বিএমডিএর সেচ প্রকল্প সম্প্রসারণে ঠিকাদারকে কাজ ছাড়াই ৪১ লাখ টাকার বিল পরিশোধ

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ‘ভূগর্ভস্থ সেচ নালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাকার সম্প্রসারণ’ প্রকল্পের পরিচালক শহিদুর রহমানের বিরুদ্ধে কাজ ছাড়াই ঠিকাদারকে ৪১ লাখ ৬৫ হাজার টাকা বিল পরিশোধের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, অভিযোগ তদন্তে গঠিত কমিটি ২৫ লাখ ১৫ হাজার টাকা তছরুপের প্রমাণও পেয়েছে।
জানা গেছে, মোট ৩২৯ কোটি টাকার এই প্রকল্পের পরিচালক (পিডি) হিসেবে নিয়োগ পান বিএমডিএর চলতি দায়িত্বের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুর রহমান। তার বিরুদ্ধে প্রকল্পের কাজ ছাড়াই ঠিকাদারকে ৪১ লাখ ৬৫ হাজার টাকা বিল পরিশোধের অভিযোগ করা হয় দুর্নীতি দমন কমিশনে (দুদক)। শুধু তাই নয়, প্রকল্পের যেটুকু কাজ হয়েছে, তাতে নিম্নমানের সরঞ্জাম ব্যবহারের অভিযোগও উঠেছে।
অভিযোগের পরিপ্রেক্ষিতে বরেন্দ্র অঞ্চলে কৃষি নিয়ে কাজ করা সরকারি এই প্রতিষ্ঠানটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হুদাকে প্রধান করে ১০ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি গত ৮ ফেব্রুয়ারি নির্বাহী পরিচালকের (ইডি) কাছে প্রতিবেদন জমা দেয়। এতে ২৫ লাখ ১৫ হাজার টাকা তছরুপের প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়। বলা হয়েছে, ঠিকাদার কাজ না করলেও এই বিল পরিশোধ করা হয়েছে।
তদন্ত কমিটির প্রধান শামসুল হুদা বলেন, তদন্ত প্রতিবেদন আগেই জমা দেওয়া হয়েছে। তদন্তে কী পাওয়া গেছে, তা ঊর্ধ্বতন কর্মকর্তার (ইডি) অনুমতি ছাড়া বলা যাবে না।
প্রকল্পের মনিটরিং কর্মকর্তা ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ অনিয়মের বিষয়টি স্বীকার করে বলেন, বিভিন্ন মালপত্র কেনায় অনিয়ম এবং দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। আমরা ইতোমধ্যে ইডির কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি।
সংশ্লিষ্ট প্রকল্পের একটি সূত্র বলছে, পিডি শহিদুর প্রকল্প বাস্তবায়নে প্রায় ১০০ কোটি টাকার ইউপিভিসি পাইপ ও গেট ভালভ কিনেছেন। নিম্নমানের পাইপ ও গেট ভালভ কেনার বিষয়টি প্রকল্পের মনিটরিং কর্মকর্তা আব্দুল লতিফের নজরে আসে। এরপর তিনি প্রকল্পের বিভিন্ন এলাকা পরিদর্শন করে ১৮ ডিসেম্বর নির্বাহী পরিচালকের কাছে প্রতিবেদন জমা দেন।
এতে বলা হয়, বেঙ্গল প্লাস্টিক পাইপ লিমিটেডের কাছ থেকে যে ৪১ হাজার ১০০ মিটার পাইপ ৩ কোটি ১১ লাখ ৬০ হাজার ২২ টাকায় কেনা হয়েছে, তা খুবই নিম্নমানের। গোদাগাড়ী উপজেলার সাহাব্দিপুর, শিয়ালা, কিসমত গোবিন্দপুর এবং তানোর ও মোহনপুর, নওগাঁর মহাদেবপুর ও মান্দা, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বৈদ্যপুর, নিজামপুর, কুশমাডাঙ্গাসহ বিভিন্ন স্কিমে ব্যবহৃত এসব নিম্নমানের পাইপ ইতোমধ্যে ফেটে গেছে। ফলে বন্ধ হয়ে গেছে পানির সরবরাহ। অন্য স্কিমগুলোয়ও একই অবস্থা। এসব ফাটা পাইপ বিএমডিএর উপজেলা কার্যালয়গুলোতে পড়ে আছে। রাইজার ভালভ কেনার ক্ষেত্রে ব্যাপক অনিয়ম হয়েছে। শিডিউলে ১৫ কেজি ওজনের ভালভের কথা থাকলেও কেনা হয়েছে ১২ কেজি ওজনের। এ বিষয়টিও মনিটরিং কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেছেন। প্রকল্পে গভীর নলকূপ স্থাপনের ক্ষেত্রে এমএস হাউজিং পাইপ এবং এসএস স্টেইনার ব্যবহারের বিষয়টি শিডিউলে উল্লেখ রয়েছে। এখানেও নিম্নমানের প্লাস্টিকের হাউজিং এবং স্টেইনার ব্যবহার করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, পিডি শহিদুর রাজশাহী মহানগরীর অভিজাত আবাসিক এলাকা উপশহরে ২৭১/২ নম্বর ১০ তলা ভবনের তিনতলায় এ ও বি নম্বরের দুটি ফ্ল্যাট কিনেছেন। প্রতিটি ৩ হাজার বর্গফুটের এই ফ্ল্যাট দুটির একটি তিনি স্ত্রীর নামে করেছেন। ঢাকার উত্তরা এবং উত্তর বাড্ডায়ও তার দুটি ফ্ল্যাট আছে। দেশের বাড়ি কুষ্টিয়ায় কিনেছেন বিপুল পরিমাণ জমি।
তবে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অস্বীকার করে প্রকৌশলী শহিদুর রহমান জানান, তার শুধু রাজশাহীতে দুটি ফ্ল্যাট আছে। তাও একটি ফ্ল্যাট তার স্ত্রীর। এ ছাড়া অন্য কোনো সম্পদ নেই। দুর্নীতির চিত্র তদন্ত প্রতিবেদনে উঠে আসার বিষয়টিকে বানোয়াট ও ভুয়া দাবি করে বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই প্রতিবেদন দেওয়া হয়েছে।
প্রকল্প পরিচালকের অনিয়ম-দুর্নীতি সম্পর্কে জানতে চাইলে বিএমডিএর নির্বাহী পরিচালক মো. আব্দুর রশিদ বলেন, অনিয়ম হয়েছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। এখন নিয়ম অনুযায়ী পিডির কাছে কৈফিয়ত তলব করা হবে। তিনি ব্যাখ্যা দেবেন। ব্যাখ্যা সন্তোষজনক না হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Admin / Admin

