কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে : তামিম

স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের বেশ কিছু অঞ্চল। আটকা পড়েছেন লাখ লাখ মানুষ। ক্রমশই খাবার, পানির সংকট আরও তীব্র হচ্ছে। এরই মধ্যে মৃত্যুর ঘটনাও ঘটেছে। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। এমন পরিস্থিতিতে এগিয়ে এসেছেন তারকা থেকে শুরু করে দেশের সাধারণ মানুষ। নিজ নিজ জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন।
এমন বিপর্যয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালীসহ দেশের আরও অনেক এলাকা বন্যার ভয়াল ছোবলে আক্রান্ত। কঠিন এই সময়ে আমাদের সবার দায়িত্ব দুর্গতদের সহায়তা করার। ব্যক্তিগতভাবে কাকে কার পছন্দ, কাকে অপছন্দ, কার কী মতবাদ, এসব ভাবার সময় এখন নয়। কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে মানুষের পাশে থাকার জন্য।
নিজের দায়িত্ব পালন করছেন বলেও জানালেন তামিম। বলেন, আমি নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করছি। যে সংস্থা ও সংগঠনগুলোকে আমার কাছে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মনে হয়েছে, তাদের মাধ্যমে সহায়তা করেছি। সাধ্যমতো আরও করে যাব ইনশাল্লাহ।
পানিবন্দি মানুষকে উদ্ধারে যারা কাজ করছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানালেন তামিম। লিখেছেন ,মানুষকে উদ্ধার করতে ও নানাভাবে যারা মাঠ পর্যায়ে নিরলস কাজ করে চলেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। এই দেশ অসংখ্য দুর্যোগের সঙ্গে লড়াই করে মাথা তুলে দাঁড়িয়েছে। এবারও আমরা সবাই একতাবদ্ধ হয়ে মানুষের জন্য কাজ করব, সবাইকে নিরাপদ ও ভালো রাখব।
সবশেষে বলেন, আরেকটা কথা মনে রাখতে হবে, বন্যার তাৎক্ষনিক ধাক্কা সামলানোই শেষ কথা নয়। পানি নেমে যাওয়ার পর দুর্গতদের পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা করতে হবে, ওষুধের ব্যবস্থা করতে হবে, বাসস্থানের ব্যবস্থা করতে হবে, প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা করতে হবে। সেই দায়িত্ব আমাদের সবার। সবাই মিলেই চেষ্টা করব তাদেরকে আবার সুন্দর ও স্বাভাবিক জীবন উপহার দেওয়ার জন্য। স্লোগান আমাদের একটিই- মানুষ মানুষের জন্য।
Admin / Admin

বাংলাদেশ পুলিশ এফসি ফুটবল টিমের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন

তারুণ্যের উৎসব উপলক্ষে বাগেরহাটে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

২০ বছর পর ওয়ানডে ক্রিকেটে পঞ্চপান্ডব ছাড়া মাঠে নামছে বাংলাদেশ

ইফতির সেঞ্চুরির দিনে মঈনের আক্ষেপ, ঘুরে দাঁড়াল বাংলাদেশ

আনচেলত্তিকে স্বাগত জানালেন সিবিএফের নতুন সভাপতি

জর্ডান সফরের দল ঘোষণা, সাবিনাসহ সাফজয়ী ৫ ফুটবলার বাদ

সাবিনার শেষ দেখছেন বাটলার

চৌদ্দগ্রামে গুণবতী প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট--২০২৫ অনুষ্ঠিত

নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ জিততে চায় বাংলাদেশ

আরব আমিরাতের সহায়তায় দেশের ৮ বিভাগে স্পোর্টস হাব

জিয়াউর রহমান স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

তারুণ্যের উৎসব বিপিএল ক্রিকেট উৎসবে সবুজের বার্তা: সকল উৎসব পরিবেশবান্ধব করতে পরিবেশ মন্ত্রণালয়ের আহ্বান।
