ঢাকা শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

তারেক রহমানকে নিয়ে বিবিসির প্রতিবেদন প্রকাশ


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২৫-১২-২০২৫ রাত ১০:২৪

দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটি স্পর্শ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। তাকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে তার এই প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা তাদের মতে, তারেক রহমানের দেশে ফেরা নির্বাচনী সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী পদে প্রধানতম দাবিদার হিসেবে আবির্ভূত হয়েছেন তারেক রহমান, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী পদের অন্যতম শক্তিশালী দাবিদার এই নেতা।

৬০ বছর বয়সী তারেক রহমান প্রভাবশালী জিয়া পরিবারের উত্তরাধিকারী এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, তার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী নতুন বছরে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে জয়ী হয়ে পুনরায় ক্ষমতায় ফিরতে চায়।

২০০৮ সাল থেকে লন্ডনে অবস্থানরত তারেক রহমান, নির্বাচনে বিএনপি যদি বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে তাহলে দেশের নতুন নেতা হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

গত বছর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার প্রেক্ষাপটেই তারেক রহমানের এই প্রত্যাবর্তন ঘটেছে, আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি তদন্ত শুরু হলেও শেখ হাসিনার শাসনের পতনের পর তিনি সব অভিযোগ থেকে অব্যাহতি পান।

বর্তমানে শেখ হাসিনা ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন, তার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনাও ক্ষীণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই আসন্ন এই নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে দেখছেন।

গত মাসে সরকারবিরোধী আন্দোলন দমনে ভূমিকার অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। জাতিসংঘের তদন্তকারীদের মতে, ছাত্র-জনতার ওই অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারান, যদিও অনুপস্থিতিতে বিচার হওয়া শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন।

Masum / Masum

তারেক রহমানকে নিয়ে বিবিসির প্রতিবেদন প্রকাশ

তারেক রহমানের বিমান ঢাকায় অবতরণ

তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তনে ডাঃ আমান উল্লাহর উদ্যোগে রামগতি-কমলনগরে দোয়া মাহফিল

সুপারিশ বাস্তবায়ন নিয়েও শঙ্কা, পে-স্কেল নিয়ে অনিশ্চয়তা

বাংলাদেশ, জাপান EPA আলোচনা সমাপ্ত

অনেক ক্ষেত্রেই হ্রাস করে ফেলেছে অন্তর্বর্তী সরকার তার বৈধতা ---- দেবপ্রিয় ভট্টাচার্য

প্রথাগত শিক্ষার পাশাপাশি স্কিল ডেভেলপের উপর গুরুত্ব দিতে হবে -- ড. মোহাম্মদ আবু ইউছুফ

শিশুদের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম -মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

কবি নজরুলের পাশে চিরনিদ্রায় থাকবেন ওসমান হাদি

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

হাদির সংগ্রামী জীবন-আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে: পরিবেশ উপদেষ্টা

ঢাকার ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

ছেঁড়া নোট নিতে না চাইলেই ব্যবস্থা