বীকৃতি জরুরি : শারমীন এস মুরশিদ

জাপানি ভাষা জানা ১ লাখ কর্মী নিবে জাপান -- অর্থ উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা

পাট পণ্যের নান্দনিকতা ও ব্যবহারিক উপযোগিতাকে প্রাধান্য দেওয়ার আহবান বাণিজ্য উপদেষ্টার

২০২০ সাল থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত সংঘটিত অপরাধের তথ্যের ওপর ভিত্তি করে তুলনামূলক সার্বিক চিত্র দেওয়া হলো

কাঠামোগত দুর্নীতি বাংলাদেশকে পিছিয়ে রেখেছে - উপদেষ্টা শারমীন এস মুরশিদ

দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি রয়েছে - স্বরাষ্ট্র উপদেষ্টা