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও নয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

নয়লি ফাউন্ডেশনের আয়োজনে নারী উদ্যোক্তাদের হাতে সনদপত্র তুলে দিলেন অভিনেত্রী দিলারা জামান

বাগেরহাটে বিআরটিসি গাড়ির অবৈধ কাউন্টার ও মহাসড়কে ইজিবাইক, মাহেন্দ্র, নসিমন, করিমন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

বাংলাদেশের মানুষ চাঁদাবাজ, গুন্ডা, বদমাশ, ধর্শকদের ভোট দিবে না-- সৈয়দ মুফতি ফজলুল করিম

বাগেরহাটে যুবদল নেতার সুজনের উদ্যোগে রাস্তা সংস্কার

শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান: অর্থদণ্ড, হাইড্রলিক হর্ন জব্দ ও সতর্কীকরণ

টাঙ্গাইলে নবগঠিত ট্রাক মালিক সমিতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বাগেরহাটে 'নাগরিক' প্রকল্প এর রামপাল উপজেলা নাগরিক ফোরাম গঠিত

লালমনিরহাটে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড আহ্বায়ক কমিটির পরিচিতি ও সাংবাদিকদের সাথে মতবিনিময়

ছাগল মোটাতাজাকরণে স্বনির্ভরতা অর্জন করছে লালমনিরহাটের পরিবারগুলো

প্রেমের টানে বাংলাদেশে, প্রতারণার শিকার হয়ে দেশে ফিরল ভারতীয় তরুণী

মোড়েলগঞ্জ অনলাইন রিপোর্টার্স ইউনিটির আহবায়ক শিব্বির, সদস্য সচিব লিয়াকত
